IPL 2025: আইপিএলের (IPL) আসরে দিল্লী’র জয়যাত্রা অব্যাহত। লক্ষ্ণৌ ও হায়দ্রাবাদের পর চেন্নাইকেও হারিয়ে লীগ টেবিলের শীর্ষে চলে গেলো তারা। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় ক্যাপিটালস শিবির। ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক যখন সাজঘরে ফেরেন তখন স্কোরবোর্ডে শূন্য রান। এরপর অভিষেক পোড়েল, কে এল রাহুলদের সৌজন্যে ঘুরে দাঁড়ায় তারা। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে আজ দ্বিতীয় ম্যাচ খেললেন রাহুল (KL Rahul)। করেন অনবদ্য অর্ধশতক। ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সৌজন্যে তাঁর ব্যাট থেকে আসে ৭৭ রান। মূলত তাঁর সৌজন্যেই স্কোর পৌঁছায় ১৮৩’তে। রান তাড়া করতে নেমে চেন্নাইকে থামতে হয় ১৫৮ রানে। কাজে আসে নি বিজয় শঙ্করের অপরাজিত ৬৯ বা ধোনির ৩০*। দুর্দান্ত ইনিংসের জন্য আজ ম্যাচের সেরার পুরষ্কার পেয়েছেন কর্ণাটকের রাহুল’ই। ২৫ রানের ব্যবধানে দল জেতার তৃপ্ত তিনি, খুশি নিজের খেলা নিয়েও।
Read More: IPL 2025, CSK vs DC HIGHLIGHTS: ১৫ বছর পর চেন্নাইকে চেপকে পরাস্ত করলো দিল্লি, জয়ের হ্যাটট্রিক করে পৌঁছে গেল পয়েন্ট তালিকার শীর্ষে !!
দিল্লীর হয়ে গত ম্যাচে তাঁকে দেখা গিয়েছিলো চার নম্বরে। কিন্তু আজ ফাফ দু প্লেসি ছিটকে যাওয়ায় ওপেন করতে নামেন রাহুল। ব্যাটিং অর্ডারে বারবার ওঠানামা অভ্যাস হয়ে গিয়েছে, খেলা শেষে সাক্ষাৎকারে জানালেন তিনি। দীপ দাশগুপ্তকে তিনি বলেন, “আমি আইপিএল শুরুর আগে টপ-অর্ডারে খেলার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। কোচের অনুরোধে চারে খেলতে রাজী হই। আজ উপরের দিকে খেলার সুযোগ পেয়ে আমি খুশি।” সাফল্যের নেপথ্য কাহিনী আজ জানিয়েছেন রাহুল। বলেন, “বিষয়টি অনেকটাই মানসিক। একটা নির্দিষ্ট পরিস্থিতিতে মাঠে নেমে মানিয়ে নিতে হয়। যেহেতু আমি ব্যাটিং অর্ডারে বারবার ওঠানামা করছি, সেহেতু মাঠে নামার পর ধাতস্থ হতে খানিক সময় লাগে। প্রথম বল থেকে আক্রমণে কি করে যাওয়া যায় তা নিয়ে আমি অনুশীলন করছি। ঐ প্রাথমিক পর্যায়টা কেটে গেলে তো কেবল ব্যাট আর বলের খেলা।”
আজকের ইনিংস বিশ্লেষণ করতে বসে রাহুলের মন্তব্য, “শুরুটা বেশ ভালো হয়েছিলো। মাঝের দিকটা একটু নড়বড়ে ছিলো। কিন্তু আমি সৌভাগ্যবান যে বেশ কয়েকটা ভালো পার্টনারশিপ গড়তে পেরেছিলাম।” চাপের মুখে যেভাবে প্রত্যাঘাতের পথে হেঁটেছিলেন তরুণ অভিষেক পোড়েল, তার প্রশংসা করেছেন তারকা ক্রিকেটার। বলেন, “ওর ঐ দ্রুত ২০-২৫ রানটাই খেলাটা তৈরি করে দিয়েছিলো। টি-২০ এখন এমনই বদলে গিয়েছে। অক্ষর (প্যাটেল) ও (অভিষেক) পোড়েলের সাথে দুটো জুটি গড়েছিলাম। নিজেকে খানিকটা সময় দিয়েছিলাম। ১১ ওভার পেরোনোর পর জানতাম যে এবার কয়েকজন বোলারকে নিশানা করতেই হবে।” চেন্নাইয়ের গরমে লম্বা ইনিংস খেলে ক্লান্ত হয়ে পড়েছিলেন, সাক্ষাৎকারে স্বীকার করে নেন রাহুল। তাঁর অকপট স্বীকারোক্তি, “শেষের দিকে অন্তত ১৫-২০ রান করতে পারি নি। সেগুলো পরের খেলার জন্য তোলা রইলো।”
Also Read: IPL 2025 CSK vs DC: দিল্লীর রথের চাকায় চূর্ণ চেন্নাই, টানা তৃতীয় ম্যাচ জিতে লীগ শীর্ষে ক্যাপিটালস শিবির !!