ipl-2025-lsg-hails-badoni-on-x

IPL 2025: নতুন করে শুরু করতে চায় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। ২০২২ সাল থেকে আইপিএলে (IPL) অংশ নিচ্ছে তারা। প্রথম দুই মরসুমে ট্রফি না জিতলেও পেয়েছিলো প্লে-অফের টিকিট। কিন্তু তৃতীয় বছরে সম্ভব হয় নি সেটাও। টুর্নামেন্টের শুরুটা ভালো করলেও শেষের দিকে একের পর এক হতশ্রী পরাজয় তাদের ঠেলে দিয়েছিলো লীগ তালিকার সপ্তম স্থানে। ২০২৪-এর ব্যর্থতা ভুলে সামনের দিকে তাকাতে চাইছে ফ্র্যাঞ্চাইজি। নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে তারা। আপাতত লক্ষ্য আগামী ২৪ ও ২৫ তারিখের মেগা অকশন। জেড্ডায় শক্তিশালী স্কোয়াড গড়ার সংকল্প নিয়ে নিলামের টেবিলে বসতে চলেছেন গোয়েঙ্কারা। গত তিন বছরের অধিনায়ক কে এল রাহুলকে (KL Rahul) ছেড়ে দেওয়া হয়েছে এবার। তাই নতুন অধিনায়ককেও দ্রুত খুঁজে নিতে হবে তাদের।

Read More: CT 2025: চলবে না কোনো দাদাগিরি, ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ভাবনা আইসিসি’র !!

রাহুলকে সরিয়ে দিয়েছে লক্ষ্ণৌ-

KL Rahul | IPL | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

ফ্র্যাঞ্চাইজির জন্মলগ্ন থেকেই অধিনায়ক হিসেবে ছিলেন কে এল রাহুল(KL Rahul) । পাঞ্জাব কিংস থেকে তাঁকে দলে নিয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। ২০২৩ মরসুমের মাঝপথে চোট পেয়ে ছিটকে যাওয়ায় দল সামলেছিলেন ক্রুণাল পাণ্ডিয়া। কিন্তু ২০২৪-এর আইপিএলে (IPL) ফের রাহুলের কাঁধেই তুলে দেওয়া হয়েছিলো নেতার দায়িত্ব। ট্রফি এনে দিতে পারেন নি তিনি। বরং সুপারজায়ান্টস শিবিরর পারফর্ম্যান্সের গ্রাফ নেমেছিলো তলানিতে। আর ধৈর্য্য ধরতে পারেন নি ফ্র্যাঞ্চাইজি কর্তারা। মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) দেখা গিয়েছিলো হায়দ্রাবাদের মাঠে দাঁড়িয়েই রাহুলকে রীতিমত ধমকাতে। এরপর তিনি আদৌ লক্ষ্ণৌ (LSG) শিবিরে থাকেন কিনা তা নিয়ে গুঞ্জন ছিলো। শেষপর্যন্ত কর্ণাটকের তারকার দলত্যাগের সিদ্ধান্তে সিলমোহর পড়লো রিটেনশন তালিকা প্রকাশের দিন।

বাদোনিকে বড় দায়িত্ব লক্ষ্ণৌ’র-

Ayush Badoni | Image: Getty Images
Ayush Badoni | Image: Getty Images

২০২২ থেকে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) হয়ে আইপিএলে (IPL) অংশ নিচ্ছেন আয়ুষ বাদোনি (Ayush Badoni)। মিডল বা লোয়ার অর্ডারে নেমে ইতিমধ্যেই বেশ কিছু ঝোড়ো ইনিংস খেলেছেন দিল্লীর তরুণ। তাঁর সাম্প্রতিক ফর্ম’ও বেশ ভালো। দিল্লী প্রিমিয়ার লীগে ধুন্ধুমার শতরান করেছেন। এমনকি ভারত-এ দলের হয়ে এমার্জিং এশিয়া কাপেও (Emerging Asia Cup) ব্যাটিং ও ফিল্ডিং-এ নজর কেড়েছেন তিনি। তাঁর উপর বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি। রাহুল বা মার্কাস স্টয়নিসের মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন তারকাদের ছাঁটাই করা হলেও ‘রিটেন’ করা হয়েছে আয়ুষ বাদোনিকে। যেহেতু তিনি আনক্যাপড ক্রিকেটার, সেহেতু খরচ পড়েছে ৪ কোটি টাকা। চলতি রঞ্জি মরসুমে দিল্লী দল অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বাদোনির নাম। তরুণ তুর্কির মুকুটে নতুন পালক যুক্ত হওয়ায় তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি।

দেখুন সেই পোস্ট-

সুপারজায়ান্টসের নেতা হয়ত পুরান-

Nicholas Pooran | IPL | Image: Getty Images
Nicholas Pooran | Image: Getty Images

দুই আনক্যাপড তারকাকে ধরে রেখেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। আয়ুষ বাদোনি (Ayush Badoni) ছাড়াও ৪ কোটি খরচ করেছে মহসীন খানের জন্য। এছাড়া তিনজন ক্যাপড ক্রিকেটারকেও ‘রিটেন’ করা হয়েছে। স্পিনার রবি বিষ্ণোই ও এক্সপ্রেস পেসার মায়াঙ্ক যাদব’কে (Mayank Yadav) যথাক্রমে ১৪ কোটি ও ১১ কোটি টাকা দিচ্চছে লক্ষ্ণৌ, তবে তারা প্রথম রিটেনশন স্লটটি ব্যবহার করেছে ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরানের (Nicholas Pooran) জন্য। ২১ কোটি টাকা পাচ্ছেন তিনি। গত মরসুমে সহ-অধিনায়ক ছিলেন পুরান। কে এল রাহুল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে একটি ম্যাচে কেবল ব্যাট করেছিলেন। তখন সামলেছেন নেতৃত্ব’ও। এবার রাহুল (KL Rahul) সরে যাওয়ায় এবার সম্ভবত তাঁকেই পূর্ণ সময়ের অধিনায়কত্ব দেওয়া হচ্ছে। ইতিপূর্বে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দিয়েছেন পুরান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *