IPL 2025: ২০২৪-এর আইপিএলে (IPL) আশানুরূপ ফলাফল করতে পারে নি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। ২০২২ ও ২০২৩-এ দু’বার প্লে-অফের গণ্ডী পেরোলেও এবার লীগ তালিকায় সপ্তম স্থানেই শেষ করেছে তারা। শুরুটা ভালো করলেও টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে যেন খেই হারিয়ে ফেলেছিলো লক্ষ্ণৌ। পারফর্ম্যান্স যে আদৌ পছন্দ হয় নি কর্মকর্তাদের, তা বোঝা গিয়েছিলো হায়দ্রাবাদের বিরুদ্ধে ১০ উইকেটের ব্যবধানে হারের পর। অধিনায়ক কে এল রাহুলকে (KL Rahul) সেদিন মাঠে দাঁড়িয়েই রীতিমত ধমক্ দিতে দেখা গিয়েছিলো মালিক সঞ্জীব গোয়েঙ্কা’কে (Sanjiv Goenka)। আদৌ এহেন আচরণ শোভনীয় কিনা তা নিয়ে সেই সময় তৈরি হয়েছিলো বড় বিতর্ক। বিশেষজ্ঞদের অধিকাংশই মনে করেছিলেন যে পরবর্তী আইপিএলে লক্ষ্ণৌ (LSG) ছাড়বেন রাহুল। মেগা অকশনের আগেই চেয়ে নিতে পারেন রিলিজ।
Read More: IPL 2025: লক্ষ্ণৌ’র নেতৃত্ব হারাচ্ছেন KL রাহুল, ‘রিটেনশন’ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সঞ্জীব গোয়েঙ্কার !!
রাহুলকে নিয়ে হেঁয়ালি গোয়েঙ্কা’র-
আজ এক সাংবাদিক বৈঠক ডেকেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মেন্টরের দায়িত্ব তুলে দিলেন জাহির খানের (Zaheer Khan) হাতে। গৌতম গম্ভীর ২০২৪-এর আইপিএলের (IPL) আগে দল ছাড়ার পর এতদিন শূন্যই ছিলো এই পদ। সাংবাদিক সম্মেলনে কে এল রাহুলের (KL Rahul) ভবিষ্যৎ নিয়েও প্রশ্নের সম্মুখীন হতে হয় গোয়েঙ্কাকে। হেঁয়ালি জিইয়ে রাখলেন তিনি। কেবল জানান, “(কে এল) রাহুল সুপারজায়ান্টস পরিবারের এক গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ।” সরাসরি তাঁর দল ছাড়ার গুঞ্জন নিয়েও প্রশ্ন তোলা হয়েছিলো। কৌশলী উত্তর দেন গোয়েঙ্কা। আবারও বলেন, “আমি এইসব জল্পনা নিয়ে কিছু বলতে পারবো না। শুধু বলতে পারি যে রাহুল আমাদের পরিবারের একজন।” সম্প্রতি কলকাতায় দলমালিকের সাথে বৈঠক করেছেন কে এল রাহুল। সংবাদমাধ্যম সূত্রে খবর ‘রিটেনশন’ নিয়ে তাঁকে নিশ্চয়তা দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা।
ক্রুণাল হচ্ছেন পরবর্তী অধিনায়ক-
আপাতত যা খবর তা অনুযায়ী বলা যায় যে আসন্ন আইপিএলে (IPL) অন্তত দল বদলাচ্ছেন না কে এল রাহুল (KL Rahul)। কিন্তু তিনি আদৌ অধিনায়ক পদে থাকবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) আজ অধিনায়কত্ব, রিটেনশন ও রিলিজ নিয়ে প্রশ্ন করা হয়েছিলো। কৌশলে এড়িয়ে গিয়েছেন তিনি। নেতা হিসেবে রাহুলের নাম উচ্চারণ করার পথে হাঁটেন নি তিনি, বরং বলেন, “এখনও রিটেনশন ও নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় রয়েছে।” দিনকয়েক আগে একটি পডকাস্ট অনুষ্ঠানে অমিত মিশ্র (Amit Mishra) জানিয়েছিলেন ২০২৫ মরসুমে ‘উন্নততর’ নেতা’র সন্ধানে থাকবে ফ্র্যাঞ্চাইজি। অভিজ্ঞ লেগস্পিনার যা বলেছিলেন যেন সিলমোহর দিয়ে গেলো সঞ্জীব গোয়েঙ্কার আজকের মন্তব্য।
কে হতে পারেন আগামীর অধিনায়ক? তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটজনতার মধ্যে। দৌড়ে রয়েছে নিকোলাস পুরান (Nicholas Pooran)। ওয়েস্ট ইন্ডিজের তারকা গত মরসুমে ছিলেন সহ-অধিনায়ক। তাঁর পদোন্নতির সম্ভাবনা দেখছেন অনেকে। তবে ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর নেতা হিসেবে তাদের রেডারে রয়েছেন ক্রূণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। ২০২৩ আইপিএল (IPL) মরসুমের মাঝপথে হিপ রিফ্লেক্সর পেশীতে চোট পাওয়ায় ছিটকে গিয়েছিলেন রাহুল (KL Rahul)। তখন বাকি ম্যাচগুলিতে নেতার ভূমিকায় দেখা গিয়েছিলো ক্রুণাল’কে। দল’কে প্লে-অফেও তুলেছিলেন তিনি। আগামী বছর’ও রাহুলকে কেবল ব্যাটিং-এ মনোনিবেশের নির্দেশ দিয়ে বাম হাতি অলরাউন্ডারকেই অধিনায়কত্বের ভার সঁপে দিতে পারে সুপারজায়ান্টস (LSG) শিবির।
Also Read: IPL 2025: ঋষভ পন্থের বিদায়ে কপাল খুললো অভিষেক পোড়েলের, দিল্লীর হয়ে জাত চেনাবেন বঙ্গসন্তান !!