IPL 2025, KKR vs SRH HIGHLIGHTS: ব্যাট-বলে অনবদ্য লড়াই রাহানেদের, দাপটের সঙ্গে সানরাইজার্সকে নাস্তানাবুদ করলো নাইট রাইডার্স !! 1

IPL 2025: মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে একতরফা পরাজয়ের পর ঘুরে দাঁড়ালো কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৮০ রানে দুর্দান্ত একটি জয় সুনিশ্চিত করল কলকাতা শিবির। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ৬ উইকেটে ২০০ রান বানায় কলকাতা নাইট রাইডার্স। রান তাড়া করতে গিয়ে ১২০ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ।

শুরুতেই ২ উইকেট হারায় কলকাতা

Ipl 2025
Pat Cummins and Co | Image: Getty Images

প্রথমে ব্যাটিং করতে এসে তিন ওভারের মধ্যে এই দুটি উইকেট হারিয়ে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১ রান বানিয়ে ক্যাপ্টেন প্যাট কামিন্স-এর বলে উইকেট হারিয়ে ফেলেন কুইন্টন ডি কক। পরের ওভারেই মোহাম্মদ শামির দুর্দান্ত বলে প্যাভিলিয়নের ফিরতে হয় সুনীল নারিনকে। আবার একবার কলকাতার ওপেনিং জুটি বড় রান বানাতে ব্যর্থ হয়েছে। ১৬ রানের মাথায় দুটি উইকেট হারিয়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স।

Read More: IPL 2025: সানরাইজার্সের বিরুদ্ধে ব্যাটে-বলে অনবদ্য নাইট রাইডার্স, ৮০ রানের ব্যবধানে এলো দুরন্ত জয় !!

রাহানে-রঘুবংশীর ব্যাটিংয়ে ম্যাচে ফেরে কলকাতা

দ্রুত দুটো উইকেট হারানোর পর কলকাতা দলের পুরোপুরি দায়িত্ব চলে আসে অজিঙ্কা রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশীর কাঁধে। পাওয়ারপ্লের ভিতরে আর কোনো উইকেট হারায়নি কলকাতা। দুই উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে ৫৩ রান বানিয়েছিল নাইট শিবির।

৮১ রানের পার্টনারশিপ হয় রাহানে ও রঘুবংশীর

IPL 2025, KKR vs SRH HIGHLIGHTS: ব্যাট-বলে অনবদ্য লড়াই রাহানেদের, দাপটের সঙ্গে সানরাইজার্সকে নাস্তানাবুদ করলো নাইট রাইডার্স !! 2
Ajinkya Rahane and Angkrish Raghuvanshi | Image: Getty Images

কঠিন সময়ে ছন্দ দেখালেন রঘুবংশী এবং রাহানে দুজনেই। ব্যাট হাতে রঘুবংশী এই মৌসুমের তার প্রথম অর্ধশতরানের ইনিংসটি খেললেন। ব্যাট হাতে তিনি ৩২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন এবং ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ব্যাট থেকে এসেছিল ২৭ বলে ৩৮ রান। দুই তারকার মধ্যে মাত্র ৫১ বলে ৮১ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল যা দলের ভীত গড়তে সাহায্য করেছিল।

ফর্মে ফিরলেন ভেঙ্কটেশ

Venkatesh Iyer, ipl 2025
Venkatesh Iyer | Image: Getty Images

মধ্য ওভারে আবার পরস্পর দুইটি উইকেট হারায় কলকাতা ১০৬ রানে চতুর্থ উইকেটের পতন হয় নাইট রাইডার্স এর এবার ব্যাটিং করতে এসেছিলেন ভেঙ্কটেশ আইআর ও রিঙ্কু সিং দুজনেই এই টুর্নামেন্টে ছন্দ ছাড়া ছিলেন। বেঙ্গালুরু এবং মুম্বাই এর বিরুদ্ধে ব্যাট হাতে তুলনামূলক ব্যর্থ হয়েছিলেন দুজনেই যার পর থেকে নাইট রাইডার্স দলে তাদের টিকে থাকা নিয়ে বেশ প্রশ্ন উঠতে শুরু হয়েছিল অবশেষে আজ তার যোগ্য জবাব দিলেন দুজনেই শেষের দিকে চেনা ছন্দে ব্যাটিং করতে দেখা গিয়েছে আইয়ার এবং রিংকু দুজনকেই।

অর্ধশতরানের ইনিংস খেলেন আইআর

নিজের নামের প্রতি সুবিচার করলেন ভেঙ্কটেশ আইয়ার, ব্যাট হাতে দুরন্ত প্রদর্শন দেখিয়েছেন তিনি। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে এবারের আইপিএল নিলামে ভেঙ্কটেশকে দলে শামিল করেছিল নাইট রাইডার্স ব্রিগেড। আর আজকের ম্যাচে তিনি ২৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন।

ছন্দ খুঁজে পেলেন রিংকু

আজ ফিনিশিং এর গুরু দায়িত্ব ছিল রিঙ্কু সিংয়ের কাঁধে। ১৭ বলে চারটি চার এবং একটি ছক্কায় ৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। চলতি মৌসুমে প্রথম দুই ম্যাচে বড় রান বানাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তবে আজকে তার প্রচেষ্টা দলকে ষষ্ঠ উইকেটে ২০০ রানে পৌঁছাতে ব্যাপকভাবে সাহায্য করেছে।

বৈভব-হার্ষিতের বোলিংয়ে পাওয়ার প্লেতে তিন উইকেট হারায় সানরাইজার্স

IPL 2025, KKR vs SRH HIGHLIGHTS: ব্যাট-বলে অনবদ্য লড়াই রাহানেদের, দাপটের সঙ্গে সানরাইজার্সকে নাস্তানাবুদ করলো নাইট রাইডার্স !! 3
Travis Head | Image: Getty Images

বড় রান তাড়া করতে এসে শুরুতেই ২ উইকেট হারায় সানরাইজার্স। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় বলেই প্যাভেলিয়ানে ফিরতে হয়েছে বিধ্বংসী ব্যাটসম্যান ট্রেভিস হেডকে। ব্যাট হাতে অভিষেক শর্মা ও ঈশান কিষান চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছেন। দুজনেই দুটি করে রান বানিয়ে সাজঘরে ফিরে গিয়েছেন। তৃতীয় ওভারেই ৯ রানে তিনটি উইকেট হারায় সানরাইজার্স।

কামিন্দু নিতিশের মধ্যে গড়ে ওঠে ছোট পার্টনারশিপ

পাওয়ার প্লের ভিতরে কামেন্দু মেন্ডিসের ক্যাচ ছেড়ে দিয়েছিলেন অন্দ্রে রাসেল। দ্বিতীয় সুযোগ পেয়ে ইনিংস বড় করার লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং চালাচ্ছিলেন এই শ্রীলংকান তারকা। তবে ২০ বলে ২৭ রান বানিয়ে সুনীল নারিনের ফিরকির জালে ফেঁসে যান তিনি। এমনকি ১৫ বলে ১৯ রান বানিয়ে অন্দ্রে রাসেলের শিকার হন নীতিশ রেড্ডি। ৬৬ রানে অর্ধেক দল সাজঘরে ফিরে যান।

বরুণের স্পিনে নাজেহাল সানরাইজার্সের লোয়ার মিডিল অর্ডার

IPL 2025, KKR vs SRH HIGHLIGHTS: ব্যাট-বলে অনবদ্য লড়াই রাহানেদের, দাপটের সঙ্গে সানরাইজার্সকে নাস্তানাবুদ করলো নাইট রাইডার্স !! 4
Varun Chakravarthy | Image: Getty Images

পাঁচ উইকেট হারানোর পর ব্যাটসম্যান হিসেবে অনিকেত ভার্মা ছিলেন শেষ ভরসা। তবে বরুণ চক্রবর্তীর স্পিনের সামনে দাঁড়াতে পারলেন না এই তরুণ খেলোয়াড়। ৬ বলে ছয় রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। ক্যাপ্টেন কামিন্স ১৫ বলে বানিয়েছেন মাত্র ১৪ রান। এছাড়া শিমরজিৎ সিংকে প্রথম বলে এই প্যাভিলিয়নে ফেরান বরুন।

অসাধারণ ম্যাচ জিতল কলকাতা

আজকের ম্যাচে অসাধারণ বোলিং প্রদর্শন দেখিয়ে কলকাতা নাইট রাইডার্স বিপক্ষ দল সানরাইজার্স হায়দারাবাদ কে ১২০ রানে আটকে দিয়েছে। নাইট রাইডার্স এর হয়ে সর্বাধিক তিনটি করে উইকেট নিয়েছেন বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী। দুটি উইকেট পান অন্দ্রে রাসেল এবং একটি করে উইকেট নিয়েছেন হার্ষিত রানা ও সুনীল নারিন। আজকের জয়ের পর কলকাতা নাইট রাইডার্স পঞ্চম স্থানে উঠে এসেছে এবং তালিকায় দশম স্থানে নেমে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

Read Also: IPL 2025: “সুযোগের জন্য তৈরি থাকি…” বল হাতে বিধ্বংসী বৈভব আরোরা, পেলেন ম্যাচের সেরার পুরস্কার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *