IPL 2025: আজ আরও এক হাইভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস (Lucknow Super Giants vs Chennai Super Kings)। পরপর ৩ ম্যাচে জয় তুলে নেওয়ার পর ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া ঋষভ পান্থের (Rishabh Pant) দল। অন্যদিকে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের লড়াইয়ে বর্তমানে মুখ থুবড়ে পড়েছে চেন্নাই সুপার কিংস। ফলে আজ একানা ক্রিকেট স্টেডিয়ামে দুরন্ত জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ফলে জমজমাট হয়ে উঠতে চলছে আজকের ম্যাচ।
Read More: ক্রিকেট প্রশাসনে প্রত্যাবর্তন সৌরভ গাঙ্গুলী’র, আইসিসি’র অন্দরেও এবার চলবে দাদাগিরি !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
লখনউ সুপার জায়ান্টস (LSG) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)
ম্যাচ নং- ৩০
তারিখ- ১৪/০৪/২০২৫
ভেন্যু- একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ
সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

ঋষভ পান্থ:
আমরাও টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতাম। লখনউয়ের পিচে প্রথমে ধীর গতির ব্যাটিং থাকে। প্রথম থেকেই আমরা চেন্নাইকে কোনরকম সুযোগ দিতে চাই না। শুধু আমাদের ১০০ শতাংশ দিতে হবে। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আমাদের দলে একটি পরিবর্তন হয়েছে। হিম্মত সিংয়ের বদলে শুধু মিচেল মার্শ এসেছেন।
মহেন্দ্র সিং ধোনি:
যেখানে যাই সেখানেই সমর্থন পাই তার জন্য আমরা ধন্য। সমস্ত ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমে বোলিং করতে চাই কারণ এখানে শিশিরের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ইনিংসে পিচ ভালো হয়ে যায়। ব্যাটিংয়ে আমরা ধারাবাহিক ছিলাম না। বোলিং আমাদের শক্তিশালী রয়েছে। বড়ো শট খেলার ইতিবাচক মানসিকতার প্রয়োজন। আমাদের দলে কয়েকটি পরিবর্তন হয়েছে। অশ্বিন এবং কনওয়ের পরিবর্তে ওভারটন এবং রশিদ এসেছেন।
দুই দলের প্লেইং ইলেভেন-
লখনউ সুপার জায়ান্টস
এইডেন মার্করাম, মিচেল মার্শ, ঋষভ পান্থ (উইকেটকিপার, অধিনায়ক), নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, আবেশ খান, দিগ্বেশ রাঠি,
ইম্প্যাক্ট প্লেয়ার- রবি বিষ্ণোই, শাহবাজ আহমেদ, প্রিন্স যাদব, ম্যাথু ব্রিটজকে, হিম্মত সিং
চেন্নাই সুপার কিংস
রাচিন রবীন্দ্র, শাইক রশিদ, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, জেমি ওভারটন, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার, অধিনায়ক), নূর আহমেদ, আনশুল কম্বোজ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা
ইম্প্যাক্ট প্লেয়ার- শিবম দুবে, দীপক হুডা, কমলেশ নাগরকোটি, রামকৃষ্ণ ঘোষ, স্যাম কুরান