IPL 2025: আইপিএলে (IPL) তিন বছর কাটিয়ে ফেলেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। প্রথম দুই মরসুমে প্লে-অফের ছাড়পত্র আদায় করেছিলো তারা। কিন্তু হারতে হয়েছিলো এলিমিনেটর ম্যাচে। আর তৃতীয় বছরে শুরুটা ভালো করলেও টুর্নামেন্টের ‘বিজনেস এন্ডে’ এসে মুখ থুবড়ে পড়ে দল। লাগাতার বেশ কিছু ম্যাচ হেরে ছিটকে যায় শেষ চারের দৌড় থেকে। শেষ করে লীগ তালিকার সপ্তম স্থানে। সেই ব্যর্থতাকে পিছনে ফেলে সাফল্যের সরণিতে প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়েই ২০২৫ আইপিএলের জন্য দল গড়ার কাজে হাত দেবেন সঞ্জীব গোয়েঙ্কারা (Sanjiv Goenka)। মেগা নিলামের টেবিলে বসার আগেই নিজেদের রিটেনশন তালিকা প্রস্তুত করে ফেলেছে লক্ষ্ণৌ দল। গত তিন বছর অধিনায়ক পদে থাকা কে এল রাহুলের (KL Rahul) সাথে সম্পর্ক তলানিতে টিম ম্যানেজমেন্টের। বাদ পড়ছেন তিনি। বদলে ধরে রাখা হচ্ছে অন্য চারজন’কে।
Read More: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতেই ছাঁটাই হলেন গম্ভীর, রাহুল দ্রাবিড়ের পরম বন্ধু বসলেন কোচের আসনে !!
লক্ষ্ণৌতে ‘রিটেন’ হচ্ছেন চার জন-

২৯ সেপ্টেম্বর রিটেনশন সম্পর্কীত নিয়মাবলী সামনে এনেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। ২০২২ সালে চারজন’কে ধরে রাখার ছাড়পত্র দেওয়া হয়েছিলো। আসন্ন আইপিএলের জন্য সেই সংখ্যাটা বাড়িয়ে করা হয়েছে পাঁচজন। সাথে রিটেনশন স্লটগুলির অর্থমূল্য’ও বেঁধে দেওয়া হয়েছে। প্রথম তিন স্লটের দাম রাখা হয়েছে যথাক্রমে ১৮, ১৪ ও ১১ কোটি। আর বাকি দুটির জন্য দাম রাখা হয়েছে ১৮ ও ১৪ কোটি। তবে মাত্র পাঁচ জন ক্রিকেটারের জন্য ৭৫ কোটি খরচে রাজী নয় কোনো আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিই। তারা মেপে পদক্ষেপ নিতে চাইছে। ব্যতিক্রম নয় লক্ষ্ণৌ’ও (LSG)। রাহুল বাদ পড়ার পর তারা প্রথম রিটেনশন স্লটটি দিতে পারে নিকোলাস পুরান’কে (Nicholas Pooran)। ক্যারিবিয়ান তারকা গত মরসুমে ছিলেন সহ-অধিনায়ক। মিডল অর্ডারে বেশ কিছু ঝোড়ো ইনিংস খেলেছেন। ২০২৫-এ অধিনায়কের ভূমিকাতেও দেখা যেতে পারে তাঁকে।
দ্বিতীয় রিটেনশন স্লট দেওয়া হতে পারে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে (Marcus Stoinis)। তিনিও লক্ষ্ণৌ একাদশের নিয়মিত সদস্য গত তিন বছর ধরে। পারফর্ম্যান্স’ও নজরকাড়া। তৃতীয় রিটেনশন স্লটের ক্ষেত্রে বড়সড় ফাটকা খেলতে পারেন সঞ্জীব গোয়েঙ্কারা। তাঁরা ধরে রাখতে পারেন মায়াঙ্ক যাদব’কে (Mayank Yadav)। এক্সপ্রস গতির কারণে ২০২৪-এর আইপিএলে ঝড় তুলেছিলেন তিনি। সদ্য খেলেছেন জাতীয় দলের হয়ে। ভবিষ্যতে তাঁর তারকা হয়ে ওঠার সম্ভাবনার উপরেই ১১ কোটি টাকা বিনিয়োগ করতে পারে দল। আন্তর্জাতি অভিজ্ঞতাহীন বা আনক্যাপড ক্রিকেটারদের ধরে রাখার জন্য ৪ কোটি খরচ করলেই হবে বলে জানিয়েছে বিসিসিআই। সেই সুযোগের ফায়দা নিতে পারে লক্ষ্ণৌ। সম্প্রতি দিল্লী প্রিমিয়ার লীগ ও এমার্জিং এশিয়া কাপে নজর কাড়া আয়ুষ বাদোনি’কে (Ayush Badoni) ধরে রাখতে পারে তারা।
RTM নিয়েও সিদ্ধান্ত নেওয়ার পথে লক্ষ্ণৌ-

২০২২-এর মেগা নিলামে অনুপস্থিতি ছিলো রাইট টু ম্যাচ বা আরটিএম কার্ড। এই পদ্ধতি ব্যবহার করে কোনো রিলিজ করে দেওয়া ক্রিকেটারকে তাঁর নিলামে পাওয়া দামের সমান অর্থ প্রদান করে ফেরাতে পারে তাঁর পূর্বতন ফ্র্যাঞ্চাইজি। ২০২৫-এ একটি আরটিএম বিকল্প ব্যবহারের সুযোগও দেওয়া হয়েছে আইপিএল দলগুলিকে। সূত্রের খবর যে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস আরটিএম ব্যবহার করতে চায় নবীন উল হকের (Naveen-ul-Haq) জন্য। আফগানিস্তানের পেসার গত দুই মরসুম খেলছেন লক্ষ্ণৌ’র হয়ে। ১৮ ম্যাচে নিয়েছেন ২৫ উইকেট। তাঁর সাথে টিম ম্যানেজমেন্টের সম্পর্ক’ও বেশ ভালো। SA20 লীগেও লক্ষ্ণৌ দলের মালিকানাধীন ডারবান সুপারজায়ান্টসের হয়ে খেলেন তিনি। নবীনের সাথে আইপিএল (IPL) সম্পর্ক অক্ষুণ্ণই রাখতে চাইবেন গোয়েঙ্কারা। ৫০ লক্ষ টাকার চুক্তি রয়েছে তাঁর সাথে। আগামী মরসুমে বেশ খানিকটা বাড়তে পারে দাম।