IPL 2025: কে এল রাহুলের (KL Rahul) আইপিএল (IPL) ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। ২০২২ থেকে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে খেলছেন কর্ণাটকের ক্রিকেটার। তাঁকে দেওয়া হয়েছে নেতৃত্বের ভার’ও। কিন্তু ২০২৪-এর আইপিএলে (IPL) দল প্লে-অফের গণ্ডী পেরোতে ব্যর্থ হওয়ার পরেই অবনতি হয় দুই পক্ষের সম্পর্কের। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১০ উইকেটে পরাজিত হওয়ার পরে মেজাজ হারান দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। মাঠে দাঁড়িয়েই অধিনায়ক রাহুলকে রীতিমত ধমকাতে দেখা যায় তাঁকে। ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ার পরেই হইচই পড়ে গিয়েছিলো ক্রিকেটদুনিয়ায়। আগামী মরসুমে নিঃসন্দেহে দল ছাড়বেন রাহুল, তখনই মনে করেছিলেন বিশেষজ্ঞরা।
রাহুলের লক্ষ্ণৌ (LSG) ত্যাগের জল্পনা আরও বাড়ে অমিত মিশ্রের একটি মন্তব্যে। সুপারজায়ান্টস স্কোয়াডে ছিলেন তিনিও। বর্ষীয়ান লেগস্পিনার, একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আগামী মরসুমে নিঃসন্দেহে একজন “উন্নততর অধিনায়ক” খুঁজবে সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজি। সতীর্থের এহেন মন্তব্য থেকে ক্রিকেটবোদ্ধারা ভেবেছিলেন যে ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেট তারকার মধ্যে সম্পর্কের ফাটল আর জোড়া লাগা হয়ত সম্ভব নয়। আগামী মরসুমে তাঁর গন্তব্য হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বা গুজরাত টাইটান্সের মত দলের নাম’ও ঘোরাফেরা করতে শুরু করেছিলো আলোচনায়। দীর্ঘ সময় ধরে চলতে থাকা রাহুল বনাম লক্ষ্ণৌ অধ্যায় নতুন মোড় নেয় গতকাল। কলকাতায় এসে দলমালিকের সাথে বৈঠক সেরে যান ক্রিকেটতারকা।
Read More: ভাগ্য বিপর্যয়ের শিকার শ্রেয়স আইয়ার, ভালো খেলেও বারবার হয়েছেন বঞ্চিত !!
নতুন ভূমিকায় থাকছেন রাহুল ?
এখনও পর্যন্ত আইপিএলের (IPL) মেগা অকশন সংক্রান্ত কোনো নিয়মনীতি প্রকাশ্যে আনে নি বিসিসিআই। কতজনকে ধরে রাখা যাবে অথবা কতজন’কে রিলিজ করতে হবে তা এখনও চূড়ান্ত নয়। এরই মধ্যে রাহুলের (KL Rahul) সাথে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) একান্ত বৈঠক জন্ম দিয়েছে একঝাঁক প্রশ্নের। গতকাল কলকাতা এসে শিল্পপতির বাসভবনে দেখা করতে যান ক্রিকেট তারকা। সংবাদসংস্থা ক্রিকবাজ জানাচ্ছে যে প্রায় এক ঘন্টা কথা হয়েছে দু’জনের মধ্যে। আইপিএল (IPL) ও দলগঠন’ই সেই আলোচনার মূল বিষয় ছিলো বলে অনুমান ক্রিকেটদুনিয়ার। দু’জনের কেউই বৈঠকের বিষয়বস্তু নিয়ে মুখ খোলেন নি। মৌনতা চোখে পড়েছে লক্ষ্ণৌ (LSG) ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও। তবে সংবাদসংস্থা IANS জানাচ্ছে যে রাহুলকে রিটেন করার বিষয়ে বৈঠকে সম্মতিই দিয়েছেন গোয়েঙ্কা।
কে এল রাহুলকে (KL Rahul) ‘রিটেনশন’এর নিশ্চয়তা দিয়েছেন গোয়েঙ্কা (Sanjiv Goenka)। তবে সঙ্গে নাকি চাপিয়েছেন শর্ত’ও। গত তিন বছরের মধ্যে প্রথম দুইবার প্লে-অফে গেলেও এলিমিনেটর থেকে ছিটকে গিয়েছিলো লক্ষ্ণৌ (LSG)। তৃতীয়বার শেষ করেছে লীগ তালিকার সপ্তমস্থানে। ট্রফির লক্ষ্যে এবার নতুন অধিনায়ক চাইছে তারা। দলে থাকতে গেলে নেতৃত্বের পদ থেকে ছাড়তে হবে তা রাহুলকে গতকালের বৈঠকে নাকি স্পষ্ট করে দিয়েছেন দলমালিক। খবর সামনে আসার পর থেকেই নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। গত বছর চোটের কারণে রাহুল ছিটকে যাওয়ার পর দায়িত্ব সামলেছেন কুরণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। দৌড়ে রয়েছেন তিনি। ২০২৪ আইপিএলে আবার সহ-অধিনায়ক করা হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান’কে (Nicholas Pooran)। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে ২০২৪-এ দায়িত্ব নিতে পারেন তিনিও।