Kkr ipl 2025
Rinku Singh and Venkatesh Iyer | Image: Getty Images

IPL 2025: আইপিএল ২০২৪’এর দুই ফাইনালিস্ট দল আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল। রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতার বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। গত মৌসুমে মোট তিনবার দুই দল মুখোমুখি হয়েছিল, যার মধ্যে তিন বারেই কলকাতার কাছে পরাজিত হতে হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। গত মৌসুমে দুই দলের পারফম্যান্স ছিল বেশ অসাধারণ। তবে, এবারের আইপিএলে দুই দল তিনটি করে ম্যাচ খেললেও পয়েন্ট টেবিলে একটি করে জয় সুনিশ্চিত করেছে দুই দল। আপাতত সানরাইজার্স তালিকায় অষ্টম স্থানে রয়েছে এবং অন্যদিকে নাইট রাইডার্স তালিকায় দশম স্থানে রয়েছে।

শুরুতেই জোড়া উইকেট হারায় KKR

Ipl 2025
SRH | Image: Getty Images

দলে অতিরিক্ত অলরাউন্ডার নিয়ে মাঠে নেমেছে দুই দল। একদিকে কামিন্দু মেন্ডিসের (Kamindu Mendis) আইপিএল অভিষেক হয়েছে আজকে এবং স্পেন্সর জনসনের (Spencer Johnson) জায়গায় অন্যদিকে মঈন আলীকে (Moeen Ali) সুযোগ দিয়েছে KKR ব্রিগেড। প্রথমে ব্যাটিং করতে এসে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলেছিলেন দুই ওপেনার। কুইন্টন ডি কক (Quinton De Kock) ৬ বলে ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। সুনীল নারিন (Sunil Narine) ৭ বলে ৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে বেশ ভালো প্রদর্শন করেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ২৭ বলে ১টি চার ও ৪টি ছক্কায় ৩৮ রান বানান তিনি। তাছাড়া, ৩২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় অর্ধশতাধিক রানের ইনিংস খেলেন তিনি।

দুরন্ত ফিনিশ করেন আইয়ার-রিংকু

আজকের ম্যাচে ফর্মে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও রিঙ্কু সিং (Rinku Singh)। রাহানে আউট হওয়ার পর ব্যাটিং করতে এসে ২৯ বলে ৭টি চার ও ৩ টি ছক্কায় ৬০ রানের ইনিংস খেলেন। তাছাড়া, রিংকু ১৭ বলে ৪টি চার এবং ১টি ছক্কায় ৩২ রানের দুরন্ত ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান বানায় কলকাতা নাইট রাইডার্স। হায়দ্রাবাদের হয়ে একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি, প্যাট কামিন্স, জিসান আনসারী, হার্সাল প্যাটেল ও কামিন্দু মেন্ডিস।

Read Also: IPL 2025: ‘বুড়ো ঘোড়ার তেজ নেই…” ফের ব্যর্থ নারাইন, ক্ষোভের বিস্ফোরণ সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *