IPL 2025: ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। প্রথম পর্বের খেলায় গুয়াহাটির মাঠে রাজস্থানকে রীতিমত পর্যুদস্ত করেছিলো কলকাতা (KKR)। প্লে-অফের লড়াইতে টিকে থাকতে গেলে আজও সেই ফলাফলের পুনরাবৃত্তি ঘটাতেই হবে সুনীল নারাইন, অজিঙ্কা রাহানেদের। ঘরের মাঠে এই আইপিএলে (IPL) পরিসংখ্যান আহামরি নয় নাইটদের। পাঁচ ম্যাচ খেলে তারা হেরেছে ৩টি। ভেস্তে গিয়েছে ১টি ম্যাচ। জয়ের সংখ্যা মাত্র ১। আজ ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়েই মাঠে নামছে বেগুনি-সোনালী বাহিনী। অন্যদিকে রাজস্থানের (RR) চ্যালেঞ্জ সম্পূর্ণ আলাদা। ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে তারা। বাকি ম্যাচগুলি জিতে মাথা উঁচু করেই বিদায় নিতে মরিয়া রিয়ান পরাগরা। ইডেন অধীর আগ্রহে অপেক্ষা করছে বছর চোদ্দর বৈভব সূর্যবংশীকে দেখার জন্য। নজর থাকবে যশস্বী জয়সওয়াল, নীতিশ রাণাদের দিকেও।
Read More: IPL 2025: ইডেনে ঘনাচ্ছে কালবৈশাখীর কালো মেঘ, বৃষ্টিতে ভেসে যাবে KKR’র ট্রফি জয়ের স্বপ্ন !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রাজস্থান রয়্যালস (RR)
ম্যাচ নং- ৫৩
তারিখ- ০৪/০৫/২০২৫
ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)
Eden Gardens Pitch Report (পিচ রিপোর্ট)-

এক সময় ইডেন গার্ডেন্সের পিচে ছড়ি ঘোরাতেন স্পিনাররা। কিন্তু গত দুই-তিন বছরে বদলে গিয়েছে বাইশ গজের চরিত্র। এখন ব্যাটাররাই সাধারণত সাহায্য পেয়ে থাকেন উইকেট থেকে। সাম্প্রতিক অতীতে ইডেনে বারবার বড় রান উঠতে দেখা গিয়েছে। আজ কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচেও তেমনটাই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইডেনে ইতিপূর্বে আয়োজিত হয়েছে ৯৮টি আইপিএল (IPL) ম্যাচ। তার মধ্যে প্রথম ব্যাটিং করতে নামা দল জয় পেয়েছে ৪১টি ম্যাচে। রান তাড়া করে জয় এসেছে ৫৬টি ম্যাচে। কেবলমাত্র একটি ম্যাচে মেলে নি কোনো ফলাফল।
Kolkata Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

ইতিমধ্যে ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (KKR vs PBKS) ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজও কপালে ভাঁজ ফেলেছে ক্রিকেটজনতার। জানা গিয়েছে যে ‘সিটি অফ জয়’-এ আজ বর্ষণের সম্ভাবনা ২৫ শতাংশ। ম্যাচ আদৌ শেষ করা যাবে কিনা তা নিয়ে থাকছে সংশয়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রী, সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রীর কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭৩ শতাংশ। এছাড়া খেলা চলাকালীন হাওয়ার গতিবেগ হতে পারে ৮ কিলোমিটার প্রতি ঘন্টা।
KKR vs RR, হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ৩১
- কলকাতার জয়- ১৫
- রাজস্থানের জয়- ১৪
- অমীমাংসিত- ০২
- শেষ সাক্ষাতে ফলাফল- কলকাতা ৮ উইকেটে জয়ী
দুই অধিনায়কের মন্তব্য-

অজিঙ্কা রাহানে-
আমরা প্রথমে ব্যাটিং করবো। দেখে মনে হচ্ছে (পিচ) বেশ শুকনো। দ্বিতীয় ইনিংসে মন্থর হয়ে পড়বে কিনা বলতে পারছি না। আমরা একটা ভালো রান স্কোরবোর্ডে তুলে সেটা রক্ষা করতে চাই। বিষয়টাকে সহজই রাখতে চাই আমরা। প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে হবে। গত ম্যাচে সবাই সাফল্যে অবদান রেখেছে। পরিস্থিতি বুঝে নিয়ে দ্রুত তার সাথে মানিয়ে নিতে হবে আমাদের। আমি নিজের খেলা নিয়ে যথেষ্ট পরিশ্রম করছি। গত কয়েক বছরে সবক’টা ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলেছি। যেটা আমায় যথেষ্ট সাহায্য করেছে। নিজের খেলাটাকে উপভোগ করার চেষ্টা করছি। মঈন (আলি) ও রমনদীপ (সিং) আজ একাদশে রয়েছে।
রিয়ান পরাগ-
আমি দ্বিধায় ছিলাম। চাইছিলাম যাতে টসটা হারি। সেটাই হলো। বিষয়টা খুবই চ্যালেঞ্জিং। মাঠে পেশাদার হতে হয়। আমাদের নিজেদের আত্মসম্মানের জন্য খেলতে হবে। আরও এনার্জি আনতে হবে খেলায়। একটা দলগত প্রচেষ্টার প্রত্যাশায় রয়েছি আমরা। দলে তিনটি বদল রয়েছে। নীতিশ রাণা’র হাল্কা চোট আছে। ও খেলতে পারছে না। কুমার কার্তিকেয়’র বদলে (ওয়ানিন্দু) হাসারাঙ্গা ফিরছে। কুণাল (সিং) রাঠৌর ও যূধবীর (সিং চরক)’ও খেলছে।
দুই দলের প্রথম একাদশ-

কলকাতা নাইট রাইডার্স (KKR)-
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারাইন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মঈন আলি, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা।
ইমপ্যাক্ট প্লেয়ার- লভনীত সিসোদিয়া, মনীশ পাণ্ডে, রোভম্যান পাওয়েল, অনুকূল রয়, হর্ষিত রাণা।
রাজস্থান রয়্যালস (RR)-
যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (অধিনায়ক), কুণাল সিং রাঠৌর, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিমরণ হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ তীক্ষণা, আকাশ মাধওয়াল, যূধবীর সিং চরক।
ইমপ্যাক্ট প্লেয়ার- শুভম দুবে, কুমার কার্তিকেয়, তুষার দেশপাণ্ডে, কোয়েনা মাপাখা, অশোক শর্মা।
KKR vs RR টস রিপোর্ট-
টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিলো কলকাতা নাইট রাইডার্স।