IPL 2025: টানা পাঁচ ম্যাচে হার, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের চোট-সব মিলিয়ে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিলো চেন্নাই সুপার কিংসের (CSK)। আজ লক্ষ্ণৌ সুপার কিংসের বিরুদ্ধে হারলে আইপিএল থেকেই কার্যত ছিটকে যেতে হত তাদের। অনন্ত চাপের মুখে আরও একবার সঙ্কটমোচন হয়ে উঠলেন মহেন্দ্র সিং ধোনিই (MS Dhoni)। টসে জিতে আজ বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো চেন্নাই। নূর, পাথিরাণাদের সৌজন্যে ১৬৬তে তারা বেঁধে রাখতে সক্ষম হয়েছিলো প্রতিপক্ষকে। রান তাড়া করতে নেমে একটা সময় লক্ষ্ণৌর চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলো চেন্নাই। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলো সুপারজায়ান্টসরা। দিশা হারিয়ে বসা দলকে এরপর সঠিক পথে ফেরত আনেন ‘ক্যাপ্টেন কুল।’ ১১ বলে ২৬* করে সাফল্য নিশ্চিত করেন তিনি। ৩৭ বলে অপরাজিত ৪৩ করে জয়ে বড় অবদান রাখলেন শিবম দুবেও।
Read More: IPL 2025: “গোয়েঙ্কা খুশ হুয়া…” রানের মুখ দেখলেন ঋষভ পন্থ, নেটদুনিয়ায় হইচই অনুরাগীদের !!
রান পেলেন ঋষভ পন্থ-

প্রথমে ব্যাট করতে নেমে বেশ সঙ্কটের মুখে পড়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। ইন অর্ম ওপেনার এইডেন মার্করামকে ৬ রানের মাথায় আউট করেন খলিল আহমেদ। আজ সাফল্য পান নি নিকোলাস পুরান’ও। আইপিএলের (IPL) কমলা টুপির মালিক ৯ বলে ৮ রান করে ফেরেন সাজঘরে। ২৩ রানে দুই উইকেট হারিয়ে বসা সুপারজায়ান্টস শিবিরের হয়ে ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথমে মিচেল মার্শকে সাথে নিয়ে স্কোরবোর্ডে যোগ করেন ৫০ রান। অস্ট্রেলীয় তারকা ৩০ করে আউট হওয়ার পর ইনিংসকে টেনে নিয়ে গেলেন তিনি। মরসুমের প্রথম অর্ধশতকটি এলো তাঁর ব্যাট থেকে। ৪৯ বলে ৬৩ রানের দায়িত্বশীল ইনিংস আজ খেলেন ঋষভ। পাঁচ ও ছয়ে নেমে ২০ রানের দুটি কার্যকরী ক্যামিও উপহার দেন আয়ুষ বাদোনি ও আব্দুল সামাদ’ও। চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট পাথিরাণা ও জাদেজার।
শুরুটা ভালো হয়েছিলো চেন্নাইয়ের-

১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালো করেছিলো চেন্নাই সুপার কিংস (CSK)। প্রথম ওভারেই শার্দুল ঠাকুরকে জোড়া বাউন্ডারি হাঁকান রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। পিছিয়ে ছিলেন না সাইক রশিদ’ও। এই মরসুমে আজই প্রথম মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তরুণ তুর্কি। আকাশ দীপকে একই ওভারে তিনটি চার মারেন তিনি। মাত্র ৩ ওভারে ৩৭ রান তুলে ফেলেছিলো চেন্নাই। অবস্থা বেগতিক দেখে পেস সরিয়ে স্পিনে আস্থা রাখেন লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্থ। তিনি আক্রমণে আনেন দিগভেশ রাঠীকে। এক প্রান্ত থেকে চাপ সৃষ্টি করেন দিগভেশ। ফলও মেলে হাতেনাতে। অপরপ্রান্ত থেকে উইকেট তুলে নিয়ে যান আবেশ খান। ১৯ বলে ২৭ রান করে সাজঘরে ফিরতে হয়ে সাইক রশিদকে (Shaik Rasheed)। ৫২ রানের ওপেনিং জুটি ভাঙার পর থেকেই নড়বড় করতে থাকে চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার।
ধোনি-দুবের প্রচেষ্টায় জিতলো CSK-

সাইকের পর সাজঘরের রাস্তা ধরেছিলেন রচিন রবীন্দ্র। ২২ বলে ৩৭ করে এইডেন মার্করামের বলে লেগ বিফোর হন কিউই ওপেনার। ক্রিজে বেশীক্ষণ টেকেন নি রাহুল ত্রিপাঠীও। তাঁর ঝুলিতে আজ ৯ রান। লক্ষ্ণৌর স্পিন আক্রমণের মোকাবিলা করার জন্য ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে আনা হয়েছিলো জাদেজাকে। কিন্তু হতাশই করলেন তিনি। মাত্র ৭ করে রবি বিষ্ণোইয়ের শিকার হন তিনি। ৯ বলে ৯ রান করে বিজয় শঙ্কর যখন আউট হন, তখন মনে হচ্ছিলো যে চেন্নাইয়ের টানা ষষ্ঠ হার কেবল সময়ের অপেক্ষা। কিন্তু ৪৩ বছর বয়সেও তিনি যে ম্যাচের মোড় যে কোনো পালটে দিতে পারেন তা বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। পালটা আক্রমণের পথে হাঁটেন তিনি। ধোনিকে পাশে পেয়ে জ্বলে ওঠেন শিবম দুবেও। তাঁদের দুরন্ত ফিনিশিং টাচে ২ পয়েন্ট ছিনিয়ে নেয় চেন্নাই।
Also Read: IPL 2025: চোটের হানা পাঞ্জাব কিংস শিবিরে, গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন তারকা ক্রিকেটার !!