IPL 2025 LSG vs PBKS Match Highlights: প্রভসিমরান ও শ্রয়সের বিধ্বংসী ব্যাটিং ৮ উইকেটে জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব কিংস !! 1

IPL 2025: লখন‌উয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। প্রথম ইনিংসে ব্যাট হাতে এইডেন মার্করাম, অধিনায়ক ঋষভ পান্থের মতো ব্যাটসম্যানরা সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে নিকোলাস পুরান এবং আয়ুশ বাদোনির ব্যাটিংয়ে ভর করে ১৭২ রানের লক্ষ্যমাত্রা দেয় লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় ইনিংসে প্রভসিমরান সিংয়ের সঙ্গে ব্যাট হাতে জ্বলে ওঠেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ফলে ৮ উইকেট পাঞ্জাব কিংস লখন‌উয়ের বিপক্ষে দুরন্ত জয় ছিনিয়ে নেয়।

১) পুরানের গুরুত্বপূর্ণ ইনিংস-

IPL 2025 LSG vs PBKS Match Highlights: প্রভসিমরান ও শ্রয়সের বিধ্বংসী ব্যাটিং ৮ উইকেটে জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব কিংস !! 2
LSG vs PBKS | Image: Getty Images

আজ প্রথম ওভারেই ওপেনার মিচেল মার্শের উইকেট হারিয়ে লখনউ সুপার জায়ান্টস চাপের মুখে পড়ে যায়। এরপর এইডেন মার্করাম ২৮ রানে এবং অধিনায়ক ঋষভ পান্থ‌‌‌ ২ রানে আউট হয়ে মাঠের বাইরে চলে গেলে নিকোলাস পুরান ব্যাট হাতে লড়াই চালান। তিনি ৩০ বলে গুরুত্বপূর্ণ ৪৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ২ টি ছয়। ১২ তম ওভারে যুজবেন্দ্র চাহালের করা বলে গ্লেন ম্যাক্সওয়েলকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।

Read More: IPL 2025: “টি-টোয়েন্টির সবচেয়ে বড়ো জালি ক্রিকেটার..” ২৭ কোটির ঋষভকে নিয়ে ট্রোলিং সোশ্যাল মিডিয়ায় !!

২) বাদোনির প্রসংশনীয় ব্যাটিং-

IPL 2025 LSG vs PBKS Match Highlights: প্রভসিমরান ও শ্রয়সের বিধ্বংসী ব্যাটিং ৮ উইকেটে জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব কিংস !! 3
LSG vs PBKS | Image: Getty Images

লখন‌উ সুপার জায়ান্টস প্রথম ইনিংসে ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে পঞ্চম স্থানে ব্যাট করতে নেমে একদিক থেকে ধরে রেখে সংযত ব্যাটিং শুরু করেন আয়ুশ বাদোনি। তিনি প্রথমে ডেভিড মিলারের সঙ্গে ৩০ রানের এবং পরে আব্দুল সামাদের সঙ্গে ৪৭ রানের পার্টনারশিপ গড়েন। বাদোনির ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪১ রান।

৩) বিস্ফোরক আব্দুল সামাদ-

IPL 2025 LSG vs PBKS Match Highlights: প্রভসিমরান ও শ্রয়সের বিধ্বংসী ব্যাটিং ৮ উইকেটে জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব কিংস !! 4
LSG vs PBKS | Image: Getty Images

আজ ডেভিড মিলার ১৯ রানে আউট হয়ে যাওয়ার পর আব্দুল সামাদ ৭ নম্বরে ব্যাট করতে নেমে ১২ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ২ টি চার এবং ২ টি ছয়। এই ব্যাটিং ইনিংসের ওপর ভর করে প্রথম ইনিংসে লখনউ সুপার জায়ান্টস ১৭১ রান সংগ্রহ করে।

৪) আর্শদীপ সিংয়ের বিধ্বংসী বোলিং-

প্রথম ওভারেই মিচেল মার্শের উইকেট সংগ্রহ করার পর ইনিংসের শেষ ওভারে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে লখন‌উকে কোনঠাসা করে দিয়েছিলেন আর্শদীপ সিং। ম্যাচে তিনি ৪ ওভারে ৪৩ রান খরচ করে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছেন। অন্যদিকে একটি করে উইকেট নিজেদের ঝুলিতে পুরেছেন মার্কো জানসেন, লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহাল এবং গ্লেন ম্যাক্সওয়েল।

৫) প্রভসিমরানের দুরন্ত ওপেনিং-

IPL 2025 LSG vs PBKS Match Highlights: প্রভসিমরান ও শ্রয়সের বিধ্বংসী ব্যাটিং ৮ উইকেটে জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব কিংস !! 5
LSG vs PBKS | Image: Getty Images

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংসের হয়ে ওপেনার প্রিয়াংশ আর্য ৮ রানে আউট হয়ে গেলে প্রভসিমরান সিং বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। মাত্র ৩৪ বলে তার ব্যাট থেকে ৬৯ রান আসে। প্রভসিমরান ইনিংসটি সাজিয়েছেন ৩ টি ছয় এবং ৯ টি চারের সাহায্যে। ১১ তম ওভারে দিগ্বেশ রাঠির করা বলে রবি বিষ্ণোইকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন এই পাঞ্জাব ওপেনার।

৬) জ্বলে উঠলেন শ্রেয়স আইয়ার-

IPL 2025 LSG vs PBKS Match Highlights: প্রভসিমরান ও শ্রয়সের বিধ্বংসী ব্যাটিং ৮ উইকেটে জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব কিংস !! 6
LSG vs PBKS | Image: Getty Images

প্রভসিমরান সিং আউট হয়ে যাওয়ার পর শ্রয়স আইয়ার নেহাল ওয়াধেরার সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৩০ বলে ৫২ রানে অপরাজিত থাকেন শ্রেয়স। তার ব্যাট থেকে আসে ৩ টি চার এবং ৪ টি ছয়। অন্যদিকে নেহাল ওয়াধেরা ২৫ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। এর ফলে পাঞ্জাব কিংস ১৬.২ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

Read Also: IPL 2025: বাবর আজমকে দলে নিয়ে বড়ো চমক দিলো RCB, খরচ করলো কোটি কোটি টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *