ipl-2025-kl-rahul-kohli-altercation

IPL 2025: অরুণ জেটলি স্টেডিয়ামে চলছে দিল্লী ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (DC vs RCB) ম্যাচ। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাটিদার। ভুবনেশ্বর-জশ হ্যাজেলউডদের দাপটে দিল্লীর ইনিংস থেমেছে ১৬২ তে। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয় নি বেঙ্গালুরুর। ফিল সল্টের বদলি জেকব বেথেল ফেরেন শুরুতেই। আজ খাতাই খুলতে পারেন নি দেবদত্ত পাডিক্কাল। ৬ বলে ৬-এর বেশী এগোতে পারেন নি অধিনায়ক রজত পাটিদারও। ২৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসা বেঙ্গালুরু রীতিমত ধুঁকছিলো একটা সময়। কঠিন পরিস্থিতি থেকে তাদের লড়াইতে ফেরান ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। এতদিন বল হাতে কার্যকরী ভূমিকা নিলেও ব্যাটে বিশেষ রান পাচ্ছিলেন না। আজ অনবদ্য ইনিংস তাঁর। পঞ্চাশের গণ্ডি পেরোন বিরাট কোহলি’ও (Virat Kohli)।

Read More: “তার জন্য আমরা হৃদয়..”, সারা তেন্ডুলকারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে এবার নীরবতা ভাঙলেন শুভমান গিল !!

জমজমাট ম্যাচের উত্তেজনা খানিক বাড়লো কোহলি (Virat Kohli) বনাম কে এল রাহুল দ্বন্দ্বে। বেঙ্গালুরু ইনিংস চলাকালীন হঠাৎই উত্তেজিত হয়ে দিল্লী উইকেটরক্ষক রাহুলকে কিছু বলেন বিরাট। মাঠে সাধারণত মেজাজ হারান না রাহুল। কিন্তু আজ কর্ণাটকের তারকাও প্রত্যুত্তর দেন আরসিবি সুপারস্টারকে। এরপর বেশ কিছুক্ষণ চলে কথা কাটাকাটি। পরে কোহলি ফের স্টান্স নিলেও গোটা বিষয়টি যে মোটেও রাহুলের (KL Rahul) মনঃপুত হয় নি তা বোঝা গিয়েছে তাঁর শরীরী ভাষাতে। তিনি স্টাম্পের পিছনে নতুন করে পজিশন নেন উইকেটরক্ষক হিসেবে। দিনকয়েক আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লীকে জিতিয়ে আগ্রাসী সেলিব্রেশন করেছিলেন কে এল রাহুল। মাঠে ব্যাট স্থাপন করে বুঝিয়েছিলেন ‘এটা আমার জমি।’ আজ বিরাট তারই পালটা দিলেন কিনা সে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে গুঞ্জন।

দেখুন ঘটনার ভিডিও-

চলতি আইপিএলের (IPL) ষষ্ঠ অর্ধশতরানটি আজ এলো কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। টি-২০ কেরিয়ারের মন্থরতম হাফ সেঞ্চুরু করলেন তিনি। কিন্তু পরিস্থিতির নিরিখে ইনিংসটিকে যথেষ্ট কার্যকরী তকমা দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কুরণাল পাণ্ডিয়াকে আগ্রাসী ব্যাটিং-এর স্বাধীনতা দিয়ে নিজে ‘অ্যাঙ্কর’-এর ভূমিকা পালন করেন বিরাট। গত বছর ৭৪১ রান করে আইপিএলের কমলা টুপি জিতেছিলেন তিনি। এবার শুরুর কয়েকটি ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উপরের দিকে ছিলেন না আরসিবি সুপারস্টার। এগিয়ে গিয়েছিলেন নিকোলাস পুরান, সাই সুদর্শন’রা। কিন্তু গত কয়েকটি ম্যাচে পরপর অনবদ্য সব ইনিংস খেলে ফের দৌড়ে সামিল হয়েছেন বিরাট। আজকের প্রথম ম্যাচে ৫৪ করে কমলা টুপির মালিক হয়েছিলেন সূর্যকুমার যাদব। কোটলাতে ৫১ করে তাঁর থেকে তা ছিনিয়ে নিলেন বিরাট।

Also Read: IPL 2025: ওয়াংখেড়েতে বুমরাহ বিক্রম, লক্ষ্ণৌকে হারিয়ে লীগ টেবিলে লম্বা লাফ মুম্বই ইন্ডিয়ান্সের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *