আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে শুরু হয়ে যাবে ক্রিকেটের সবথেকে জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। আইপিএলের ১৮ তম মৌসুম দুরন্ত একটি ম্যাচ দিয়েই শুভ সূচনা হতে চলেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে। দুই দলেই বদলে গিয়েছে অধিনায়ক, রিটেন লিস্ট জমা দেওয়ার সময় নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স উভয়ই গত মৌসুমে তাদের দলকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের সরিয়ে দিয়েছিল।
নিলামের সময় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) পাঞ্জাব কিংসে চলে যান এবং তাদের অধিনায়ক নিযুক্ত হয়েছেন। অন্যদিকে প্রাক্তন RCB দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে দিল্লি ক্যাপিটালস কিনে তাদের সহ-অধিনায়ক করে তোলেন। আইয়ারের পরিবর্তে কেকেআর অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) তাদের অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে আর রয়্যাল চ্যালেঞ্জার্স তাদের তারকা রজত পাতিদারকে ডু প্লেসিসের (Faf Du Plessis) উত্তরসূরি হিসেবে নিযুক্ত করেছে।
Read More: IPL 2025: অক্ষর প্যাটেলের অধিনায়কত্বে নতুন উদ্যমে দিল্লি ক্যাপিটালস, জানুন দলের সম্ভাব্য একাদশ !!
KKR vs RCB, IPL 2025, PITCH & WEATHER UPDATE

আইপিএলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠেই তাদের প্রথম ম্যাচটি খেলতে চলেছে। বেশিরভাগ ক্রিকেটারের পছন্দের মাঠ হল ইডেন গার্ডেন্স। এখানকার পিচের কথা বলতে গেলে ব্যাটসম্যানদের পক্ষে এটি খুবই পছন্দের একটি মাঠ। ব্যাটসম্যানরা এখানকার সমতল উইকেট এবং দ্রুত আউটফিল্ডের মজা নিয়ে থাকে। গত মৌসুমে বেশিরভাগ ম্যাচেই ২০০’এর বেশি রান লক্ষ্য করা গিয়েছিল ইডেনের উইকেটে। তবে এখানে শুধু ব্যাটসম্যানদের জন্যই যে বিনোদন তা নয়। প্রথম ছয় ওভার পেশারদের কাছেও সুযোগ থাকে ব্যাটসম্যানদের চাপে ফেলার। মধ্য ওভার গুলিতে আবার স্পিনারদের পক্ষে এখানে বোলিং করা খুবই কষ্টের। তবে সঠিক লাইন এবং লেন্থের বোলিং করলে ব্যাটসম্যানদের পক্ষে এই উইকেটে ব্যাটিং করা সহজ হবে না।
বর্তমানে কলকাতায় বৃষ্টির আনাগোনা দেখা দিচ্ছে। গত কয়েকদিন ধরে শহরজুড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টির ফোঁটাও পড়েছে। প্রথম দিনের ম্যাচেও বরুণ দেবতার ক্রোধের মুখে পড়তে হবে। এদিন ইডেনে ৮০ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে টাপুর টুপুর বৃষ্টি পড়লেও ম্যাচ চলাকালীন ভারী বর্ষণ দেখা যেতে পারে। দিনের বেলায় সবথেকে বেশি ২৭ ডিগ্রি তাপমাত্রা লক্ষ করা যাবে এবং সবথেকে কম ২৩ ডিগ্রি তাপমাত্রা লক্ষ করা যাবে। পাশাপশি, এদিন ৭৯ শতাংশ আপেক্ষিক আদ্রতা লক্ষ করা যাবে এবং ম্যাচ চলাকালীন ৬ কিমি/ঘন্টা বেগে বাতাস বইবে।
KKR vs RCB, HEAD to HEAD

আইপিএল ইতিহাসের অন্যতম বড় রাইভালরি কলকাতা এবং ব্যাঙ্গালুরুর মধ্যে দেখতে পাওয়া যায়। দুই দল মোট ৩৪ বার মুখোমুখি হয়েছে, ২০ বার জিতেছে কলকাতা এবং ১৪ বার জিতেছে ব্যাঙ্গালুরু। যদিও, ২০২৩ সাল থেকে দুই দল চার বার মুখোমুখি হয়েছে এবং চার বারেই জয় ছিনিয়ে নিয়েছে নাইট রাইডার্স দল।
KKR vs RCB, দুই দলের সম্ভব্য একাদশ
কলকাতা নাইট রাইডার্স
সুনীল নারিন, কুইন্টন ডি কক (উইকেট কিপার), অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), অঙ্গকৃষ রোঘুবংসী, ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিংহ, অন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, হার্ষিত রানা, একরিখ নোকিয়া, বৈভব অরোরা। ইমপ্যাক্ট – বরুণ চক্রবর্তী
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
ফিলিপ সল্ট, বিরাট কোহলি, রজত পতিদার (ক্যাপ্টেন), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেট কিপার), ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, স্বপ্নীল সিং, রসিক দার সালাম, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল। ইমপ্যাক্ট – জোশ হ্যাজেলউড
KKR vs RCB, DREAM XI TEAM
উইকেট কিপার – কুইন্টন ডি কক, ফিলিপ সল্ট
ব্যাটসম্যান – বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার, রজত পতিদার
অলরাউন্ডার – সুনীল নারিন, অন্দ্রে রাসেল, ক্রুনাল পান্ডিয়া
বোলার – বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, জোশ হ্যাজেলউড
ক্যাপ্টেন – অন্দ্রে রাসেল
ভাইস ক্যাপ্টেন – বরুণ চক্রবর্তী