ipl-2025-kl-rahul-to-earn-big-in-auction-predicts-aakash-chopra

IPL 2025: এগিয়ে আসছে আইপিএল (IPL)। ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের অষ্টাদশ মরসুম শুরুর আগে রয়েছে মেগা নিলাম। যা আকর্ষণ বাড়াচ্ছে টুর্নামেন্টের। নিলামের আগে রিলিজ ও রিটেনশন সংক্রান্ত নিয়ম নিয়ে কৌতূহল ছিলো ক্রিকেটজনতার মধ্যে। ৩১ জুলাই মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে সেসব নিয়ে দশ ফ্র্যাঞ্চাইজির সাথে আলোচনা হয় কর্মকর্তাদের। এর প্রায় দুই মাস পর বিজ্ঞপ্তি প্রকাশ করে রিলিজ, রিটেনশন ও নিলামের যাবতীয় নিয়মবিধি সামনে এনেছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা।

Read More: ম্যাচ ফিক্সিং-এর দায়ে অভিযুক্ত ক্রিকেটার, কড়া শাস্তি দিলো আইসিসি !!

২০২২-এ চারটি রিটেনশন স্লট ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছিলো। আর এবারের মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে ছয়জনকে ধরে রাখার সুযোগ করে দেওয়া হয়েছে। পাঁচটি রিটেনশন স্লট থাকছে। সাথে একটি রাইট টু ম্যাচ কার্ড’ও ব্যবহার করতে পারবে দলগুলি।

IPL Auction | Image: Getty Images
IPL Auction | Image: Getty Images

রিটেনশন স্লটগুলির মূল্যমান’ও নির্ধারণ করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। প্রথম তিনটি রিটেনশনের ক্ষেত্রে কোনো দলকে খরচ করতে হবে যথাক্রমে ১৮, ১৪ ও ১১ কোটি টাকা। চতুর্থ ও পঞ্চম রিটেনশনের জন্য দাম রাখা হয়েছে ১৮ ও ১৪ কোটি। সম্পূর্ণ স্কোয়াড গঠনের জন্য ফ্র্যঞ্চাইজিগুলি ১২০ কোটি টাকা অবধি ব্যবহার করতে পারে বলে জানানো হয়েছে।

Ben Stokes | Image: Getty Images
Ben Stokes | Image: Getty Images

এবারই প্রথমবার ক্রিকেটারদের জন্য শাস্তির নিয়ম এনেছে বিসিসিআই (BCCI)। নিলামে দল পাওয়ার পর উপযুক্ত কারণ ছাড়াই যদি কেউ সরে দাঁড়ান সেক্ষেত্রে সেই ক্রিকেটারকে দুই বছরের জন্য নির্বাসিত করা হবে বলে জানানো হয়েছে। ঐ সময়ে আইপিএলের (IPL) নিলামে সংশ্লিষ্ট ক্রিকেটার আর অংশ নিতে পারবেন না। এর আগে জেসন রয়, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুকের মত তারকা এভাবে আচমকা সরে দাঁড়ানোয় সমস্যায় পড়েছিলো ফ্র্যাঞ্চাইজিগুলো। তা রুখতেই এহেন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

ফেরানো হয়েছে পুরনো নিয়ম। কোনো ক্রিকেটার যদি পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকেন, অথবা সেই সময়কালের মধ্যে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তির অন্তর্গত না থাকেন তাহলে তাঁকে ধরা যাবে আনক্যাপড ক্রিকেটার হিসেবে। সর্বোচ্চ দু’জন আনক্যাপড খেলোয়াড়কে দলগুলি ‘রিটেন’ করতে পারবে। ৪ কোটি টাকা রিটেনশনের মূল্য বেঁধে দিয়েছে বোর্ড।

Asutosh Sharma | Image: Getty Images
Asutosh Sharma | Image: Getty Images

এইবারই প্রথম ম্যাচ ফি থাকছে আইপিএলে (IPL)। ম্যাচ প্রতি ৭,৫ লক্ষ টাকা করে পাবেন ক্রিকেটাররা। ২০২৭-এর আইপিএল (IPL) অবধি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম’ও ধরে রাখা হবে বলে জানানো হয়েছে।

Mitchell Starc | Image: Getty Images
Mitchell Starc | Image: Getty Images

আসন্ন আইপিএল নিলামে বিদেশী ক্রিকেটারদের মূল্য নির্ধারিত হবে ভারতীয় ক্রিকেটারদের প্রাপ্ত অর্থের দ্বারা। সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ভারতীয় ক্রিকেটারের চেয়ে বেশী দাম পেতে পারবেন না বিদেশী ক্রিকেটাররা। কোনো বিদেশী খেলোয়াড় নিলামে বেশী দামে বিক্রি হলে ফ্র্যাঞ্চাইজির অকশন পার্স থেকে সেই পরিমাণ টাকা কাটা হবে ঠিকই, কিন্তু সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ভারতীয় ক্রিকেটারের সাথে সমান বেতন পাবেন তিনি। অতিরিক্ত অর্থ ব্যবহৃত হবে পরিকাঠামো উন্নতিকল্পে।

Rohit Sharma and Suryakumar Yadav | IPL | Image: Getty Images
Rohit Sharma and Suryakumar Yadav | Image: Getty Images

এবারের আইপিএলের (IPL) মেগা নিলাম নিয়ে আগ্রহ বেড়েছে তারকাদের দলবদলের সম্ভাবনায়। শোনা যাচ্ছে রোহিত শর্মা (Rohit Sharma), সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) মত সুপারস্টারেরাও নাম লেখাতে পারেন নিলামে। তাঁদের নিয়ে দড়ি-টানাটানিতে অংশ নিতে পারে অনেকগুলি দল।

Kl Rahul | Image: Getty Images
Kl Rahul | Image: Getty Images

তবে নিলামে কে এল রাহুল (KL Rahul) বাজিমাত করতে পারেন বলে জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া (Aakash Chopra)। এই মুহূর্তে রাহুল রয়েছেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে (LSG)। কিন্তু ২০২৪-এর আইপিএল চলাকালীন হায়দ্রাবাদের মাঠে দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা’কে দেখা যায় রাহুলকে রীতিমত ধমকাতে। এই ঘটনার পর সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজিতে আর ‘অপমানিত’ তারকা থাকবেন না বলে জল্পনা। লক্ষ্ণৌ দলকে আকাশের পরামর্শ, কোনো মূল্যেই যেন ছাড়া না হয় রাহুলকে। যদি তাঁকে রিটেন না করা হয় তাহলে ১৮ কোটি (প্রথম রিটেনশনের মূল্য) টাকার অনেক বেশী অর্থে নতুন দলে তিনি যোগ দেবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন আকাশ।

Also Read: IPL 2025: ‘শাঁখের করাত’ হয়ে দাঁড়িয়েছেন রিঙ্কু সিং, ফিনিশার’কে নিয়ে চিন্তায় নাইট রাইডার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *