IPL 2025: “বিশ্বাসই হচ্ছে না…” আবেশের অবিশ্বাস্য ওভারে বাজিমাত লক্ষ্ণৌ’র, জেতা ম্যাচ হেরে তোপের মুখে রাজস্থান !! 1

IPL 2025: শেষ ওভারে প্রয়োজন ছিলো ৯ রান। ক্রিজে ছিলেন শিমরণ হেটমায়ার ও ধ্রুব জুরেল। এমতাবস্থায় দশ জনের মধ্যে নয় জনই সম্ভবত চোখ বুজে বলবেন যে সহজেই ম্যাচ পকেটে পুরে ফেলবে রাজস্থান রয়্যালস। কিন্তু ট্রুথ যে সত্যিই স্ট্রেঞ্জার দ্যান ফিকশন তার প্রমাণ ফের একবার আজ পাওয়া গেলো জয়পুরের সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে। আবেশ খানের প্রথম বলটি থেকে এলো ১ রান। পরেরটিতে ২ নেন হেটমায়ার। এত অবধি সব ঠিকই ছিলো। কিন্তু ম্যাচের মোড় ঘুরলো পরবর্তী ডেলিভারিতে। রাজস্থানের ফিনিশারকে আউট করেন লক্ষ্ণৌর ডান হাতি পেসার। তিন বলে প্রয়োজন ছয় রান, বলছিলো সমীকরণ। নিখুঁত নিশানায় রেখে নবাগত ব্যাটার শুভম দুবে’কে তিন রানের বেশী নিতে দেন নি আবেশ। ২ পয়েন্ট যেখানে প্রায় নিশ্চিত দেখাচ্ছিলো সেখানে ২ রানে  হেরে মাঠ ছাড়তে হয় রাজস্থানকে।

Read More: “আজ গোয়েঙ্কার হাত থেকে রেহাই নেই…” রাজস্থানের সামনে ১৮১ রানের লক্ষমাত্রা রাখলো লখনৌ, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

জয়পুরের মাঠে হোমটিমের ইনিংসের শুরুটা কিন্তু হয়েছিলো বেশ ভালো ভাবেই। দুই প্রান্ত থেকেই আগ্রাসন জারি রেখেছিলেন যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। সঞ্জু স্যামসনের বদলি হিসেবে আজ বৈভবকে নামিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। ঝোড়ো ৩৪ রান করে নেটমাধ্যমের চর্চায় জায়গা করে নিলেন বছর ১৪-এর কিশোর। ‘এই অল্প বয়সে এই পরিণতিবোধ সত্যিই দেখা যায় না,’ লিখেছেন এক নেটনাগরিক। ‘অবিশ্বাস্য বললেও কম বলা হবে,’ আইপিএল (IPL) কেরিয়ারের প্রথম বলে বৈভব ছক্কা হাঁকানোয় এমনই প্রতিক্রিয়া দিয়েছেন আরও এক নেটিজেন। অপর প্রান্তে যশস্বী জয়সওয়াল’ও নজর কাড়লেন আজ। তাঁর ব্যাট থেকে এলো ৭৪ রান। ‘আইপিএল যত এগোচ্ছে,ততই ফর্মে ফিরছে যশস্বী। দলের জন্য এটা ভালো বিষয়,’ লিখেছেন এক অনুরাগী। স্কোরবোর্ডে ৮৫ রান তুলেছিলো বৈভব-যশস্বীর ওপেনিং জুটি।

দুই ওপেনার ছাড়া ভালো খেললেন কার্যনির্বাহী অধিনায়ক রিয়ান পরাগ’ও। ৩৯ করেন তিনি। কিন্তু এই তিন জন ছাড়া রাজস্থান ব্যাটিং-এর বাকিটা অন্ধকারময়। নীতিশ রাণা আজ ৮ রান করে ফিরেছেন সাজঘরে। ৬-এর বেশী এগোতে পারেন নি ধ্রুব জুরেল। ৭ বলে ১২ করে গুরুত্বপূর্ণ সময় উইকেট ছুঁড়ে দিয়ে এলেন শিমরণ হেটমায়ারও। মরসুমের শুরুর দিকে নজর কেড়েছিলেন শুভম দুবে। আজ চাপের মুখে ভেঙে পড়তে দেখা গেলো তাঁকেও। ‘এই হার আঘাত দেবে,’ হতাশা স্পষ্ট এক রাজস্থান সমর্থকের ট্যুইটে। ‘বলার কোনো ভাষা নেই। এভাবেও কেউ হারতে পারে তা বিশ্বাসই করা যায় না,’ লিখেছেন আরও একজন। ‘রোজ রোজ হারার নতুন নতুন উপায় খুঁজে বার করে এরা,’ মন্তব্য আরও একজনের। ‘এবারের মত দৌড় শেষ, পরের বারের কথা ভাবা উচিৎ,’ সখেদে জানিয়েছেন অন্য এক নেটনাগরিক।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: মার্করাম-বাদোনির জোড়া অর্ধশতকে রাজস্থানের বিপক্ষে ১৮০ রানে থামলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *