IPL 2025, LSG vs MI MATCH PREVIEW: জয়ের ধারা অব্যহত রাখতে প্রস্তুত হার্দিক বাহিনী, ঘরের মাঠে মুম্বই বধের ‘ব্লু প্রিন্ট’ তৈরি ঋষভ পন্থের !! 1

আগামীকাল আইপিএল ২০২৫ এর (IPL 2025) ১৬ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI)। ইতিমধ্যে দুই দল তিনটি করে ম্যাচ খেলে একটি করে পয়েন্ট শুনিশ্চিত করেছে। দুই দলের কাছেই রয়েছে দুইটি করে পয়েন্ট। আগামীকাল দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে লখনৌয়ের অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়াম অর্থাৎ একানা স্টেডিয়ামে। চলতি আইপিএলে দুই দলের যাত্রার কথা বলতে গেলে, চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স- এর কাছে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় একেবারে নিচে নেমে এসেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর ঘরের মাঠে প্রথম খেলায়কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত একটি কামব্যাক দেখিয়ে জয় সুনিশ্চিত করে নেয় মুম্বাই পল্টন। আপাতত দুই পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস দলের কথা বলতে গেলে প্রথম ম্যাচে দিল্লির কাছে এক উইকেটে পরাজিত হতে হয়েছিল দলকে। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় সুনিশ্চিত করেছিল লখনৌ। এরপর লখনৌ তাদের শেষ ম্যাচটি পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল যেখানে লখনৌকে আট উইকেটে পরাস্ত করেছিল শ্রেয়স বাহিনী। আগামীকালের ম্যাচটি দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। ভক্তরা এই ম্যাচটি বেশ উপভোগ করতে চাইবে।

IPL 2025, LSG vs MI PITCH & WEATHER REPORT

Ekana stadium, ipl 2025
Ekana Stadium | Image: Twitter

একানা স্টেডিয়ামের পিচটি সম্পূর্ণ লাল মাটির তৈরি, যা তার গতি এবং বাউন্সের জন্য পরিচিত। এটি একটি উচ্চ স্কোরিং ভেন্যু। তবে লাল মাটির উইকেটে বল মাঝে মধ্যেই থমকে আসে যা ব্যাটসম্যানদের কাছে চিন্তার একটি বড় বিষয়। গতদিন এই পিচে ব্যাটসম্যানদের বেশ উপভোগ করতে দেখা গিয়েছে। এখানে স্পিনাররা টার্ন এবং বাউন্স পেয়ে থাকেন। পৃষ্ঠটি ধীরগতির হওয়ার কারণে ব্যাটসম্যানদের জন্য খুবই চ্যালেঞ্জিং করে তোলে। আসলে, স্পিনাররা এখানে সাফল্য লাভ করে। শিশিরের প্রভাব খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সম্ভাবনা কম। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেবেন অধিনায়ক।

Read More: IPL 2025: ওয়াংখেড়েতে চরম হয়রানির শিকার নাইট সমর্থকেরা, নিন্দার ঝড় ক্রিকেটমহলে !!

আগামীকালের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে লখনৌয়ের একানা স্টেডিয়ামে। এখানের আবহাওয়ার কথা বলতে গেলে আগামীকাল দিনের সর্বাধিক ৩৭ ডিগ্রি তাপমাত্রা বিরাজমান থাকবে। খেলা চলাকালীন তা কমে ২১ ডিগ্রীতে নেমে আসবে। বাতাসে ২৫ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকতে চলেছে এবং ঘন্টায় ১৮ কিলোমিটার/ঘন্টা বেগে বাতাস বইতে চলেছে।

IPL 2025, LSG vs MI HEAD TO HEAD

Ipl 2025
LSG vs MI | Image: Getty Images

আইপিএলের মঞ্চে দুই দল ছয়বার মুখোমুখি হয়েছে লখনৌ মুম্বাইকে মোট পাঁচ বার পরাস্ত করেছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স কেবলমাত্র একবার লখনৌ কে পরাস্ত করতে সক্ষম হয়েছে। আগামীকালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দল জয় সুনিশ্চিত করতে চাইবে।

IPL 2025, LSG vs MI, LIVE STREAMING

আগামীকাল লখনউ বনাম মুম্বাইয়ের আইপিএলের ১৬তম ম্যাচটি টিভি পর্দায় স্টার স্পোর্টসের চ্যানেল গুলিতে দেখতে পাওয়া যাবে। এছাড়া মোবাইল কিংবা ডেক্সটপে জিওহটস্টারের মাধ্যমে এই ম্যাচটি উপভোগ করতে পারেন ভক্তরা।

দুই দলের সম্ভব্যরূপ একাদশ

লখনৌ সুপার জায়ান্টস- মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (w/c), আয়ুশ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, দিগ্বেশ সিং রাঠি, শার্দুল ঠাকুর, আভেশ খান, রবি বিষ্ণোই। ইমপ্যাক্ট প্লেয়ার: প্রিন্স যাদব।

মুম্বাই ইন্ডিয়ান্স- রিয়ান রিকেলটন (wk), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (c), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বনী কুমার, ভিগনেশ পুথুর। ইমপ্যাক্ট প্লেয়ার: রোহিত শর্মা।

Read Also: IPL 2025: চিন্নাস্বামীতে চোটের কবলে কোহলি, গুজরাতের বিরুদ্ধে জোড়া ধাক্কা খেলো রয়্যাল চ্যালেঞ্জার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *