জিতেশের ধ্বংসাত্মক ব্যাটিংয়ে প্রথম কোয়ালিফায়ার পাকা RCB'এর, ৬ উইকেটে ছিনিয়ে নিলো দুরন্ত জয় !! 1

IPL 2025: সমাপ্ত হলো লখনৌ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের মধ্যে আইপিএল ২০২৫’এর ৭০তম ম্যাচ। আজ গ্রুপ পর্যায়ের একদম শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে। লখনৌএর একানা স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়েছে। আজকের গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস যেতেন আরসিবি দলের অধিনায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma)। রজত পাতিদার (Rajat Patidar) আঙুলে চোটের কারণে গত কয়েকটি ম্যাচ ধরে ফিল্ডিং করতে পারেননি, যে কারণে জিতেশ আজকের ম্যাচে অধিনায়কত্ব করছেন।

তবে টস হেরে খুব একটা সমস্যা হয়নি লখনৌ দলের। এইডেন মার্করাম (Aiden Markram) আজকের ম্যাচে উপলব্ধ না থাকার জন্য দলে এন্ট্রি হয়েছিল আর এক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ম্যাথিউ ব্রিজকির। ১২ বলে ১৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে আজকের ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ওপেনার মার্করাম ও পন্থের মধ্যে ৭৮ বলে ১৫২ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। ভুবনেশ্বর কুমারের বলে ৩৭ বলে ৬১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল মিচেল মার্সকে। ক্যাপ্টেন পন্থ ৬১ বলে ১১৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২৭ রান বানিয়ে ফেলে এলএসজি।

ছয় উইকেটে জয় ছিনিয়ে নিলো আরসিবি

Ipl 2025
Jitesh Sharma | Image: Getty Images

রানের পাহাড় তাড়া করতে এসে, পাওয়ার প্লের ভিতরেই ৬৬ রান বানিয়ে ফেলে আরসিবির দুই ওপেনার। সল্ট ১৯ বলে ৬টি চারে ৩০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তিনে ব্যাটিং করতে এসে রজত পতিদার ৭ বলে ১৪ রান বানিয়ে প্যারিয়ানে ফিরে যান। এরপর চারে ব্যাটিং করতে আসা লিয়ম লিভিংস্টন (Liam Livingstone) প্রথম বলেই প্যাভেলিয়ানে ফেরেন। পরপর তিনটি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। হাইভোল্টেজ ম্যাচে আবার ফর্ম অব্যহত থাকলো বিরাট কোহলির (Virat Kohli)। ৩০ বলে ১০ টি চারের বিনিময়ে ৫৪ রানের ইনিংস খেলেন কোহলি। কোহলি আউট হওয়ার পর মনে হচ্ছিল আরসিবি হয়তো আজকের ম্যাচটি হারতে চলেছে।

তবে মায়াঙ্ক আগারওয়াল এবং জিতেশ শর্মার দুরন্ত ব্যাটিংয়ে ছয় উইকেটে জয় ছিনিয়ে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ২৩ বলে ৫টি চারের বিনিময়ে ৪১ রান বানান আগারওয়াল এবং ৩৩ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ৮৫ রানের ইনিংস খেলেন জিতেশ। আজকের ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসলো রয়্যাল চ্যালেঞ্জার্স দল। প্রথম কোয়ালিফায়ারে এবার পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল মুখোমুখি হতে চলেছে।

আজকের ম্যাচে পন্থ বড় মানসিকতারও প্রমান দেন। আসলে, দিগবেশ রাঠি জিতেশ শর্মাকে মানকান্ড আউট করতে চেয়েছিলেন। তবে থার্ড আম্পায়ার সেই আউটটি নট আউট বলে ঘোষণা করেন। তবুও, পন্থ সেই আপিলটি তুলে নেন।

দেখেনিন ভিডিও

Read Also: IPL 2025: “ওর সময়টাই খারাপ যাচ্ছে…” ফর্ম সমস্যায় জর্জরিত ঋষভ পন্থ, সমর্থনের হাত বাড়িয়ে দিলেন সতীর্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *