IPL 2025: শনিবার লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে সম্মুখসমরে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও গুজরাত টাইটান্স (LSG vs GT)। আইপিএলের (IPL) দুই কনিষ্ঠতম ফ্র্যাঞ্চাইজির লড়াইতে এখনও পর্যন্ত একপেশে দাপট রয়েছে গুজরাতের। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে তারা। কিন্তু এই মরসুমে প্রত্যাঘাতের পথে হাঁটতে চায় লক্ষ্ণৌ। দিনকয়েক আগে ধুন্ধুমার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারিয়েছে তারা। অ্যাওয়ে ম্যাচের সেই ছন্দ ঘরের মাঠেও ধরে রাখতে মুখিয়ে থাকবেন ঋষভ পন্থরা। ওপেনিং-এ লক্ষ্ণৌর হয়ে মাঠে নামবেন মিচেল মার্শ (Mitchell Marsh) ও এইডেন মার্করাম। রানের মধ্যে রয়েছেন দুই বিদেশী তারকাই। তাঁদের থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকবে। তিনে দেখা যাবে নিকোলাস পুরানকে (Nicholas Pooran)। কমলা টুপির অধিকারী চাইবেন বাকিদের থেকে নিজের দূরত্ব আরও খানিক বাড়িয়ে নিতে।
চার নম্বরে নামতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২৭ কোটির তারকা এখনও অবধি ন্যায়বিচার করতে পারেন নি তাঁর প্রাইস ট্যাগের সাথে। প্রশ্ন উঠছে তাঁর পারফর্ম্যান্স নিয়ে। ফর্মে ফেরার মরিয়া চেষ্টা করতেই হবে লক্ষ্ণৌর অধিনায়ককে। এরপর থাকতে পারেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার (David Miller)। ছয় ও সাতে ‘ফিনিশার’ হিসেবে সুপারজায়ান্টস শিবির আস্থা রাখতে পারে আয়ুষ বাদোনি ও আব্দুল সামাদের উপর। কার্যকরী হতে পারে তাদের বিগ হিটিং দক্ষতা। একানার মন্থর পিচে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। তাঁর সাথে পেস বিভাগে থাকছেন আকাশ দীপ ও আবেশ খান। স্পিন ডিপার্টমেন্টে রবি বিষ্ণোইকে রেখে ছক সাজাতে পারেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। বোলিং-এর সময় জুড়ে দেওয়া হতে পারে তরুণ তুর্কি দিগভেশ রাঠীকেও।
IPL 2025 ম্যাচের সময়সূচি-
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম গুজরাত টাইটান্স (GT)
ম্যাচ নং- ২৬
তারিখ- ১২/০৪/২০২৫
ভেন্যু- ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লক্ষ্ণৌ
সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)
BRSAVB Ekana Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

আইপিএলের (IPL) অন্য ভেন্যুগুলির মত পাটা, ব্যাটিং সহায়ক উইকেট সাধারণত চোখে পড়ে না ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে। কৃষ্ণমৃত্তিকা নির্মিত চটচটে উইকেটে বল পড়ে খানিক থমকে ব্যাটে আসে। ফলে সহজ হয় না বড় শট খেলা। এছাড়া মাঠের পরিধি যথেষ্ট বড় হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ব্যাটারদের। লক্ষ্ণৌর মন্থর পিচে কার্যকরী ভূমিকা নিতে পারেন বোলাররা। এছাড়া এখানে পেস ভ্যারিয়েশন ব্যবহার করে উইকেট তুলতে পারেন পেসাররাও। অপেক্ষাকৃত নতুন এই ভেন্যুতে এখনও অবধি মাত্র ১৬টি আইপিএল (IPL) ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ৮টিতে প্রথম ব্যাটিং করা দল জিতেছে। ৭টিতে রান তাড়া করতে নামা দল জিতেছে। আর একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত। দুপুরে খেলা হওয়ায় শিশিরের কোনো ভূমিকা থাকবে না লক্ষ্ণৌ-গুজরাত দ্বৈরথে। টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং করতে পারেন।
LSG vs GT হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ০৫
- লক্ষ্ণৌর জয়- ০১
- গুজরাতের জয়- ০৪
- শেষ সাক্ষাতে ফলাফল- লক্ষ্ণৌ ৩৩ রানে জয়ী
Key Players (সম্ভাব্য তারকা)-
নিকোলাস পুরান-
দুর্দান্ত ফর্মে রয়েছেন নিকোলাস পুরান। এখনও অবধি পাঁচটি ম্যাচ চলতি আইপিএলে খেলেছেন তিনি। এর মধ্যে তিনটিতে অর্ধশতকের গণ্ডী পেরিয়েছিলেন ক্যারিবিয়ান তারকা। একটি ম্যাচে করেছেন ৪৪। এখনও অবধি ৫ ইনিংসে ৭২ গড়ে তাঁর সংগ্রহ ২৮৮ রান। কমলা টুপির দৌড়ে সবার থেকে আগে রয়েছেন পুরান। শনিবার গুজরাতের বিরুদ্ধেও তাঁর থেকে বিস্ফোরক ইনিংসের আশায় থাকবেন সুপারজায়ান্টস সমর্থকেরা।
মিচেল মার্শ-
কোমরে চোটের কারণে একটা সময় আইপিএলে অনিশ্চিতই হয়ে পড়েছিলেন মিচেল মার্শ। কিন্তু সঠিক সময়ে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তিনি। তাঁকে ওপেনার হিসেবে ব্যবহার করছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। সুপারজায়ান্টস জার্সিতে ঝড় তুলেছেন মার্শও। চলতি মরসুমে পাঁচ ইনিংসের মধ্যে চারটিতে অর্ধশতক করেছেন তিনি। মোট রান এখনও অবধি ২৬৫। গুজরাতের পথেও কাঁটা ছড়াতে পারেন অস্ট্রেলীয় তারকা।
দিগভেশ রাঠী-
সম্ভাব্য তারকাদের তালিকায় তৃতীয় স্থানে থাকতে পারেন দিগভেশ রাঠী। দিল্লী’র তরুণকে এবারের আইপিএলের অন্যতম আবিষ্কার বলা যেতে পারে। ৫ ম্যাচে ৭.৭৫ ইকোনমি রেটে ৭ উইকেট ইতিমধ্যেই তুলে নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমের শিরোনাম কেড়ে নিয়েছে তাঁর ‘নোটবুক’ সেলিব্রেশন। শনিবারও গুজরাত ব্যাটিং-এর জন্য ত্রাস হয়ে উঠতে পারেন তিনি।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- এইডেন মার্করাম ✈️, মিচেল মার্শ ✈️*
মিডল অর্ডার- নিকোলাস পুরান ✈️, ঋষভ পন্থ, ডেভিড মিলার ✈️
ফিনিশার- আয়ুষ বাদোনি, আব্দুল সামাদ
বোলার- আকাশ দীপ, আবেশ খান, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, দিগভেশ রাঠী*
উইকেটরক্ষক- ঋষভ পন্থ
*-নামতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার।
এক নজরে সম্ভাব্য একাদশ-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
এইডেন মার্করাম ✈️, মিচেল মার্শ ✈️, নিকোলাস পুরান ✈️, ঋষভ পন্থ, ডেভিড মিলার ✈️, আয়ুষ বাদোনি, আব্দুল সামাদ, আকাশ দীপ, আবেশ খান, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
এইডেন মার্করাম ✈️, নিকোলাস পুরান ✈️, ঋষভ পন্থ, ডেভিড মিলার ✈️, আয়ুষ বাদোনি, আব্দুল সামাদ, আকাশ দীপ, আবেশ খান, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, দিগভেশ রাঠী।
ইমপ্যাক্ট প্লেয়ার- মিচেল মার্শ/দিগভেশ রাঠী, প্রিন্স যাদব, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, রাজবর্ধন হাঙ্গারগেকর।