IPL 2025: আজ চলতি আইপিএলের ১৬ তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ঘরের মাঠে নতুন উদ্যমে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লখনউ ভালো শুরু করলেও হার্দিক পান্ডিয়ার বোলিং আক্রমণে বিপর্যয়ের মুখে পড়ে। মুম্বাই অধিনায়ক ৫ উইকেট তুলে নিয়ে আগ্ৰাসী হয়ে উঠেছেন। তবে মিচেল মার্শ এবং এইডেন মার্করামের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২০৩ রান সংগ্রহ করে নেয় লখনউ। এরপর দ্বিতীয় ইনিংসে সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ অর্ধশতরানে ভর করে ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়ায়। কিন্তু হার্দিক পান্ডিয়ার মরিয়া লড়াইয়েও ১২ রানে হারের সম্মুখীন হলো মুম্বাই ইন্ডিয়ান্স।
১) মার্শ ও মার্করামের দুরন্ত ওপেনিং-

আজ টসে হেরে লখনউয়ের হয়ে ওপেনার হিসেবে মাঠে নামেন মিচেল মার্শ ও এইডেন মার্করাম। মার্শ প্রথম থেকেই আক্রমনাত্মক ব্যাটিং শুরু করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। মার্করামের সঙ্গে তিনি ৪২ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। এই পার্টনারশিপের মধ্যে ৩১ বলে ৬০ রান করেন এই অস্ট্রেলিয়ান তারকা। তার ব্যাট থেকে আসে ৯ টি চার এবং ২ টি ছয়। তবে সপ্তম ওভারে মার্শ ভিগনেশ পুথুরের করা বলে বোলারকেই ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর এইডেন মার্করাম স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫৩ রান।
Read More: IPL 2025: “খুশির দিন শুরু…” লখনউয়ের বিপক্ষে হার্দিকের সাফল্যে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস!!
২) আবারও ব্যর্থ পান্থ-
আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুরন্ত পারফরম্যান্স করে ঋষভ পান্থ কামব্যাক করবেন বলে অনেকেই ভেবেছিলেন। কিন্তু তিনি আজও সমর্থকদের হাতাশ করেন। লখনউয়ের তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান ৬ বলে ১২ রানে আউট হয়ে যাওয়ার পর চতুর্থ নম্বরে ব্যাটিং করতে আসেন পান্থ। কিন্তু আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার মাত্র ৬ বল খেলে হার্দিক পান্ডিয়ার করা বলে করবিন বোশকে ক্যাচ দিয়ে বসেন। ফলে মাত্র ২ রানে আউট হয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।
৩) বল হাতে হার্দিকের রেকর্ড-

আজ বল হাতে হার্দিক পান্ডিয়া রীতিমতো তান্ডব চালান। প্রথমে নিকোলাস পুরানের মতো গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ঋষভ পান্থ, ডেভিড মিলারকেও বড়ো ইনিংস গড়তে দেননি এই তারকা অলরাউন্ডার। তারপর এইডেন মার্করাম যখন অর্ধশতরান করে বিপদজনক হয়ে উঠছিলে সেই সময় আবারও এই গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে হার্দিক দলের ভরসা হয়ে ওঠেন। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৫ টি উইকেট সংগ্রহ করেছেন। প্রথম আইপিএল অধিনায়ক হিসেবে এক ইনিংসে ৫ উইকেট সংগ্রহ করে রেকর্ড গড়েছেন তিনি।
৪) মিলার ও বাদোনির ভরাসার ইনিংস-
আজ মিডল অর্ডারে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে লখনউ সুপার জায়ান্টস চাপের মুখে পড়ে যায়। সেই সময় ১৯ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আয়ুশ বাদোনি। ডভিড মিলারও ১৪ বলে ২৭ রান করে লড়াই চালিয়েছিলেন। এরফলে লখনউ সুপার জায়ান্টস প্রথম ইনিংসে ২০৪ রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয়।
৫) হতাশ করলো মুম্বাই ওপেনিং
আজ রোহিত শর্মা একাদশে না থাকায় উইল জ্যাকস এবং র্যায়ান রিকেলটন ওপেনিং করতে আসেন। কিন্তু ৭ বলে ৫ রান করে আকাশ দীপের করা বলে রবি বিষ্ণোইকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জ্যাকস। রিকেলটন করেন ৫ বলে ১০ রান।
৬) নমন ধীরের দায়িত্বপূর্ণ ইনিংস-
গুরুত্বপূর্ণ সময় ৩ নম্বরে ব্যাট করতে নেমে নমন ধীর দলের হয়ে হাল ধরার চেষ্টা করেন। সূর্যকুমারের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন তিনি। এই ব্যাটসম্যানের ব্যাট থেকে ২৪ বলে ৪৬ রান আসে। মেরেছেন ৩ ছয় ও ৪ টি চার। নবম তম ওভারে দিগ্বেশ রাঠি তাকে সম্পূর্ণ পরাস্ত করো উইকেট সংগ্রহ করে নেয়।
৭) সূর্যকুমারের মরিয়া লড়াই-

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সূর্যকুমার যাদব সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন। ৪৩ বলে আজ ৬৭ রান সংগ্রহ করেছেন তিনি। যার ফলে ম্যাচ শেষে পর্যন্ত লড়াইয়ে পৌঁছেছিল। সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে ৯ টি চার ও ১ টি ছয়।
৮) শেষ রক্ষা হলো না মুম্বাইয়ের-

সূর্যকুমার যাদব আউট হয়ে গেলে হার্দিক পান্ডিয়া তিলক বর্মার সঙ্গে জুটি বেঁধে জয়ের লক্ষ্যে এগিয়ে যান। ১৯ তম ওভারে চোট পেয়ে ২৩ বলে ২৫ রান করে মাঠের বাইরে চলে যান তিলক। শেষ ওভারে ৬ বলে ২২ রান বাকি ছিল। এইরকম পরিস্থিতিতে আবেশ খান বল হাতে দায়িত্ব তুলে নেন। হার্দিক শেষ ওভারের প্রথম বলে ৬ মেরে ম্যাচের উত্তেজনা অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ১৬ বলে ২৮ রানে অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে পারেননি। ১২ রানে লখনউ সুপার জায়ান্টস দুরন্ত জয় ছিনিয়ে নেয়।