IPL 2025: সতেরো বারের চেষ্টায় আইপিএল (IPL) ট্রফি জেতা সম্ভব হয় নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র (RCB) পক্ষে। চার বার ফাইনাল খেলেও তারা ফিরেছে খালি হাতে। টুর্নামেন্টের আঠারোতম মরসুমে অন্ধকারকে পিছনে ফেলে আলোর সরণিতে জায়গা করে নিতে মরিয়া তারা। নতুন উদ্যমে দলগঠনের কথা ভাবছে তারা। গত বছরের স্কোয়াড থেকে বেঙ্গালুরু (RCB) ধরে রেখেছে মাত্র তিন ক্রিকেটারকে। ২১ কোটি টাকার বিনিময়ে রিটেনড হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। টানা আঠারো মরসুম একই দলের হয়ে খেলার বিরল রেকর্ড গড়তে চলেছেন তিনি। এছাড়া ১১ কোটি টাকার বিনিময়ে ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে রজত পতিদারকে (Rajat Patidar)। আনক্যাপড যশ দয়াল (Yash Dayal) রিটেনড হয়েছেন ৫.৫ কোটি টাকায়। ২০২৫-এর আইপিএলে (IPL) নেতা হিসেবে কে সামলাবেন আরসিবি’র দায়িত্ব? ভাসছে বেশ কিছু সম্ভাবনা।
Read More: ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ জয় শাহের, সচিব পদে এন্ট্রি নিচ্ছেন তাঁরই এক ঘনিষ্ট !!
অধিনায়কত্বে ফিরছেন না বিরাট-
এক দশক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অধিনায়ক হিসেবে ছিলেন বিরাট কোহলি। ২০২২-এর আইপিএল (IPL) শুরুর আগে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি’র (Faf du Plessis) হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিলো। তিন বছর নেতার ভূমিকায় ছিলেন তিনি। এর মধ্যে দুই বার প্লে-অফে দলকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি। ২০২৪-এর টুর্নামেন্টে টানা ছয় ম্যাচ জিতে এক অবিশ্বাস্য কামব্যাক ঘটিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। সেই সাফল্যও এসেছিলো দু প্লেসির (Faf du Plessis) হাত ধরেই। ট্রফি জিততে না পারলেও সমর্থকদের অন্যতম স্মরণীয় তিনটি মরসুম উপহার দিয়েছেন তিনি। ব্যাট হাতেও তাঁর পারফর্ম্যান্স নজর কাড়া। ২০২৩-এ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক’ও হয়েছিলেন। তা সত্ত্বেও ২০২৫-এর আইপিএলের (IPL) জন্য তাঁকে রিটেন করা হয় নি। বিশেষজ্ঞদের ধারণা বয়সই বিরুদ্ধে গিয়েছে তাঁর।
অনেক ভেবেচিন্তেই যে রিটেনশন তালিকা প্রস্তুত করা হয়েছে তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে বেঙ্গালুরু (RCB)। তাদের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার জানিয়েছেন, “ফাফ’কে যে রিটেন করা হবে না সে বিষয়ে আমরা নিঃসন্দেহ ছিলাম। ও গত বছর ও তার আগের বছর অসাধারণ পারফর্ম করেছে। কিন্তু আমরা খোলা মনে নিলামে অংশ নেওয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি।” আগামী বছর যে অধিনায়ক বদলাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তা রিটেনশন তালিকায় ফাফের না থাকা থেকেই পরিষ্কার। ক্রিকেটমহলে আচমকাই জল্পনা শুরু হয়েছিলো যে নেতৃত্বের দায়িত্ব ফের বিরাটের (Virat Kohli) হাতেই সঁপতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। এই খবর প্রকাশ্যে আসার পরেই আনন্দে মেতেছিলেন কোহলি ভক্তরা। কিন্তু হতাশই হতে হলো তাঁদের। এহেন পরিকল্পনা যে আদৌ নেই তা জানা গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স সূত্র মারফত।
নেতা কে? চলছে জল্পনা-
কোহলির (Virat Kohli) উপর অধিনায়কত্বের বাড়তি বোঝা চাপাতে রাজী নয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি (RCB)। ব্যাটার হিসেবে খোলা মনে তাঁকে খেলতে দিতে চায় টিম ম্যানেজমেন্ট। বদলে নতুন কাউকে নেতা হিসেবে সুযোগ দিতে চায় তারা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে বেঙ্গালুরু দল। রিটেনশন তালিকায় রয়েছেন রজত পতিদার (Rajat Patidar)। সম্ভাব্য নেতার তালিকায় রয়েছে তাঁর নাম। এছাড়া নিলাম থেকেও নতুন অধিনায়কের সন্ধান করতে পারে ফ্র্যাঞ্চাইজি। জোর গুঞ্জন যে কে এল রাহুলের জন্য ২৩ এবং ২৪ নভেম্বরের মেগা নিলামে অল-আউট ঝাঁপাতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদি তাঁকে দলে ফেরানো সম্ভব হয় তাহলে ৩২ বর্ষীয় তারকার কাঁধেও চাপানো হতে পারে নেতৃত্বের দায়িত্ব। রাহুলকে (KL Rahul) পেলে কেবল অধিনায়ক নয়, সাথে ওপেনার ও উইকেটরক্ষকের শূন্যতাও দূর হবে বেঙ্গালুরু স্কোয়াডে।
Also Read: IPL 2025: চমক দিলো KKR, আবারও শ্রেয়স আইয়ারের হাতেই যাচ্ছে দলের নেতৃত্বভার !!