ipl-2025-lsg-eyeing-nitish-rana

IPL 2025: ২০২৫-এর আইপিএলের (IPL) আগে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ত্যাগ করলেন কে এল রাহুল (KL Rahul)। ২০২২-এ ফ্র্যাঞ্চাইজির জন্মলগ্ন থেকেই স্কোয়াডে ছিলেন কর্ণাটকের ক্রিকেট তারকা। পেয়েছিলেন অধিনায়কত্ব। দ্বিতীয় মরসুমের মাঝপথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে বড়সড় চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিলো তাঁকে। কিন্তু তার পরেও ২০২৪-এ যখন মাঠে ফেরেন তিনি, তখন রাহুলের হাতেই নেতৃত্বের ব্যাটন সঁপে দিয়েছিলো সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজি। থিঙ্কট্যাঙ্কের সাথে অধিনায়কের সম্পর্কের অবনতির ছবিটা সামনে এসেছিলো গত মরসুমের শেষ ভাগে। হায়দ্রাবাদের বিরুদ্ধে পরাজয়ের পর মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) দেখা গিয়েছিলো মাঠে দাঁড়িয়েই রাহুলকে ধমক দিতে। এরপরেই দলত্যাগের গুঞ্জন শুরু হয়। শেষমেশ সত্যি হলো সেই জল্পনাই। রিটেনশন তালিকায় রইলেন না রাহুল।

Read More: “জঘন্য সিদ্ধান্ত ভারতের…” আটে ব্যাটিং সরফরাজের, ক্ষোভ উগড়ে দিলেন সঞ্জয় মঞ্জরেকর, নিশানায় ‘গুরু’ গম্ভীর !!

দল ছাড়ায় রাহুলকে খোঁচা গোয়েঙ্কার-

KL Rahul | IPL | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

মাসখানেক আগে কলকাতায় সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) বাড়িতে এসে বৈঠক সেরেছিলেন কে এল রাহুল (KL Rahul)। তখন সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছিলো যে দুই পক্ষের মধ্যে সম্পর্কের শৈত্য কমেছে খানিকটা। লক্ষ্ণৌ (LSG) রাহুলকে রিটেন করতেও পারে বলে তৈরি হয়েছিলো সম্ভাবনা। কিন্তু তা যে আদৌ সত্যি নয়, তা স্পষ্ট রিটেনশন তালিকায়। ফ্র্যাঞ্চাইজি পরিবর্তে ধরে রেখেছে নিকোলাস পুরান (Nicholas Pooran), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), মায়াঙ্ক যাদব (Mayank Yadav), মহসীন খান (Mohsin Khan) ও আয়ুষ বাদোনিকে (Ayush Badoni)। কেন রইলেন না রাহুল (KL Rahul)? বিশেষজ্ঞমহলের ধারণা যে সেই প্রশ্নের উত্তর রয়েছে গোয়েঙ্কার (Sanjiv Goenka) মন্তব্যেই।

এক সাক্ষাৎকারে শিল্পপতি জানান, “যে সকল খেলোয়াড়রা জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামেন আমরা তাঁদেরই ধরে রাখতে চেয়েছি। যাঁরা ব্যক্তিগত আশা-আকাঙ্ক্ষা’র আগে দল’কে জায়গা দেন, তারা সুযোগ পেয়েছেন। চেষ্টা করেছি ‘কোর’টা যতটা বেশী পারা যায় ধরে রাখার।” কারও নাম উল্লেখ করেন নি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) মালিক। তবে তাঁর নিশানা সদ্যপ্রাক্তন অধিনায়কের দিকেই বলেই মনে করছেন অনেকে। ইতিপূর্বেও রাহুলের স্ট্রাইক রেট নিয়ে কথা উঠেছে। দলের কথা নয়, ব্যক্তিগত মাইলস্টোন মাথায় রেখেই মাঠে নামতেন তিনি, উঠেছে সেই অভিযোগ’ও। গোয়েঙ্কার (Sanjiv Goenka) খোঁচার পর ক্রিকেটমহলে ফের শুরু হয়েছে সেই চর্চাই।

বিকল্প হিসেবে KKR প্রাক্তনীর দিকে নজর-

Nitish Rana | IPL | Image: Getty Images
Nitish Rana | Image: Getty Images

কে এল রাহুলের (KL Rahul) শূন্যস্থান পূরণে উদ্‌গ্রীব লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। সূত্রের খবর যে তারা পাখির চোখ করেছে নীতিশ রাণা’কে (Nitish Rana)। দিল্লীর ক্রিকেটার আইপিএল (IPL) যাত্রাটা শুরু করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। পরে যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে। শেষ সাত বছর খেলেছেন ‘সিটি অফ জয়’-এর ফ্র্যাঞ্চাইজির হয়ে। মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন বাম হাতি ব্যাটার। ২০২৩-এর আইপিএলে (IPL) শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ার পর নীতিশকেই নেতৃত্বের ভার দেওয়া হয়েছিলো নাইটদের তরফে। আগামী মরসুমেও তিনি যে বেগুনি-সোনালী শিবিরে থাকতে চান তার ইঙ্গিত দিয়েছিলেন রাণা। কিন্তু ২০২৫-এ নাইটদের রিটেনশন তালিকায় রাখা হয় নি তাঁকে। ফলে মেগা নিলামের আসরে যোগ দিতে হবে তাঁকে। সেখান থেকেই নীতিশকে দলে নিতে চাইছেন গোয়েঙ্কারা। নতুন অধিনায়ক হওয়ার দৌড়েও তিনি থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

Also Read: IPL 2025: “বিরাট কোহলিকে ভুলে যান…” সঞ্জয় মঞ্জরেকরের মন্তব্য ঝড় তুললো ক্রিকেটমহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *