ipl-2025-lsg-vs-gt-toss-report

IPL 2025: ইডেনে নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ রানে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। আজ ঘরের মাঠ একানাতে লীগ শীর্ষে থাকা গুজরাতের মহড়া নিতে নামছে তারা। ২৭ কোটিতে এবার লক্ষ্ণৌতে যোগ দিয়েছেন ঋষভ পন্থ। কিন্তু এখনও পর্যন্ত মাঠে সেই প্রাইস ট্যাগের প্রতি কোনো রকম সুবিচার করতে পারেন নি তিনি। আজ টাইটান্স শিবিরের (GT) বিরুদ্ধে ফর্মে ফেরার মরিয়া চেষ্টা থাকবে তারা। এছাড়া সাফল্যের জন্য মার্করাম, পুরানদের দিকেই তাকিয়ে থাকবে ফ্র্যাঞ্চাইজি। আজ মার্শকে পাচ্ছে না লক্ষ্ণৌ। অন্যদিক চোটের কারণে আইপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছেন গুজরাতের গ্লেন ফিলিপস। সেই অভাব মুছে ফেলার সংকল্প থাকবে শুভমান গিলদের। ফর্মে রয়েছেন সাই সুদর্শন, জস বাটলাররা। ট্রাম্প কার্ড হতে পারেন তাঁরা। বল হাতে জ্বলে উঠতে পারেন সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

Read More: গুজরাটের জার্সিতে তান্ডব চালাচ্ছেন এই তারকা, দলকে ট্রফি জিতিয়েই নেবেন দম !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম গুজরাত টাইটান্স (GT)

ম্যাচ নং- ২৬

তারিখ- ১২/০৪/২০২৫

ভেন্যু- ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লক্ষ্ণৌ

সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

BRSAVB Ekana Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

BRSAVB Ekana Stadium, Lucknow | IPL | Image: Getty Images
BRSAVB Ekana Stadium, Lucknow | Image: Getty Images

ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে আজ মুখোমুখি হতে চলেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও গুজরাত টাইটান্স (LSG vs GT)। এখানে সাধারণত একচ্ছত্র দাপট দেখাতে পারেন না ব্যাটাররা। কৃষ্ণমৃত্তিকা নির্মিত উইকেটে বল পড়ে খানিক থমকে ব্যাটে আসার ফলে বড় শট খেলতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়। এছাড়া মাঠের পরিধি বড় হওয়ায় চার-ছক্কার তুফান তোলাও অপেক্ষাকৃত কঠিন। কার্যকরী ভূমিকা নিতে পারেন স্পিনাররা। পেস ভ্যারিয়েশনেও মিলতে পারে সাফল্য। দুপুরের ম্যাচ হওয়ায় আজ শিশির ফলাফলে বিশেষ ভূমিকা রাখতে পারবে না। এখনও অবধি একানাতে আইপিএলের (IPL) ১৬টি ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে ৮টিতে প্রথম ব্যাটিং করা দল জিতেছে। ৭টিতে জয় এসেছে রান তাড়া করে। একটি অমীমাংসিত থেকেছে।

Lucknow Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Lucknow Weather Forecast | Image: Twitter
Lucknow Weather Forecast | Image: Twitter

নবাবের শহরে আজ মুখোমুখি সুপারজায়ান্টস ও টাইটান্সরা (LSG vs GT)। চিন্তার খবর শুনিয়েছে হাওয়া অফিস। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৬৫ শতাংশ। ফলে বাধার মুখে পড়তে পারে ম্যাচ। আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬২ শতাংশ। যা অস্বস্তিতে ফেলতে পারে ক্রিকেটারদের। আজ লক্ষ্ণৌতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে। ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ হতে পারে ১১ কিলোমিটার প্রতি ঘন্টা।

LSG vs GT হেড টু হেড পরিসংখ্যান-

LSG vs GT | IPL | Image: Getty Images
LSG vs GT | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০৫
  • লক্ষ্ণৌর জয়- ০১
  • গুজরাতের জয়- ০৪
  • শেষ সাক্ষাতে ফলাফল- লক্ষ্ণৌ ৩৩ রানে জয়ী

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Rishabh Pant and Shubman Gill | Image: Twitter
Rishabh Pant and Shubman Gill | Image: Twitter

ঋষভ পন্থ-

আমরা প্রথম বোলিং করবো। উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। শুকনো ভাবটাকে কাজে লাগাতে চাই। শেষ দুটো ম্যাচ জেতায় খুব খুশি। আমরা ‘প্রসেস’ নিয়ে কথা বলি। দল এখন ভালোই এগোচ্ছে। বোলাররা দারুণ খেলেছে (গত ম্যাচে)। ওদের কৃতিত্ব দিতেই হবে। মিচেল মার্শের কন্যার শরীর ভালো নেই। ও খেলতে পারছে না আজ। বদলে হিম্মত সিং খেলছে।

শুভমান গিল-

আমরাও প্রথমে বোলিং-ই করতাম। একটা নির্দিষ্ট লক্ষ্য থাকলে তাড়া করতে সুবিধা হয়। আমাদের দলে সকলেই অবদান রাখছে। এটাই আমাদের একটা আলাদা পরিচিতি দিয়েছে। কুলবন্ত (খেজরোলিয়া)-এর বদলে ওয়াশি (ওয়াশিংটন সুন্দর) খেলছে।

দুই দলের প্রথম একাদশ-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-

এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, হিম্মত সিং, ডেভিড মিলার, আব্দুল সামাদ, আকাশ দীপ, আবেশ খান, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, দিগভেশ রাঠী।

ইমপ্যাক্ট প্লেয়ার- আয়ুষ বাদোনি, প্রিন্স যাদব, শাহবাজ আহমেদ, ম্যাথু ব্রিৎজকে, শামার জোসেফ ।

গুজরাত টাইটান্স (GT)-

বি সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শেরফেন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, রবিশ্রীনিবাসন সাই কিশোর, আর্শাদ খান, মহম্মদ সিরাজ,।

ইমপ্যাক্ট প্লেয়ার- প্রসিদ্ধ কৃষ্ণা, মহীপাল লোমরোর, নিশান্ত সিন্ধু, অনুজ রাওয়াত, জয়ন্ত যাদব।

LSG vs GT, টস রিপোর্ট-

টসে জিতে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস প্রথম বোলিং বেছে নিয়েছে।

Also Read: IPL 2025 SRH vs PBKS Match Preview: ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া ব্যাঙ্গালুরু, পরিসংখ্যানে এগিয়ে এই দল করবে বাজিমাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *