ipl-2025-kl-rahul-wont-be-dc-captain

IPL 2025: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL)। শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দশ ফ্র্যাঞ্চাইজিই। ২৪ তারিখ লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে দিল্লী ক্যাপিটালস। গত বার প্লে-অফের কাছাকাছি পৌঁছেও ফিরতে হয়েছে খালি হাতে। এবার সাফল্যের জন্য মরিয়া তারা। বেশ কিছু রদবদল করা হয়েছে দলের অভ্যন্তরে। হেড কোচের পদ থেকে সরানো হয়েছে রিকি পন্টিং-কে। তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন হেমাঙ্গ বাদানী। পালটে গিয়েছে স্কোয়াডের খোলনলচেও। মাত্র পাঁচজনকে রিটেন করেছিলো ক্যাপিটালস (DC) শিবির। বাকিরা সকলেই নতুন মুখ। আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুমে বদলে যাচ্ছে দিল্লী অধিনায়কের নাম’ও। ২০২২ থেকে ২০২৪ অবধি দায়িত্বে ছিলেন ঋষভ পন্থ। এবার কর্মকর্তাদের সাথে বিরোধের কারণে দল ছেড়েছেন তিনি। তাঁর শূন্যস্থানে কাকে বসান কিরণ কুমার গ্রান্ধী, পার্থ জিন্দল’রা আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেটজনতা।

Read More: IPL 2025: এই ৩ টি কারণেই আজিঙ্কা রাহানেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা উচিত !!

শিকে ছিঁড়ছে না রাহুলের ভাগ্যে-

KL Rahul | IPL | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

দিল্লী ক্যাপিটালস (DC) ছেড়ে ২৭ কোটি’র রেকর্ড মূল্যে ঋষভ পন্থ (Rishabh Pant) যোগ দিয়েছেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের। তাঁর হাতেই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। ঋষভের ঠিক উলটো পথে হেঁটেছেন কে এল রাহুল। ২০২২ থেকে লক্ষ্ণৌ’র (LSG) অধিনায়ক ছিলেন তিনি। এবার দল বদলে তিনি যোগ দিয়েছেন দিল্লী’তে। সুপারজায়ান্টস শিবিরে রাহুলের (KL Rahul) ছেড়ে আসা সিংহাসনে যেমন পন্থ বসেছেন তেমন ক্যাপিটালস দলেও ঋষভের উত্তরসূরি কি হবেন কর্ণাটকের তারকা? মেগা নিলামের পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো ক্রিকেটমহলের অলিন্দে। নেতা হিসেবে ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক আঙিনায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে রাহুলকে এগিয়ে রাখছিলেন বিশেষজ্ঞদের অনেকেই। কিন্তু সূত্রের খবর যে দিল্লী কর্মকর্তাদের ভাবনা খানিক আলাদা। তাঁরা অধিনায়ক নয় বরং সাধারণ খেলোয়াড় হিসেবেই চান রাহুলকে।

আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুমে দিল্লী দলের সেনাপতি কে হবেন? ফ্র্যাঞ্চাইজির অন্দরের খবর যে অক্ষর প্যাটেলের উপর আস্থা রাখতে চলেছেন কর্মকর্তারা। ২০১৯ থেকে রাজধানীর দলে রয়েছেন বাম হাতি অলরাউন্ডার। শেষ দুই-তিন মরসুমে স্কোয়াডের অপরিহার্য্য অংশ হয়ে উঠেছেন তিনি। পাওয়ার-প্লে বা ডেথ ওভারে বোলিং করেন অক্ষর (Axar Patel)। নিয়মিত উইকেট তোলার পাশাপাশি অধিকাংশ ম্যাচেই ৮-এর নীচে থাকে তাঁর ইকোনমি রেট। ব্যাট হাতেও দারুণ কার্যকরী তিনি। লোয়ার অর্ডারে নেমে ধুন্ধুমার ফিনিশিং-এর দক্ষতা রয়েছে তাঁর। এমনকি দল চাপে পড়লে ইনিংস গড়ার কারিগর হয়ে উঠতেও দেখা গিয়েছে তাঁকে। গত দুই বছর দিল্লী ক্যাপিটালসের (DC) সহ-অধিনায়ক ছিলেন অক্ষর। ২০২৪-এ স্লো ওভার রেটের কারণে ঋষভ পন্থ আইপিএলের (IPL) একটি ম্যাচে নির্বাসিত হওয়ায় সামলেছেন কার্যনির্বাহী অধিনায়ক পদ’ও। এবার পূর্ণ সময়ের নেতা হতে পারেন তিনি।

দিল্লী দলে যোগ দিলেন কেভিন পিটারসেন-

Kevin Pietersen | Image: Getty Images
Kevin Pietersen | Image: Getty Images

স্কোয়াডের পাশাপাশি কোচিং স্টাফে একঝাঁক পরিবর্তন করেছে দিল্লী ক্যাপিটালস। হেড কোচ পদ থেকে সরানো হয়েছে রিকি পন্টিং-কে। তাঁর বদলে দায়িত্ব নিয়েছেন হেমাঙ্গ বাদানী। সহকারী কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন ইংল্যান্ড কোচ ম্যাথু মট’কে। নয়া বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন মুনাফ প্যাটেলে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে দিল্লী’র পুরুষ দলের ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদে বসানো হয়েছে বেণুগোপাল রাও’কে। আইপিএল(IPL) মরসুম শুরুর আগে আরও বাড়লো দিল্লী ডাগ-আউটের স্টার পাওয়ার। ইংল্যান্ড কিংবদন্তি কেভিন পিটারসেনকে (Kevin Pietersen) মেন্টর হিসেবে নিয়োগ করলো ফ্র্যাঞ্চাইজি। দিল্লীর হয়ে এর আগে আইপিএল খেলেছেন ৪৪ বর্ষীয় তারকা। সামলেছেন অধিনায়কত্ব’ও। “এটা একটা দুর্দান্ত সুযোগ। স্কোয়াডের সাথে যোগ দিতে মুখিয়ে রয়েছি। সেরার শিরোপা জিততে যথাসাধ্য পরিশ্রম করবো,” নতুন দায়িত্ব পেয়ে জানিয়েছেন পিটারসেন।

Also Read: IPL 2025: এই ৩ টি কারণেই আজিঙ্কা রাহানেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা উচিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *