IPL 2025, LSG vs SRH TOSS REPORT in Bengali: টস জিতলো হায়দ্রাবাদ, প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে পন্থদের দলে এন্ট্রি নিলেন কিউই পেসার !! 1

IPL 2025: আজ আইপিএলের ৬১ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (LSG vs SRH)। পয়েন্ট তালিকায় আপাতত সপ্তম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG) এবং অষ্টম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। হায়দ্রাবাদ চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছে অনেক আগেই। ১১ টি ম্যাচ খেলার পর কেবলমাত্র তিনটিতে জয় পেয়েছিল তারা। অন্যদিকে লখনউ ১১ ম্যাচে পাঁচটি জয় পেয়ে সপ্তম স্থানে রয়েছে। কালকের ম্যাচের উপরেই নির্ধারণ করে রয়েছে লখনৌয়ের প্লে অফ যাওয়ার যাত্রা। তারা নেট রানরেটের বিচারে অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের আশায় মরিয়া হয়ে লড়াই চালাবে তারা। এর আগে চলতি আইপিএলে সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এবং লখনউ। সেই ম্যাচে শার্দূল ঠাকুর দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখিয়েছিলেন। ৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তাছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের বানানো ১৯০ রান তাড়া করতে এসে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে উঠেছিল নিকোলাস পুরান (Nicholas Pooran) ঝড়। ২৬ বলে ছয়টি চার এবং ছয়টি ছক্কায় ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতেই ২৩ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তবে আগামীকাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দলের তারকা ওপেনার ট্রেভিস হেডকে (Travis Head) পাবেনা। কোভিড ১৯ এর টেস্টে পজিটিভ হয়েছেন হেড, যে কারণে লখনৌয়ের বিরুদ্ধে দেখতে পাওয়া যাবে না অস্ট্রেলিয়ান এই দাপুটে ওপেনারকে।

IPL 2025, LSG vs SRH, PITCH REPORT

Ekana stadium, ipl 2025
Ekana Stadium | Image: Twitter

আজ ম্যাচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। চলতি আইপিএলে একানা স্টেডিয়ামে রানের বৃষ্টি দেখা গিয়েছে। গত মৌসুমে ধীরগতির উইকেট ব্যবহার করেছিল লখনউ। তবে এই মৌসুমে একেবারে বদলে গিয়েছে পিচের বৈচিত্র। আপাতত ব্যাটসম্যানদের জন্য মাঠের পিচ খুবই পছন্দের হয়ে উঠেছে। ঘরের মাঠে লখনউ আগামীকাল তাদের ম্যাচটি খেলবে। লখনৌয়ের মাঠটি বাকি মাঠগুলো তুলনায় বেশ বড়। ধীর গতির বল এখানে বেশ কার্যকর হবে। কালো মাটির উইকেট হলেও এখানকার আউট ফিল্ড খুবই দ্রুত। যে কারণে ব্যাটসম্যান তার রানের পূর্ণ মর্যাদা পেয়ে থাকেন। এখানে স্পিনাররা একটু বেশি সুবিধা পাবেন। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবেন অধিনায়ক।

Read More: “ভারত সরকারের উচিত…”, বিরাট কোহলিকে নিয়ে এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুরেশ রায়না !!

IPL 2025, LSG vs SRH, WEATHER UPDATE

IPL 2025, LSG vs SRH TOSS REPORT in Bengali: টস জিতলো হায়দ্রাবাদ, প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে পন্থদের দলে এন্ট্রি নিলেন কিউই পেসার !! 2

লখনউতে আজ সর্বাধিক ৩৯° তাপমাত্রায় লক্ষ্য করা গিয়েছে সেটি কমতে কমতে ২৮ ডিগ্রি তাপমাত্রায় নেমে আসবে রাতের বেলা। তাছাড়া বাতাসে প্রায় ৬১ শতাংশ আপেক্ষিক আদ্রতা লক্ষ্য করা যাবে। পাশাপাশি ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মৃদুমন্দ বাতাস বইবে, বৃষ্টিপাত হওয়ার কোন আশঙ্কা প্রকাশ করেনি আবহাওয়া দপ্তর। আগামীকাল ম্যাচটি লখনৌয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

দুই দলের একাদশ

লখনউ সুপার জায়ান্টস: মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পান্ট (WK/C), আয়ুশ বাদোনি, আবদুল সামাদ, আকাশ দীপ, আভেশ খান, রবি বিষ্ণোই, দিগ্বেশ সিং রাঠি, উইলিয়াম ওউরকে।

সানরাইজার্স হায়দ্রাবাদ: অভিষেক শর্মা, ঈশান কিশান (WK), নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স (সি), হর্ষাল প্যাটেল, হর্ষ দুবে, জিশান আনসারি, ঈশান মালিঙ্গা।

টসের পর ক্যাপ্টেনদের মন্তব্য

ঋষভ পন্থ: আমাদের আপত্তি নেই (প্রথমে ব্যাটিং করতে), আমাদের ভালো করতে হবে। আমরা একের পর এক ম্যাচের দিকে তাকিয়ে আছি। তাই নিজেদের উপর অযথা চাপ সৃষ্টি করতে চাইছি না। আমার মনে হয় দল হিসেবে আমরা ভালোভাবে পুনর্গঠিত হয়েছি এবং দল হিসেবে আমরা ভালো জায়গায় আছি। আমাদের কেবল একটি পরিবর্তন আছে, উইল ও’রুর্ক অভিষেক করছেন।

প্যাট কামিন্স: আমার প্রথমে বোলিং করবো। উইকেটটা কেমন হবে তা নিয়ে সংশয় রয়েছে। তাই তাড়া করাই ভালো। আমরা এই মৌসুমে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলিনি, তাই আমাদের সামর্থ্যকে বদলাতে কিছু চোট পেতে হয়েছে। দলটি বেশ দুর্দান্ত, সবাই শিকার করেছেন যে তারা সেরাটা দিতে পারেননি। আমাদের অনেক (নামি) খেলোয়াড় রয়েছেন। ট্র্যাভিস হেড আজকের ম্যাচে খেলছেন না। তাছাড়া, উনাদকাটও ব্যক্তিগত কারণে আজকের ম্যাচের বাইরে, হর্ষ দুবে এবং তাইদে দলে এসেছেন।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হায়দ্রাবাদ

Read Also: IPL 2025: “দলটাই বানাতে পারে নি ওরা…” ব্যর্থতার সম্পূর্ণ দায় KKR ম্যানেজমেন্টের কাঁধেই চাপালেন অ্যারন ফিঞ্চ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *