ipl-2025-lsg-looking-for-new-captain

IPL 2025: ২০২২ সালে আইপিএলের (IPL) দুনিয়ায় পা রেখেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। টানা দুই বছর তারা পৌঁছেছিলো প্লে-অফে। ট্রফি না জিতলেও নজর কেড়েছিলো তাদের পারফর্ম্যান্স। তৃতীয় মরসুমে দল ছাড়ান মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে। লক্ষ্ণৌর পারফর্ম্যান্সের গ্রাফ’ও নেমে আসে অনেকটা নীচে। নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯৮ রানের ব্যবধানে, সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে ১০ উইকেটের ব্যবধানে পরাজয়ের লজ্জা হজম করতে হয় তাদের। লীগ তালিকায় সাত নম্বরে শেষ করে তারা। ব্যর্থতায় বেশ হতাশ কর্মকর্তারা। সাফল্যের সরণিতে ফিরতে নতুন উদ্যমে দল সাজাতে চান ২০২৫-এর জন্য। বাদ দেওয়া হতে পারে অধিনায়ক কে এল রাহুলকে।

Read More: “ওকে ছাড়া হবে না…” চ্যাম্পিয়ন্স ট্রফি’র জন্য ভারতের টিম কম্বিনেশন বাছলেন দীনেশ কার্তিক !!

রাহুলের বিদায় নিশ্চিত-

Sanjiv Goenka and KL Rahul | IPL | Image: Twitter
Sanjiv Goenka and KL Rahul | Image: Twitter

২০২২-এ লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজির জন্মলগ্ন থেকেই অধিনায়ক হিসেবে রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। দ্বিতীয় মরসুমে চোট পেয়ে ছিটকে গেলেও ২০২৪-এ ফের তাঁর হাতেই ফেরানো হয় নেতৃত্ব। তাই ব্যর্থতার দায়’ও তাঁর কাঁধেই চাপাচ্ছে টিম ম্যানেজমেন্ট। সানরাইজার্সের বিরুদ্ধে বিরাট ব্যবধানে হারের পর মাঠে দাঁড়িয়েই অধিনায়ক রাহুলকে রীতিমত ধমক্‌ দিতে দেখা গিয়েছিলো দলমালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। পরবর্তীতে নৈশভোজে ক্রিকেট তারকাকে নিজের বাড়িতে ডেকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন তিনি। কিন্তু সম্পর্কের ফাটল তাতে জোড়ে নি বলেই খবর সূত্র মারফৎ। দুই পক্ষই হাঁটতে চাইছে বিচ্ছেদের পথে। লক্ষ্ণৌর (LSG) রিলিজ তালিকায় নাম থাকতে পারে রাহুলের। অথবা ট্রেডিং উইন্ডো ব্যবহার করে কোনো দল তাঁকে নিতে চাইলেও হয়ত আপত্তি করবেন না গোয়েঙ্কারা।

আইপিএল (IPL) কেরিয়ারে ১৩২ ম্যাচে ৪৬৮৩ রান করেছেন কে এল রাহুল (KL Rahul)।ব্যাটিং গড় ৪৫-এর আশেপাশে। শতরানের সংখ্যা ৪। টানা চার মরসুম ৬০০’র বেশী রান করার নজিরও রয়েছে তাঁর। ইতিমধ্যে জিতেছেন অরেঞ্জ ক্যাপ’ও। যদি আগামী মেগা অকশনে নাম লেখান তিনি, তাহলে কর্ণাটকের ক্রিকেটারকে নিয়ে দড়ি টানাটানি চলতে বাধ্য। মনে করা হচ্ছে রাহুলের জন্য ঝাঁপাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। দীনেশ কার্তিক দল ছাড়ায় একজন উইকেটরক্ষকের প্রয়োজন রয়েছে তাদের। এছাড়া চল্লিশ ছুঁইছুঁই ফাফ দু প্লেসি’কেও ধরতে রাখতে নারাজ বিরাটদের ফ্র্যাঞ্চাইজি। ফলে ওপেনার ও অধিনায়ক পদেও তৈরি হতে পারে শূন্যস্থান। রাহুলকে (KL Rahul) দলে নিয়ে ‘এক ঢিলে তিন পাখি’ মারার লক্ষ্যে থাকবে বেঙ্গালুরু। ২০১৬-তে আরসিবি’তে খেলেছেন তিনি, ফলে চেনা পরিবেশেই ফিরতে পারেন রাহুল।

অধিনায়কত্ব পেতে পারেন পুরান বা স্টয়নিস-

Marcus Stoinis and Nicholas Pooran | IPL | Image: Getty Images
Marcus Stoinis and Nicholas Pooran | Image: Getty Images

রাহুলের (KL Rahul) বিদায় যে এখন সময়ের অপেক্ষা সেই দেওয়াল লিখন পড়তে পারছেন সকলেই। লক্ষ্ণৌ দলের ক্রিকেটার অমিত মিশ্র অবধি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে জানিয়েছেন যে আগামী আইপিএলের (IPL) জন্য ‘উন্নততর’ অধিনায়কের সন্ধানে থাকবে সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজি। কে হতে পারেন এই ‘উন্নততর অধিনায়ক?’ এখন থেকেই ক্রিকেট অনুরাগীদের মধ্যে চলছে জল্পনা। গত মরসুমেই সহ-অধিনায়ক করা হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান’কে (Nicholas Pooran)। তাঁকে দেওয়া হতে পারে নেতার দায়িত্ব। এর আগে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দিয়েছেন তিনি। অধিনায়কত্ব করেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। এছাড়াও ভাবনায় থাকতে পারেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস’ও (Marcus Stoinis)। তৃতীয় বিকল্প হিসেবে নেতৃত্বের দৌড়ে সামিল হতে পারেন নিলাম থেকে আগত কোনো নতুন মুখ’ও।

Also Read: IPL শুরুর আগে দল গোছাতে ব্যাস্ত, গৌতম গম্ভীরের জায়গায় এন্ট্রি নিচ্ছেন জাহির খান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *