IPL 2025: অনবদ্য শতরান কে এল রাহুলের, গুজরাতের বিপক্ষে দিল্লীর স্কোরবোর্ডে ১৯৯ রান !! 1

IPL 2025: আজ অরুণ জেটলি স্টেডিয়ামে সম্মুখসমরে দিল্লী ক্যাপিটালস ও গুজরাত টাইটান্স (DC vs GT)। টসের মুদ্রা পড়েছিলো অ্যাওয়ে টিমের পক্ষেই। প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন শুভমান গিল। ফাফ দু প্লেসি খেলবেন কিনা তা নিয়ে জল্পনা ছিলো। শেষমেশ মাঠে নামেন দক্ষিণ আফ্রিকান তারকা। তবে দিল্লীর হয়ে ওপেন করতে নেমে বেশীদূর এগোতে পারেন নি তিনি। এরপর অভিষেক পোড়েলকে সাথে নিয়ে ইনিংসকে বেশ খানিকটা এগিয়ে নিয়ে যান কে এল রাহুল। ওপেন করতে নেমে আজ রীতিমত অদম্য তিনি। অপরপ্রান্তে পোড়েল, অক্ষর প্যাটেলরা ফিরে গেলেও শেষ অবধি অপরাজিত থাকলেন কর্ণাটকের তারকা। করলেন আইপিএল (IPL) কেরিয়ারের পঞ্চম শতরান। মূলত তাঁর ব্যাটে ভর দিয়েই নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান স্কোরবোর্ডে তুলে ফেললো ক্যাপিটালস শিবির। ট্রিস্টান স্টাবসের ঝুলিতে ২১*।

Read More: IPL 2025: “নেহালের তোপে রাজস্থান বেহাল…” পাঞ্জাবের স্কোরবোর্ডে ২১৯ রান, শ্রেয়সদেরই এগিয়ে রাখছে নেটমাধ্যম !!

আরও একবার জাত চেনালেন রাহুল-

KL Rahul | IPL | Image: Getty Images
KL Rahul | IPL | Image: Getty Images

ইনিংসের শুরুতে বেশ বেকায়দায় ছিলো দিল্লী (DC)। সিরাজ-আর্শাদ খানদের বিরুদ্ধে নড়বড়ে দেখাচ্ছিলো ফাফ দু প্লেসি’কে। দক্ষিণ আফ্রিকান তারকা বেশীক্ষণ টিকতেও পারেন নি ক্রিজে। ১০ বল খেলে মাত্র ৫ করেই ফেরেন সাজঘরে। আর্শাদ খানের বলে মহম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে বসেছিলেন তিনি। ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারানো দিল্লী’কে এরপর লড়াইতে টিকিয়ে রাখে কে এল রাহুলের (KL Rahul) চওড়া ব্যাট। ব্যাকফুট পাঞ্চে কভার অঞ্চল দিয়ে একটি দুরন্ত বাউন্ডারি হাঁকিয়ে শুরুতেই ঝড়ের আভাস দিয়েছিলেন তিনি। এরপর ইনিংস যত এগোলো ততই বাইশ গজে জাঁকিয়ে বসতে দেখা গেলো তাঁকে। বাউন্ডারি হাঁকিয়ে সম্পূর্ণ করতেন অর্ধশতক। আইপিএল (IPL) কেরিয়ারের পঞ্চম শতরানটিও তিনি করলেন বাউন্ডারির সাহায্যেই। শেষমেশ ৬৫ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন তিনি। মারেন ১৪টি চার ও ৪টি ছক্কা।

রাহুলের (KL Rahul) সাথে জুটি বেঁধে ৯০ রান দিল্লীর স্কোরবোর্ডে যোগ করেন বাংলার অভিষেক পোড়েল (Abishek Porel)। সাই কিশোরের বলে ৯৮ মিটার লম্বা একটি দুর্দান্ত ছক্কা হাঁকান তিনি। মাঠের বাইরে আছড়ে ফেলেন কাগিসো রাবাডাকেও। তবে অফস্টাম্পের বাইরের বলে কাট মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন তিনি। ১৯ বলে ৩০ করেই থামতে হয় তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে। অভিষেক আজ মেরেছেন ৩টি ছক্কা ও ১টি বাউন্ডারি। কার্যকরী ইনিংস অধিনায়ক অক্ষর প্যাটেলেরও। ২টি চার ও ১টি ছক্কার (Tristan Stubbs) সাহায্যে ১৬ বলে ২৫ করে প্রসিদ্ধ কৃষ্ণার শিকার হন তিনি। ডেথ ওভারে ধুন্ধুমার ক্যামিও দক্ষিণ আফ্রিকান ‘ফিনিশার’ ট্রিস্টান স্টাবসের। মাত্র ১০ বলে ২১* রান করে দিল্লীকে দুশো’র দোরগোড়ায় পৌঁছে দেন তিনি।

সোনার সুযোগ গুজরাতের সামনে-

KL Rahul and Tristan Stubbs | IPL | Image: Getty Images
KL Rahul and Tristan Stubbs | IPL | Image: Getty Images

সামনে লক্ষ্য ২০০ রান হলেও গুজরাতের দুর্ধর্ষ ছন্দে থাকা ব্যাটিং ব্রিগেডের জন্য তা যথেষ্ট কিনা তা নিয়ে সংশয় থাকছেই। কমলা টুপির দৌড়ে উপরের দিকে রয়েছেন সাই সুদর্শন, শুভমান গিল ও জস বাটলার। এছাড়াও মিডল অর্ডারে রয়েছেন শাহরুখ খান, আর্শাদ খানদের মত বিগ হিটার। এছাড়াও লোয়ার অর্ডারে রয়েছেন রাহুল তেওয়াটিয়া ও রশিদ খান’ও। মিচেল স্টার্কহীন দিল্লী গুজরাতের (GT) বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ গড়ে তোলে সেদিকে নজর থাকবে। গতকাল সংযুক্ত আরব আমিরশাহীতে বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। আজ ভারতে এসেই দিল্লীর হয়ে মাঠে নেমে পড়েছেন তিনি। গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তাঁকে। আজ যদি গুজরাত জেতে তাহলে শুভমান গিলদের পাশাপাশি শেষ চারের যোগ্যতা অর্জন করবে বেঙ্গালুরু ও পাঞ্জাব’ও। আর দিল্লী জিতলে শেষ চারের ছাড়পত্র নিশ্চিত হবে না কারও।

Also Read: IPL 2025: এই ৩ ক্রিকেটার‌ ডুবিয়েছেন KKR’কে, প্লে অফে পৌঁছাতে পারলো না নাইটরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *