IPL 2025 KKR vs RR: ‘ক্যাপ্টেন’ রাহানের চোট নিয়ে সংশয়, ইডেন জুজু কাটিয়ে রাজস্থানের বিরুদ্ধে জয় চায় নাইট রাইডার্স !! 1

IPL 2025: চলতি মরসুমে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে পাঁচটি ম্যাচ এখনও অবধি খেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার মধ্যে তিনটিতে হেরেছে তারা। পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ম্যাচটি ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। জয় এসেছে কেবল সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে। হোমগ্রাউন্ডে এই হতশ্রী দশা রবিবার কাটিয়ে উঠতেই হবে সুনীল নারাইনদের (Sunil Narine)। আইপিএলের (IPL) প্লে-অফে যাওয়ার নূন্যতম আশা বাঁচিয়ে রাখতে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোনো রাস্তাই খোলা নেই তাঁদের সামনে। ওপেনিং-এ সম্ভবত নারাইনকেই ব্যবহার করবেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভো। তাঁর সঙ্গী হতে পারেন রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। আঙুলে সেলাই পড়েছিলো অধিনায়ক রাহানের (Ajinkya Rahane)। তবে সামলে উঠেছেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে নামবেন তিন নম্বরে।

চারে দেখা যাবে অঙ্গকৃষ রঘুবংশীকে (Angkrish Raghuvanshi)। ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) চলতি মরসুমে চূড়ান্ত ব্যর্থ এখনও পর্যন্ত। তাঁর জন্য ফর্মে ফেরার আদর্শ মঞ্চ হতে পারে রাজস্থান ম্যাচ। পাঁচ নম্বরে খেলবেন তিনি। ছয়ে থাকবেন রিঙ্কু সিং। রাসেল ও রোভম্যান-দুই ক্যারিবিয়ান বিগ হিটারকেই রবিবার ব্যবহার করতে পারে নাইট রাইডার্স। লোয়ার অর্ডারে ঝড় তোলার দায়িত্ব বর্তাবে তাঁদের কাঁধে। তৃতীয় পেসার হিসেবেও দায়িত্ব পালন করবেন রাসেল (Andre Russell)। দিল্লীর বিরুদ্ধে বল হাতে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন অনুকূল রয়। নারাইন ও বরুণ চক্রবর্তীর সাথে তৃতীয় স্পিনার হিসেবে থাকবেন ঝাড়খণ্ডের লেফট্‌ আর্ম অর্থোডক্স। এছাড়া কলকাতার ফ্রন্টলাইন পেসার হিসেবে দেখা যেতে পারে হর্ষিত রাণা (Harshit Rana) ও বৈভব আরোরাকে। নতুন বল সামলাবেন তাঁরাই।

Read More: IPL 2025 RCB vs CSK Match Preview: বেঙ্গালুরুর মাঠে ধোনির সন্মান রক্ষার ম্যাচ, শীর্ষে পৌঁছাতে মোরিয়া হয়ে লড়াই চালাবে RCB !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রাজস্থান রয়্যালস (RR)

ম্যাচ নং- ৫৩

তারিখ- ০৪/০৫/২০২৫

ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

Eden Gardens Pitch Report (পিচ রিপোর্ট)-

Eden Gardens, Kolkata | Image: Getty Images
Eden Gardens, Kolkata | Image: Getty Images

ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে চলতি আইপিএলে (IPL) চলেছে ব্যাপক জলঘোলা। ঘূর্ণি উইকেটের পক্ষে সওয়াল করেছিলেন নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্কা রাহানে। কিন্তু এখনও পর্যন্ত অধিকাংশ ম্যাচেই দেখা গিয়েছে ব্যাটিং সহায়ক বাইশ গজ। বড় রানের ইমারত দেখা গিয়েছে প্রায় প্রতিটি খেলাতেই। পিচের চরিত্র নিয়ে কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সাথে কলকাতা ফ্র্যাঞ্চাইজির সংঘাত জায়গা করে নিয়ে সংবাদ শিরোনামেও। রবিবার নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (KKR vs RR) ম্যাচে উইকেট কেমন হয় তা নিয়ে রয়েছে কৌতূহল। পরিসংখ্যান বলছে যে আইপিএলের (IPL) ৯৮টি ম্যাচ ইতিপূর্বে আয়োজিত হয়েছে ইডেনে। এর মধ্যে প্রথম ব্যাটিং করা দল জিতেছে ৪১ বার। রান তাড়া করতে নামা দল জিতেছে ৫৬ বার। টসজয়ী দল রবিবার প্রথমে বোলিং করতে পারে।

KKR vs RR, হেড টু হেড পরিসংখ্যান-

KKR vs RR | IPL | Image: Getty Images
KKR vs RR | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ৩১
  • কলকাতার জয়- ১৫
  • রাজস্থানের জয়- ১৪
  • অমীমাংসিত- ০২
  • শেষ সাক্ষাতে ফলাফল- কলকাতা ৮ উইকেটে জয়ী

Key Players (সম্ভাব্য তারকা)-

সুনীল নারাইন-

গত ১৩ বছর ধরে নাইট রাইডার্সের প্রাণভোমরা সুনীল নারাইন। দলকে ব্যাট ও বল হাতে বহু সাফল্য উপহার দিয়েছেন তিনি। চলতি মরসুমের শুরুটা খুব একটা ভালো হয় নি ক্যারিবিয়ান কিংবদন্তির। কিন্তু টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে সেরা ছন্দ খুঁজে নিয়েছেন তিনি। গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে নাইটদের এনে দিয়েছিলেন দুই পয়েন্ট। রবিবার রাজস্থানের বিপক্ষেও তাঁর উপরেই আস্থা রাখতে পারে দল।

অজিঙ্কা রাহানে-

নাইট রাইডার্স ব্যাটারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক এই মরসুমে অজিঙ্কা রাহানে। ইডেনে ইতিপূর্বে যে ক’টি ম্যাচ খেলেছেন তিনি, রান পেয়েছেন প্রত্যেকটিতেই। রাজস্থানের বিরুদ্ধেও সাফল্যের জন্য তাঁর দিকে তাকিয়ে থাকবে কলকাতার থিঙ্কট্যাঙ্ক। দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে গত ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন তিনি। আঙুলে বেশ কয়েকটি সেলাইও পড়েছিলো। তবে রবিবারের ম্যাচে তিনি মাঠে নামবেন বলেই মনে করছে ক্রিকেটমহল।

অঙ্গকৃষ রঘুবংশী-

রাজস্থানের বিরুদ্ধে ব্যাট হাতে নাইট রাইডার্সের অন্যতম ত্রাতা হয়ে উঠতে পারেন মুম্বইয়ের তরুণ অঙ্গকৃষ রঘুবংশী’ও। চার নম্বরে ব্যাট করতে নেমে বেশ ভালো খেলছেন তিনি। করেছেন অর্ধশতক’ও। প্রতিপক্ষের বোলিং আক্রমণ সামলাচ্ছেন সাবলীল ভঙ্গিতে। রাজস্থানের আর্চার, ফারুখি, তীক্ষণাদের বিপক্ষেও অঙ্গকৃষের ব্যাটে রানের সম্ভাবনা দেখছেন নাইট সমর্থকেরা।

সম্ভাব্য একাদশ-

Kolkata Knight Riders | IPL | Image: Getty Images
Kolkata Knight Riders | IPL | Image: Getty Images

ওপেনার- রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারাইন

মিডল অর্ডার- অজিঙ্কা রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী*, ভেঙ্কটেশ আইয়ার

ফিনিশার- রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল

বোলার- অনুকূল রয়, হর্ষিত রাণা, বৈভব আরোরা*, বরুণ চক্রবর্তী

উইকেটরক্ষক- রহমানুল্লাহ গুরবাজ

*-ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন।

এক নজরে নাইটদের সম্ভাব্য একাদশ-

Kolkata Knight Riders | IPL | Image: Getty Images
Kolkata Knight Riders | IPL | Image: Getty Images

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারাইন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, অনুকূল রয়, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারাইন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, অনুকূল রয়, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী বৈভব আরোরা।

ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব আরোরা/অঙ্গকৃষ রঘুবংশী, লভনীত সিসোদিয়া, মনীশ পাণ্ডে, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া।

Also Read: IPL 2025: “অতি সন্যাসীতে গাজন নষ্ট..” গুজরাটের বিপক্ষে হেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা মুখে পড়েছে হায়দ্রাবাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *