IPL 2025 KKR vs SRH Match Preview: ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া কলকাতা, পরিসংখ্যানে এগিয়ে থেকে এই দল মারবে বাজি !! 1

IPL 2025: চলতি আইপিএলের ১৫ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad) বিপক্ষে মাঠে নামবে। গত বছর আইপিএলের ফাইনালে এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। অন্যদিকে এই বছর উদ্বোধনী ম্যাচে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে ৭ উইকেটে হারের সম্মুখীন হয়েছিল। দ্বিতীয় ম্যাচে নাইট বাহিনী রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নিলেও মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে শেষ ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় একেবারে নিচে চলে গেছে। অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিল। কিন্তু বর্তমানে দিল্লি ক্যাপিটালস (DC) এবং লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছে প্যাট কামিন্সের দল‌।

Read More: IPL 2025: ওয়াংখেড়েতে চরম হয়রানির শিকার নাইট সমর্থকেরা, নিন্দার ঝড় ক্রিকেটমহলে !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

IPL 2025 KKR vs SRH Match Preview: ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া কলকাতা, পরিসংখ্যানে এগিয়ে থেকে এই দল মারবে বাজি !! 2
KKR vs SRH | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)

ম্যাচ নং- ১৫

তারিখ- ০৩/০৪/২০২৫

ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)

ইডেন গার্ডেন্সের পিচ রিপোর্ট-

IPL 2025 KKR vs SRH Match Preview: ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া কলকাতা, পরিসংখ্যানে এগিয়ে থেকে এই দল মারবে বাজি !! 3
Eden Gardens | Image: Getty Images

ইডেন গার্ডেন্সের পিচের পৃষ্ঠ সমতল এবং এই পিচ থেকে নিখুঁত বাউন্স পাওয়া যায়। ফলে ব্যাটসম্যানরা বড়ো ইনিংস গড়ার জন্য বিশেষ সাহায্য পেয়ে থাকেন। তবে সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পিনাররা প্রভাব বিস্তার করতে পারেন। এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (KKR vs RCB) উদ্বোধনী ম্যাচ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ইনিংসে ব্যাটিং করে কলকাতা ১৭৪ রান সংগ্রহ করেছিল। বেঙ্গালুরু এই রান তাড়া করে ১৬.২ ওভারেই জয় তুলে নেয়। আইপিএলে এই মাঠে এখনও পর্যন্ত ৯৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৩৮ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৫৬ বার জয়লাভ করেছে। এই মাঠে প্রথম ইনিংসের গড় রান ১৬৬।

Also Read: “যখন গরিব ছিল তখন ভালো ছিলো…” আইপিলের মঞ্চে চূড়ান্ত ভাবে ব্যার্থ রিংকু সিং, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস-

IPL 2025 KKR vs SRH Match Preview: ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া কলকাতা, পরিসংখ্যানে এগিয়ে থেকে এই দল মারবে বাজি !! 4
Image: Google Weather

বৃহস্পতিবার কলকাতার আকাশ সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সন্ধ্যার সময় ম্যাচ চলাকালীনও আকাশে মেঘ দেখা যাবে। তবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু গরম ক্রিকেটারদের সমস্যায় ফেলতে পারে। দিনের বেলায় কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্ৰি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচ চলাকালীন তাপমাত্রা থাকবে গড়ে ৩২ ডিগ্ৰি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬১ শতাংশ। বাতাস বইবে গড়ে ঘন্টায় ১৪ কিমি বেগে।

KKR vs SRH হেড টু হেড-

IPL 2025 KKR vs SRH Match Preview: ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া কলকাতা, পরিসংখ্যানে এগিয়ে থেকে এই দল মারবে বাজি !! 5
KKR vs SRH | Image: Getty Images

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দুই দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ২৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তারমধ্যে ১৯ বার কলকাতা এবং ৯ বার হায়দ্রাবাদ জয়লাভ করেছে।

মোট ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছে
২৮ ১৯

KKR vs SRH লাইভ স্ট্রিমিং-

বৃহস্পতিবার এই বছর আইপিএলের ১৫ তম গুরুত্বপূর্ণ ম্যাচটি টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত করা হবে। এছাড়াও কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটি অনলাইনে জিওহটস্টারের ওয়েবসাইট এবং অ্যাপে সরাসরি দেখা যাবে।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IPL 2025 KKR vs SRH Match Preview: ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া কলকাতা, পরিসংখ্যানে এগিয়ে থেকে এই দল মারবে বাজি !! 6
KKR vs SRH | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স

কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, আজিঙ্কা রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

ইম্প্যাক্ট প্লেয়ার- বৈভব অরোরা/মণীশ পান্ডে

সানরাইজার্স হায়দ্রাবাদ

ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতিশ কুমার রেড্ডি, অনিকেত বর্মা, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), উয়ান মুল্ডার, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি

ইম্প্যাক্ট প্লেয়ার- অ্যাডাম জাম্পা/শচীন বেবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *