ipl-2025-lsg-middle-order-fails-vs-dc

IPL 2025: লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দিল্লী ক্যাপিটালস আজ অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি পঞ্চম স্থানে থাকা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের। মাসখানেক আগে বিশাখাপত্তনমে যখন সম্মুখসমরে নেমেছিলো দুই পক্ষ, তখন এক ধুন্ধুমার ম্যাচের সাক্ষী থাকতে পেরেছিলেন ক্রিকেটজনতা। আশুতোষ শর্মার এক অনবদ্য ইনিংসে শেষমেশ ২ পয়েন্ট ছিনিয়ে নেয় দিল্লী (DC)। আজ কারা জেতে সেদিকে তাকিয়ে সকলে। একানা স্টেডিয়ামে টসের জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন অক্ষর প্যাটেল। ব্যাট হাতে লক্ষ্ণৌর দুই ওপেনার এইডেন মার্করাম ও মিচেল মার্শ শুরুটা চমৎকার করেছিলেন। ৮৭ রানের জুটিও বানান তাঁরা। কিন্তু এরপরেই ধস নামে সুপারজায়ান্টসদের (LSG) তারকাখচিত ব্যাটিং লাইন-আপে। পুরান, সামাদ’রা বিশেষ সুবিধা করতে পারেন নি আজ। শেষমেশ আয়ুষ বাদোনির ঝোড়ো ক্যামিওতে ভর করে লক্ষ্ণৌ থামলো ১৫৯ রানে।

Read More: IPL 2025: নাইটদের ব্যর্থতায় রুষ্ট শাহরুখ খান, কঠিন পদক্ষেপ নিয়েছেন বলিউড বাদশাহ !!

ওপেনিং ভরসা যোগালো লক্ষ্ণৌকে-

Mitchell Marsh and Aiden Markram | IPL | Image: Getty Images
Mitchell Marsh and Aiden Markram | IPL | Image: Getty Images

ইনিংসের শুরুটা আজ দুরন্ত গতিতে করেছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের দুই ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram)  ও মিচেল মার্শ। দ্বিতীয় ওভারেই মিচেল স্টার্ককে পুল করে ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগের উপর দিয়ে উড়িয়ে দেন মার্করাম। মুকেশ কুমারকে একই ওভারে চার ও ছক্কা হাঁকাতেও দেখা গেলো দক্ষিণ আফ্রিকান তারকাকে। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৬ রানের চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তিনি। আজও পেরোলেন অর্ধশতকের গণ্ডী। এই নিয়ে গত ছয় ইনিংসে চতুর্থ অর্ধশতক হলো তাঁর। ৩৩ বলে ৫২ রান করে যখন আউট হন, তখন স্কোরবোর্ডে ৮৭ রান। মার্করামের পাশাপাশি আগ্রাসী ইনিংস খেলতে দেখা গেলো মিচেল মার্শকেও (Mitchell Marsh)। বেশ কিছু চোখধাঁধানো শট এলো তাঁর ব্যাট থেকেও। অস্ট্রেলীয় তারকা আজ করেন ৩৬ বলে ৪৫ রান। মারেন ৩টি চার ও ১টি ছক্কা।

দুই ওপেনার সাজঘরে ফেরার পরেই মন্থর হয়ে পড়ে লক্ষ্ণৌর রান তোলার গতি। আরও একবার ব্যর্থ হলেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। ৫ বলে ৯ রান করেই মিচেল স্টার্কের শিকার হলেন ক্যারিবিয়ান তারকা। গত ম্যাচে ধুন্ধুমার ক্যামিও উপহার দিয়েছিলেন আব্দুল সামাদ। সম্ভবত সেই কারণেই আজ ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে আনা হয়েছিলো কাশ্মীরের ক্রিকেটারকে। কিন্তু হতাশই করলেন তিনি। ৮ বল খেলে করলেন মাত্র ২ রান। মুকেশ কুমারের (Mukesh Kumar) বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পাঁচে নেমেছিলেন ডেভিড মিলার। চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকেও। বড় শট খেলতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হলো তাঁকে। ১৫ বলে ১৪ করে শেষমেশ অপরাজিত রইলেন তিনি। লক্ষ্ণৌর রান ১৫৯ অবধি পৌঁছতে বড় ভূমিকা নিলেন আয়ুষ বাদোনি। ২১ বলে ৩৬ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি।

সাতে নেমেও শূন্য পন্থের-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | IPL | Image: Getty Images

দিল্লী বনাম ঋষভ পন্থ (Rishabh Pant) দ্বৈরথ নিয়ে গত কয়েকদিন বিস্তর আলোচনা হয়েছে ক্রিকেটমহলে। নিজের পুরনো দলের বিরুদ্ধে চলতি আইপিএলের (IPL) প্রথম পর্বের খেলায় শূন্য রান করে সাজঘরে ফিরেছিলেন লক্ষ্ণৌর নবনিযুক্ত অধিনায়ক। আজ মিলার, বাদোনিদের উপরে পাঠিয়ে নিজে দীর্ঘ সময় অপেক্ষা করলেন ডাগ-আউটে। শেষমেশ সাত নম্বরে কার্যত বাধ্য হয়েই মাঠে নামেন। কিন্তু ব্যর্থতা এড়াতে পারলেন না ২৭ কোটির তারকা। ২ বলে ফের ০ করেই থামতে হলো তাঁকে। দিল্লীর হয়ে আজ বল হাতে অনবদ্য পারফর্ম্যান্স বাংলার মুকেশ কুমারের। ৪ ওভারে ৩৩ রান খরচ করে তিনি তুলে নিয়েছেন ৪টি উইকেট। আউট করেন মার্শ, সামাদ, বাদোনি ও পন্থকে। ১টি করে উইকেট পেয়েছেন দুষ্মন্ত চামিরা ও মিচেল স্টার্ক। নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেট পান নি অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।

Also Read: IPL 2025: ‘এই প্রতারকটাকে আগে তাড়াও…’ তোপের মুখে ভেঙ্কি মাইশোর, ব্যর্থতার দায় সিইও’র উপর চাপালেন সমর্থকেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *