IPL 2025: ঋষভ পন্থের আইপিএল (IPL) ভবিষ্যত নিয়ে মেগা নিলামের আগে থেকেই চলছিলো জোর জল্পনা। দিল্লী ক্যাপিটালসের সাথে নয় বছরের সম্পর্ক ভেঙে নতুন দলে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার। তাঁকে পেতে যে একাধিক ফ্র্যাঞ্চাইজি আসরে নামবে সেই বিষয়ে এক প্রকার নিশ্চিতই ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাস্তব চিত্রটাও ছিলো তেমনই। ২ কোটি টাকার বেস প্রাইস ছিলো ঋষভের (Rishabh Pant)। কিন্তু ২৪ নভেম্বরে জেড্ডাতে তাঁর নাম ঘোষণার কয়েক মুহূর্তের মধ্যেই দাম চড়তে থাকে তাঁর। শুরুতে দড়ি-টানাটানিতে নাম লিখিয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। পরে যোগ দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এমনকি ঋষভকে ফেরানোর মরিয়া চেষ্টা করেছিলো দিল্লী (DC) ফ্র্যাঞ্চাইজিও। কিন্তু শেষরক্ষা হয় নি। নাটকীয় যুদ্ধে বাজিমাত করে লক্ষ্ণৌ।
Read More: IND vs ENG 1st T20i Dream 11 Prediction in Bengali: ভারত-ইংল্যান্ড দ্বৈরথে কারা হবেন সেরা পারফর্মার? ফ্যান্টাসি ক্রিকেটের খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকেই !!
সর্বোচ্চ দাম পেলেন ঋষভ পন্থ-
২ কোটি থেকে ২০ কোটিতে পন্থের (Rishabh Pant) দাম পৌঁছতে বিশেষ সময় লাগে নি। শেষমেশ লক্ষ্ণৌ’র (LSG) দর যখন ২০.৭৫ কোটি, তখন সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) পিছিয়ে গেলেও আসরে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নেয় ঋষভের পুরনো দল দিল্লী ক্যাপিটালস। তাঁর জন্য নিজেদের ‘আরটিএম’ বিকল্প ব্যবহার করতে চেয়েছিলেন পার্থ জিন্দিল, কিরণ কুমার গ্রান্ধীরা। কিন্তু ২৭ বর্ষীয় উইকেটরক্ষক-ব্যাটারকে পেতে মরিয়া ছুলেন সুপারজায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। এক ধাক্কায় ২০.৭৫ থেকে বাড়িয়ে ২৭ কোটি দর হাঁকেন তিনি। সেই পরিমাণ অর্থ দেওয়া আর সম্ভব হয় নি দিল্লীর পক্ষে। ক্যাপিটালস ছেড়ে তাই সুপারজায়ান্টসের (LSG) পথেই পা বাড়ান ঋষভ। একই সঙ্গে তৈরি করেন ইতিহাস’ও। মিচেল স্টার্ক, শ্রেয়স আইয়ারদের মত তারকাদের পিছনে ফেলে আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ দামী ক্রিকেটার হওয়ার নজির গড়েন ঋষভ।
লক্ষ্ণৌর নেতৃত্বে ঋষভ পন্থ-
২০২২ থেকে ২০২৪ অবধি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) অধিনায়ক পদে ছিলেন কে এল রাহুল (KL Rahul)। চোটের জন্য ২০২৩ মরসুমের মাঝপথে তিনি ছিটকে যাওয়ায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলেছিলেন ক্রুণাল পাণ্ডিয়া। কিন্তু ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে দুজনকেই ছেঁটে ফেলেছিলো লক্ষ্ণৌ (LSG)। অধিনায়কের শূন্য আসনে যে ঋষভ পন্থ বসতে চলেছেন তা তাঁর ২৭ কোটির প্রাইস ট্যাগ থেকেই অনুমান করা গিয়েছিলো। সরকারী ঘোষণার জন্য অপেক্ষায় ছিলো ক্রিকেটমহল। অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে দলের ভার ঋষভের (Rishabh Pant) হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। যতীন সপ্রুকে দেওয়া সাক্ষাৎকারে লক্ষ্ণৌ কর্ণধার স্পষ্ট জানিয়েছেন যে আগাগোড়া ঋষভকে কেন্দ্রে রেখেই মেগা নিলামের পরিকল্পনা সাজিয়েছিলেন তাঁরা। অধিনায়ক হিসেবে দ্বিতীয় কারও নাম কখনও জায়গা করে নেয় নি তাঁদের ভাবনায়।
ঋষভ পন্থের IPL পরিসংখ্যান-
২০১৬ সাল থেকে আইপিএলে (IPL) অংশ নিচ্ছেন ঋষভ পন্থ। কেরিয়ারের প্রথম নয় মরসুম কাটিয়েছেন দিল্লী ফ্র্যাঞ্চাইজিতেই (DC)। ১১১টি ম্যাচে ৩৫.৩১ গড় ও ১৪৮.৯৩ স্ট্রাইক রেটে তাঁর ঝুলিতে রয়েছে ৩২৮৪ রান। ২০১৭ সালে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিএলে শতরান করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এছাড়া ১৮টি অর্ধশতরানও করেছেন তিনি। ২০২২ সালে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দল ছাড়ার পর অধিনায়ক হিসেবে ঋষভের (Rishabh Pant) নাম ঘোষণা করে দিল্লী ক্যাপিটালস। ২০২২ ও ২০২৪ মরসুমে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৩-এ অবশ্য সড়ক দুর্ঘটনার কারণে গোটা মরসুমই মাঠের বাইরে থাকতে হয়েছিলো তাঁকে। আগামী ২১ মার্চ থেকে শুরু হতে চলা নয়া মরসুমে নতুন দলের জার্সিতে তিনি কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে সকলের।