সুদর্শন-গিলের দুরন্ত ব্যাটিং, লখনৌয়ের সামনে ১৮১ রানের টার্গেট রাখলো গুজরাত !! 1

IPL 2025: আজ আইপিএল ২০২৫-এর ২৬ তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই নতুন দল। ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়ান্টসের। আজকের ম্যাচটি লখনৌয়ের একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিতে তালিকায় শীর্ষে রয়েছে গুজরাত জায়ান্টস এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন KKR-কে তাদের ঘরের মাঠেই ৪ রানে পরাজিত করে ষষ্ঠ স্থানে ঠাঁই হয়েছিল লখনৌ সুপার জায়ান্টসের। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনৌ অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)।

একানা স্টেডিয়ামে এবছর ব্যাটসম্যানদের ব্যাট থেকে বেশ রান দেখা যাচ্ছে। ঘরের মাঠে লখনৌ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে দুরন্ত সূচনা দেন সাই সুদর্শন (Sai Sudarshan) এবং শুভমান গিল (Shubman Gill)। দুজনের মধ্যে আজ শতরানের বেশি ওপেনিং পার্টনারশিপ গড়ে উঠেছিল। চলতি মৌসুমে সুরদর্শন ও শুভমান বেশিরভাগ ম্যাচেই দলের হয়ে দুরন্ত সূচনা দিয়েছেন। আজকের ম্যাচে তার অন্যথা হলো না। শুভমান গিল এবং সাই সুদর্শনের মধ্যে ৭৩ বলে ১২০ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। এটি দলের তৃতীয় শতরানের ওপেনিং পার্টনারশিপ।

Read More: IPL 2025: “শেষ পর্যন্ত থাকলেও জেতাতে পারতো না..”ধোনিকে নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন বীরেন্দ্র শেহবাগ !!

১৮০ রানে শেষ হলো গুজরাটের ব্যাটিং

Ipl 2025
Sai Sudarshan and Shubman Gill | Image: Getty Images

ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) ৩৮ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে আবেশ খানের বলে নিজের উইকেট হারিয়ে ফেলেন। তার পরের ওভারেই ৩৭ বলে ৭ টি চার এবং একটি ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে রবি বিষ্ণুর শিকার হন। এরপর ১৭তম ওভারের চতুর্থ বলেই উইকেট হারিয়ে ফেলেন জস বাটলার। ১৪ বলে দুটি চারে ১৬ রানে দিগবেশ রাঠির বলে উইকেট হারিয়ে ফেলেন। দুরন্ত সূচনা দিয়েও শেষের ওভার গুলিতে রানের খরা দেখা যায় গুজরাত দলের ব্যাটসম্যানদের। সবশেষে, ৬ উইকেটে ১৮০ রান বানায় গুজরাত। শেষের দিকে শেরফেন রাদারফোর্ড ১৯ বলে ২২, শাহরুখ খান ১১ এবং রশিদ খান ২ বলে ৪ রান বানান। লখনৌ দলের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুর (Shardul Thakur) ও রবি বিষ্ণু (Ravi Bishnoi)। একটি করে উইকেট পেয়েছেন দিগবেশ রাঠি ও আবেশ খান।

Read Also: IPL 2025 SRH vs PBKS Match Preview: ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া ব্যাঙ্গালুরু, পরিসংখ্যানে এগিয়ে এই দল করবে বাজিমাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *