IPL 2025: মার্শ-পুরানের তাণ্ডবে রানের পাহাড়ে লক্ষ্ণৌ, জিততে হলে গুজরাতের চাই ২৩৬ !! 1

IPL 2025: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মুখোমুখি গুজরাত টাইটান্স (GT vs LSG)। ট্রফির দৌড় থেকে ছিটকে যাওয়া লক্ষ্ণৌ’র বিপক্ষে লীগ শীর্ষে থাকা গুজরাতকেই এগিয়ে রাখছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু যাবতীয় হিসেবনিকশ উল্টেপাল্টে দিলো সুপারজায়ান্টস শিবির। টসে হেরে প্রথম ব্যাটিং করতে নেমে রানের পাহাড় খাড়া করলো তারা। আক্রমণের শুরুটা করেছিলেন দুই ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram) ও মিচেল মার্শ (Mitchell Marsh)। তিন নম্বরে নেমে ঝড় তোলেন নিকোলাস পুরান’ও (Nicholas Pooran)। চলতি মরসুমে প্রথম বিদেশী তারকা হিসেবে শতরান করলেন মার্শ। পুরানের ব্যাট থেকেও এলো ধুন্ধুমার অর্ধশতক। নির্ধারিত ২০ ওভারে সিরাজ, রশিদ, প্রসিদ্ধ কৃষ্ণাদের নিয়ে রীতিমত ছেলেখেলা করে ২ উইকেটের বিনিময়ে ২৩৫ রান স্কোরবোর্ডে তুললো লক্ষ্ণৌ।

Read More: IPL 2025: বাইশ গজে ডাহা ফেল ঋষভ পন্থ, আর বয়ে বেড়াতে রাজী নয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

দুর্দান্ত শতরান মিচেল মার্শের-

Mitchell Marsh | IPL | Image: Getty Images
Mitchell Marsh | IPL | Image: Getty Images

মহম্মদ সিরাজ’কে দুরন্ত কভার ড্রাইভ হাঁকিয়ে ইনিংসের সূচনা করেছিলেন এইডেন মার্করাম (Aiden Markram)। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঝড় যে উঠতে চলেছে তার আভাস পাওয়া গিয়েছিলো তখনই। এরপর যত ম্যাচ গড়ালো ততই ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা গেলো সুপারজায়ান্টসদের। পাওয়ার-প্লে’র ছয় ওভারে ৫৮ রান স্কোরবোর্ডে তোলে মার্করাম-মার্শ জুটি। এরপরও দাপট বজায় ছিলো তাদের। পার্পল ক্যাপের দৌড়ে এক নম্বরে থাকা প্রসিদ্ধ কৃষ্ণাকে একই ওভারে চার ও ছক্কা হাঁকান মার্শ (Mitchell Marsh)। সাই কিশোরের বলে মার্করাম (৩৬) আউট হলেও অস্ট্রেলীয় অলরাউন্ডারকে থামাতে আজ কালঘাম ছুটে গেলো শুভমান গিলদের। সাই কিশোরকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পেরোন তিনি। ইনিংসের ১২তম ওভারে রশিদ খান’কে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন মার্শ। দুটি ছক্কা ও তিনটি বাউন্ডারি-সহ ছিনিয়ে নেন ২৫ রান।

পঞ্চাশ পেরোনোর পরেও থামার কোনো আভাসই পাওয়া যায় নি মার্শের ব্যাটে। গুজরাত বোলারদের বিরুদ্ধে তাণ্ডব জারি রাখেন তিনি। ১৭তম ওভারে সম্পূর্ণ করেন শতরান। আইপিএলে (IPL) এই প্রথম তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। টি-২০ কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয় শতক এলো তাঁর ব্যাট থেকে। শেষমেশ ৬৬ বলে ১১৭ রান করে থামেন তিনি। আর্শাদ খান’কে কভারের উপর দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁর মিসহিট ডিপ পয়েন্ট অঞ্চলে তালুবন্দী করেন শেরফেন রাদারফোর্ড। এর আগে পাঁচটি দলের হয়ে খেলেছেন মার্শ (Mitchell Marsh)। একবারও আহামরি পারফর্ম করতে পারেন নি। কখনও অফ ফর্ম আবার কখনও চোট-আঘাত দাঁড়িয়েছিলো বাধা হয়ে। কিন্তু এবার লক্ষ্ণৌর জার্সিতে অবশেষে প্রতিভার প্রতি সুবিচার করতে দেখা গিয়েছে তাঁকে। আজকের পর ১২ ম্যাচে তাঁর সংগ্রহ দাঁড়ালো ৫১৭ রান।

ধুন্ধুমার অর্ধশতক পুরানেরও-

Nicholas Pooran | IPL | Image: Getty Images
Nicholas Pooran | IPL | Image: Getty Images

দক্ষযজ্ঞ চালালেন নিকোলাস পুরান’ও (Nicholas Pooran)। গত কয়েকটি ম্যাচে চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। আজ অফ ফর্মের অন্ধকার কাটিয়ে উঠলেন ক্যারিবিয়ান তারকা। সাই কিশোর, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শাদ খান-কাউকেই রেয়াৎ করেন নি তিনি। নিজের স্পেলের প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান খরচ করেছিলেন মহম্মদ সিরাজ। পুরানের দাপটে শেষমেশ ৪ ওভারে ৩৭ রান বিলিয়ে থামতে হলো হায়দ্রাবাদের পেসারকে। যেভাবে শর্ট ফাইন লেগের উপর দিয়ে স্কুপ মেরে বাউন্ডারি ছিনিয়ে নিলেন তিনি, তা মন কেড়েছে দর্শকদের। ২৭ বলে ৫৬ করে অপরাজিত রইলেন বাম হাতি ব্যাটার। শেষলগ্নে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন ঋষভ পন্থ। আজ মারমুখী মেজাজে দেখা গেলো লক্ষ্ণৌ অধিনায়ককেও। ৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন তিনি। গুজরাতের হয়ে সাই কিশোর ও আর্শাদ খান একটি করে উইকেট পেয়েছেন আজ।

Also Read: IPL 2025: বিপর্যয়ের পর ভোলবদল নাইট রাইডার্সের, বাড়তি দায়িত্ব পাচ্ছেন অভিষেক নায়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *