IPL 2025: সমাপ্ত হয়েছে লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্স দলের লড়াই। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে শুভমান গিলর ৬০, সাই সুদর্শনের ৫৬ রানে ৬ উইকেটে ১৮০ রান বানিয়ে ফেলেছিল। জবাবে ব্যাটিং করতে এসে নিকোলাস পুরানের ৬১ এবং মার্করামের ৫৮ রানের ইনিংসে ৩ বল বাঁকি থাকতেই ছয় উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাত টাইটান্স।
আগ্রাসী সূচনা দেন সাই-গিল
ওপেনিং করতে এসে শুভমান গিল এবং সাই সুদর্শন দুরন্ত সূচনা দেন। এই মরশুমে সুদর্শন ও গিলের ওপেনিং জুটি সবথেকে সফল। আজকের ম্যাচে আবার তার প্রমান দিলেন দুজনেই। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছে দুজনকে।
Read More: IPL 2025: পুরান প্রলয়ে ধরাশায়ী গুজরাত, ঘরের মাঠে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!
পাওয়ার প্লে ছিল গুজরাতের নামে
পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে ভরপুর ফায়দা তোলেন সাই সুদর্শন এবং শুভমান গিল। পাওয়ার প্লের ভিতর কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান বানিয়ে ফেলেছিল এই দুই তারকা। শার্দূল ঠাকুর, আকাশ দীপ কিংবা দিগবেশ রাঠি অনেক প্রচেষ্টা করলেও শুভমান ও সুদর্শনের জুটি ভাঙতে ব্যার্থ হন।
শতরানের পার্টনারশিপ দেখা যায় গিল-সুরদর্শনের

সুদর্শন এবং শুভমান গিল দুজনেই এই মৌসুমে বেশ ছন্দ দেখাচ্ছেন। আজকের ম্যাচে এই জুটির মধ্যে শতরানের পার্টনারশিপ লক্ষ করা গেল। ১০ম ওভারের মধ্যে দুজনের মধ্যেই শতরানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। এই মৌসুমে কেবলমাত্র লখনৌ সুপার জায়ান্টস দলের মিচেল মার্স ও এইডেন মার্করামের মধ্যে শতরানের ওপেনিং পার্টনারশিপ দেখা গিয়েছে। দ্বিতীয় জুটি হিসাবে সাই ও গিল রেকর্ড গড়ে ফেললেন।
পরস্পর দুই ওভারে দুই উইকেট হারায় লখনৌ
১৩ তম ওভারে খেলার মোড় ঘুরে যায়। ক্যাপ্টেন ঋষভ পন্থ বল তুলে দেন আবেশ খানের হাতে। আবেশ তার দ্বিতীয় স্পেলের প্রথম বলেই শুভমান গিলকে প্যাভিলিয়নে ফেরান। লং অন অঞ্চলের উপর দিয়ে খেলতে গিয়ে উইকেট হারিয়ে ফেলেন শুভমান। ৬০ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন শুভমান। এরপর পরের ওভারেই রবি বিষ্ণুর ওভারের প্রথম বলে এক্সট্রা কভার অঞ্চলের উপর দিয়ে খেলতে গিয়ে সাই সুদর্শন হারিয়ে ফেলেন নিজের উইকেট। ৩৭ বলে ৫৬ রান বানান সাই।
কামব্যাক করেন গুজরাতের বোলাররা
পরস্পর দুই উইকেট হারানোর পর ব্যাটিং করতে এসে জস বাটলার ১৪ বলে ১৬ রানে আউট হয়ে যান এবং গত ম্যাচে প্রথম ম্যাচ খেলা ওয়াসিংটন সুন্দর ৩ বলে ২ রানে নিজের উইকেট হারিয়ে ফেলেন।
১৮০ রানে শেষ হয় গুজরাতের ব্যাটিং

শেষের দিকে ব্যাটিং করতে এসে শেরফেন রাদারফোর্ড ১৯ বলে ২২, শাহরুখ খান ৬ বলে ১১ এবং রশিদের ২ বলে ৪ রানের ইনিংসে গুজরাত ১৮০ রানে পৌঁছে যায়।
নতুন ওপেনিং জুটি করলো কামাল
আজ মিচেল মার্স না খেলার সিদ্ধান্ত নেন। তিনি দেশে ফিরে গিয়েছেন। এই পরিস্থিতিতে এইডেন মার্করাম এবং ক্যাপ্টেন ঋষভ পন্থ ব্যাটিং করতে আসেন। ব্যাটিং করতে এসে মার্করাম ও পন্থের মধ্যে পাওয়ার প্লের ভিতরেই ৬১ রান করে ফেলে দুজনেই।
ব্যাক টু ব্যাক ৫০ করলেন মার্করাম

পাওয়ার প্লের শেষে ১৮ বলে ২১ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন ঋষভ পন্থ। মুম্বাই ও কলকাতার বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলার পর আজকের ম্যাচেও ৩১ বলে ৯টি চার এবং ১টি ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলেন মার্করাম।
আবার ঝলসে উঠলো পুরানের ব্যাট

আজকের ম্যাচে আবার একবার রণমূর্তি ধারণ করেন নিকোলাস পুরান। ৩৪ বলে ১টি চার এবং ৭টি ছক্কায় ৬১ রান বানান পুরান।
৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় LSG
শেষের দিকে আয়ুশ বাদনীর ২০ বলে ২৮, ডেভিড মিলারের ১১ বলে ২ এবং সমাদের ২ রানে ছয় উইকেটে জয় সুনিশ্চিত করে নেয় লখনৌ।