IPL 2025: পুরান প্রলয়ে ধরাশায়ী গুজরাত, ঘরের মাঠে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !! 1

IPL 2025: টানা চার ম্যাচ জিতে লীগ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছিলো গুজরাত টাইটান্স (GT)। আজ তাদের অশ্বমেধের ঘোড়ার লাগাম টেনে ধরলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। ‘ঘরের মাঠ’ একানায় টসে জিতেছিলেন ঋষভ পন্থ। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট হাতে শুরুটা বেশ ভালোই করেছিলো গুজরাত। সাই সুদর্শন ও শুভমান গিলের ওপেনিং জুটিতে ওঠে ১২০ রান। অর্ধশতকের গণ্ডী পেরোন দু’জনেই। কিন্তু এরপরেই ধাক্কা খায় তারা। লক্ষ্ণৌর নিয়ন্ত্রিত বোলিং-এ থামতে হয় ১৮০তে। রান তাড়া করতে নেমে বেশীদূর এগোতে পারেন নি ঋষভ (Rishabh Pant)। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন রয়েই গেলো আজও। তবে সঙ্কটমোচন হয়ে দেখা দিলেন নিকোলাস পুরান। ক্যারিবিয়ান তারকার আগুনে ফর্মেই ভাঙলো গুজরাতের যাবতীয় প্রতিরোধ। ৬১ করেন তিনি। অর্ধশতক মার্করামেরও। শেষমেশ ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতে মাঠ ছাড়লো লক্ষ্ণৌ।

Read More: IPL 2025, SRH vs PBKS TOSS REPORT in BENGALI: টস জিতলো পাঞ্জাব, ম্যাচ জিততে হায়দ্রাবাদ দলে এন্ট্রি নিলেন তারকা পেসার !!

হতাশ করলো গুজরাত মিডল অর্ডার-

B Sai Sudharshan and Shubman Gill | IPL | Image: Getty Images
B Sai Sudharshan and Shubman Gill | IPL | Image: Getty Images

স্বপ্নের ফর্মে রয়েছেন সাই সুদর্শন (Sai Sudharshan)। গুজরাত টাইটান্সের তরুণ বাম হাতি ওপেনার চলতি আইপিএলের (IPL) প্রথম পাঁচ ম্যাচে করেছিলেন যথাক্রমে ৭৪, ৬৩, ৪৯, ৫ ও ৮২। আজ চতুর্থবারের জন্য পঞ্চাশের গণ্ডীও পেরোন তিনি। মাত্র ৩৭ বলে করেন ৫৬ রান। মারেন ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা। পিছিয়ে ছিলেন না শুভমান গিল’ও। গুজরাত টাইটান্স অধিনায়কের ব্যাট থেকেও আসে ৩৮ বলে ৬০ রান। তিনি ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছেন। ১২০ রানের ওপেনিং জুটি ভাঙতেই বিপাকে পড়ে টাইটান্স শিবির। জস বাটলার, ওয়াশিংটন সুন্দররা আজ লক্ষ্ণৌর বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেন নি। শেরফেন রাদারফোর্ড ২২ রান করলেও খরচ করেন ১৯ বল। ব্যর্থ রাহুল তেওয়াটিয়াও। শেষমেশ শাহরুখ খানের ৬ বলে ১১* ও রশিদ খানের ২ বলে ৪*-এর সৌজন্যে ১৮০ রান অবধি পৌঁছতে পারে তারা।

নড়বড়ে পন্থ, অর্ধশতক মার্করামের-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | IPL | Image: Getty Images

কন্যার অসুস্থতার কারণে আজ মাঠে নামতে পারেন নি মিচেল মার্শ। লক্ষ্ণৌর হয়ে ওপেন করেন ঋষভ পন্থ। ২৭ কোটির তারকাকে আজও ব্যাট হাতে বিশেষ স্বচ্ছন্দ মনে হলো না। উইকেট ছেড়ে সিরাজকে র‍্যাম্প শট মারতে গিয়ে একবার প্রায় আউটই হতে বসেছিলেন। বাটলার ক্যাচ ফস্কানোয় রক্ষা পান। তার পরেও অবশ্য ইনিংসকে দীর্ঘায়িত করতে পারেন নি তিনি। ১৮ বলে ২১ করে ফেরেন সাজঘরে। পন্থকে আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণা। সপ্রতিভ দেখালো এইডেন মার্করামকে (Aiden Markram)। মরসুমের শুরুটা বিশেষ ভালো করতে পারেন নি দক্ষিণ আফ্রিকান তারকা। দিল্লী ও সানরাইজার্সের বিরুদ্ধে  রান পান নি। কিন্তু ধীরে ধীরে ছন্দ খুঁজে নিয়েছেন তিনি। মুম্বই ও কলকাতার বিপক্ষে শেষ দুই ম্যাচে করেছিলেন যথাক্রমে ৪৭ ও ৫৩। আজ করেন ৩১ বলে ৫৮ রান। মারেন ৯টি চার ও ১টি ছক্কা।

কমলা টুপি পুনরুদ্ধার পুরানের-

Nicholas Pooran | IPL | Image: Getty Images
Nicholas Pooran | IPL | Image: Getty Images

যত দিন যাচ্ছে যেন ধারাবাহিকতার অন্য নাম হয়ে উঠছেন নিকোলাস পুরান। আইপিএলের (IPL) শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। আজও ধুন্ধুমার ব্যাটিং-এ তাক লাগিয়ে দিলেন ক্যারিবিয়ান তারকা। ম্যাচ শুরুর আগে তাঁর মাথাতেই ছিলো সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি। প্রথম ইনিংসের পর তা ছিনিয়ে নেন সাই সুদর্শন। খানিক এগিয়ে গিয়েছিলেন তামিলনাড়ুর তরুণ। কিন্তু ৬১ করে ফের কমলা টুপি পুনরুদ্ধার করলেন পুরান। ৩৪ বলের ইনিংসে আজ তিনি মেরেছেন ১টি চার ও ৭টি ছক্কা। ৬ ইনিংসে তাঁর রান সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৪৯। গড় ৬৯.৮০। রশিদ খানের শিকার হয়ে পুরান সাজঘরে ফেরার পর আচমকাই মন্থর হয়ে পড়েছিলো লক্ষ্ণৌর ইনিংস। ১৮ বলে ১৮ করে মিলার ফেরায় চিন্তার ভাঁজ পড়েছিলো পন্থদের কপালে। শেষমেশ সাই কিশোর’কে ছক্কা হাঁকিয়ে ২ পয়েন্ট ছিনিয়ে নেন আয়ুষ বাদোনি।

Also Read: IPL 2025: ‘র‍্যাম্প’ মারতে গিয়ে গড়াগড়ি পন্থের, বাটলারের ভুল রক্ষা পেলেন লক্ষ্ণৌ অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *