IPL 2025: টানা চার ম্যাচ জিতে একানা স্টেডিয়ামে পা রেখেছিলো গুজরাত টাইটান্স। লীগ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছিলেন শুভমান গিল’রা। কিন্তু লক্ষ্ণৌর বিরুদ্ধে সাফল্যের সেই ধারা অক্ষুণ্ণ রাখতে পারলেন না তাঁরা। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সুপারজায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ। গুজরাত শুরুটা বেশ ভালো করলেও পরে দিগভেশ রাঠী, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোইদের নিয়ন্ত্রিত বোলিং-এর বিরুদ্ধে বেশ চাপে পড়ে যায়। নির্ধারিত ২০ ওভারে তাদের থামতে হয় ১৮০ করে। জবাবে ব্যাট করতে নেমে ভালোই এগোচ্ছিলো লক্ষ্ণৌ। ২১ করেন অধিনায়ক পন্থ। জ্বলে ওঠেন এইডেন মার্করাম ও নিকোলাস পুরান’ও। অর্ধশতকেওর গণ্ডী পেরোন দু’জনই। ডেথ ওভারে চাপ বাড়িয়েছিলো গুজরাত। কিন্তু শেষরক্ষা হয় নি আজ। তিন বল বাকি থাকতেই সাই কিশোর’কে ছক্কা হাঁকিয়ে লক্ষ্ণৌকে ২ পয়েন্ট এনে দেন আয়ুষ বাদোনি।
Read More: IPL 2025: পুরান প্রলয়ে ধরাশায়ী গুজরাত, ঘরের মাঠে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!
১) আইপিএলে (IPL) অবিশ্বাস্য ফর্মে রয়েছেন নিকোলাস পুরান। ছয় ইনিংসের মধ্যে এই নিয়ে চারটিতে অর্ধশতকের গণ্ডী পেরোলেন তিনি। কমলা টুপির দৌড়েও পিছনে ফেলেছেন সকলকে। এখনও অবধি ৬ ইনিংসে তাঁর মোট সংগ্রহ ৩৪৯ রান। গড় ৬৯.৮। এক নজরে দেখুন তাঁর স্কোরগুলি-
- ৭৫(৩০) বনাম দিল্লী ক্যাপিটালস
- ৭০(২৬) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ
- ৪৪(৩০) বনাম পাঞ্জাব কিংস
- ১২(৬) বনাম মুম্বই ইন্ডিয়ান্স
- ৮৭*(৩৬) বনাম কলকাতা নাইট রাইডার্স
- ৬১(৩৪) বনাম গুজরাত টাইটান্স

২) বাম হাতি অর্থোডক্স স্পিনারদের বিরুদ্ধে চলতি মরসুমে দুরন্ত ব্যাটিং করছেন নিকোলাস পুরান। এখনও অবধি ১০টি বলের মোকাবিলা করেছেন তিনি। ৬টি ছক্কা হাঁকিয়েছেন। একটি বাউন্ডারি মেরেছেন। দু’টি সিঙ্গল নিয়েছেন। ডট বলের সংখ্যা মাত্র ১।
৩) মিচেল মার্শ না খেলায় আজ লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে ওপেন করলেন ঋষভ পন্থ। ১৮ বল খেলে ২১ করেন তিনি। ২০২২ সালের নিউজিল্যান্ড সিরিজের পর এই প্রথম ইনিংসের শুরুতে দেখা গেলো তাঁকে। ওপেনার হিসেবে তাঁর পরিসংখ্যান নিম্নরূপ-
- ইনিংস- ২২
- রান- ৬৬৫
- গড়- ৩০.২২
- ৫০/১০০- ০৫/০১
৪) ওপেনিং জুটিতে ১২০ রান তোলেন সাই সুদর্শন ও শুভমান গিল। অল্প দিনেই আইপিএলের ইতিহাসে সেরা ওপেনিং জুটিদের তালিকায় জায়গা করে নিয়েছেন দুই তরুণ। দেখে নিন তাঁদের পরিসংখ্যান-
৫৪, ৬৪, ২১০, ৬১, ৭৮, ৩২, ১৫, ১৪, ১২০*
- মোট রান- ৬৪৮
- গড়- ৭২
- রান রেট- ৯.৫৫

৫) এখনও অবধি ২৪টি ইনিংসে একসাথে খেলেছেন সাই সুদর্শন ও শুভমান গিল। এর মধ্যে ১২ বার অন্তত ৫০ রান স্কোরবোর্ডে যোগ করেছেন দু’জনে।
৬) এই নিয়ে চতুর্থ বার ওপেনিং জুটিতে ১০০ বা তার বেশী রান তুললো গুজরাত টাইটান্স।
- ২১০ রান- শুভমান গিল, সাই সুদর্শন বনাম চেন্নাই, আহমেদাবাদ, ২০২৪
- ১৪২ রান- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা বনাম লক্ষ্ণৌ, আহমেদাবাদ, ২০২৩
- ১২০ রান- শুভমান গিল, সাই সুদর্শন বনাম লক্ষ্ণৌ, লক্ষ্ণৌ, ২০২৫*
- ১০৬ রান- শুভমান গিল, ঋদ্ধিমাস সাহা বনাম মুম্বই, ব্র্যাবোর্ন, ২০২২

৭) আইপিএলে অবিশ্বাস্য ছন্দে রয়েছেন সাই সুদর্শন’ও। শেষ ১০টি ম্যাচে তিনি পঞ্চাশের গণ্ডী পেরিয়েছেন সাতটি ম্যাচে। রয়েছে একটি শতরানও। চলতি মরসুমে এই নিয়ে চতুর্থ অর্ধশতক করলেন তিনি। কমলা টুপির দৌড়ে আপাতত দুই নম্বরে সাই। দেখে নিন তাঁর শেষ ১০ ইনিংসের স্কোরগুলি-
৬৫(৩৯), ৮৪*(৪৯), ৬(১৪), ১০৩ (৫১), ৭৪(৪১), ৬৩(৪১), ৪৯(৩৬), ৫(৯), ৮২(৫৩), ৫৬(৩৭)
Also Read: IPL 2025: “টুক টুক একাডেমীর হেড..”CSK’এর ব্যর্থতায় MS ধোনিকে কটাক্ষ করলেন ম্যাথু হেইডেন !!