IPL 2025 KKR vs LSG Toss Report in Bengali: লক্ষ্ণৌর বিরুদ্ধে টসে জিতলো কলকাতা, নাইট একাদশে প্রত্যাবর্তন তারকা পেসারের !! 1

IPL 2025: কলকাতা নাইট রাইডার্স বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিলো গত রবিবার অর্থাৎ ৬ তারিখ। কিন্তু রামনবমীর কারণে বেঁকে বসেছিলো কলকাতা পুলিশ। জানানো হয় যে যথেষ্ট নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে। একটা সময় মনে হয়েছিলো ইডেন থেকে গুয়াহাটিতে সরে যেতে পারে খেলা। শেষমেশ অবশ্য তা হয় নি। সিএবি’র অনুরোধে ৬-এর বদলে ৮ তারিখ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সানরাইজার্সের বিরুদ্ধে গত ৩ তারিখ এই ইডেনেই দারুণ জয় পেয়েছে নাইট রাইডার্স। ফর্মে থাকা রাহানে, অঙ্গকৃষ, ভেঙ্কটেশরা আজও হতে পারেন দলের ট্রাম্প কার্ড। নজর থাকবে স্পিনারদের দিকে। অন্যদিকে মুম্বইকে হারিয়ে কলকাতায় পা দিয়েছে লক্ষ্ণৌ’ও। ইডেনের পিচে স্পিন অস্ত্রে শান দিতে চাইবেন রবি বিষ্ণোই, দিগভেশ রাঠী’রা। ফর্মে ফেরার চ্যালেঞ্জ থাকবে অধিনায়ক ঋষভের জন্য।

Read More: IPL 2025 Points Table Update: RCB’র দাপটে ঘরের মাঠে হার MI’এর, পয়েন্ট তালিকায় ঘটলো একাধিক পরিবর্তন !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)

ম্যাচ নং- ২১

তারিখ- ০৮/০৩/২০২৫

ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

Eden Gardens Pitch Report (পিচ রিপোর্ট)-

Eden Gardens, Kolkata | Image: Getty Images
Eden Gardens, Kolkata | Image: Getty Images

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে মঙ্গলবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। ইডেনে গত তিন-চার মরসুমে ব্যাটিং সহায়ক বাইশ গজ’ই চোখে পড়েছে। তবে সম্প্রতি নাইট শিবিরের চাহিদা অনুযায়ী কিছু রদবদল করা হয়েছে উইকেটে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে টার্নিং ট্র্যাক প্রস্তুত করার জন্য জল কম দেওয়া হচ্ছে পিচে। দিনকয়েক আগে সানরাইজার্স ম্যাচেই ইডেনের বাইশ গজের বদলে যাওয়া চরিত্র নজরে এসেছিলো। আজ কলকাতা বনাম লক্ষ্ণৌ দ্বৈরথেও মন্থর পিচই চোখে পড়ার সম্ভাবনা। কার্যকরী ভূমিকা নিতে পারেন স্পিনাররা। এখনও অবধি ৯৫টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজিত হয়েছে ইডেন গার্ডেন্সে। এর মধ্যে প্রথম ব্যাটিং করতে নামা দল জয় পেয়েছে ৩৯ বার। আর রান তাড়া করে জয় এসেছে ৫৬ বার।

Kolkata Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Kolkata Weather Forecast | Image: Twitter
Kolkata Weather Forecast | Image: Twitter

মঙ্গলবার কলকাতায় সম্মুখসমরে নাইট রাইডার্স বনাম সুপারজায়ান্টস শিবির। আশঙ্কার বাণী শুনিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে ‘সিটি অফ জয়’তে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা ৩৫ শতাংশ। ম্যাচে প্রকৃতি আদৌ বাধা সৃষ্টি করে কিনা সেদিকেই এখন তাকিয়ে সকলে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৫৬ শতাংশ। যা অস্বস্তির কারণ হতে পারে ক্রিকেটারদের জন্য। এছাড়া খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার পূর্বাভাস রয়েছে।

KKR vs LSG হেড টু হেড পরিসংখ্যান-

KKR vs LSG | IPL | Image: Getty Images
KKR vs LSG | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০৫
  • কলকাতার জয়- ০২
  • লক্ষ্ণৌর জয়- ০৩
  • শেষ সাক্ষাতে ফলাফল- কলকাতা ৯৮ রানে জয়ী

টসের পর দুই অধিনায়কের বক্তব্য-

Ajinkya Rahane and Rishabh Pant | Image: Twitter
Ajinkya Rahane and Rishabh Pant | Image: Twitter

অজিঙ্কা রাহানে-

আমরা প্রথমে বোলিং করবো। উইকেট দেখে ভালো লাগছে। খুব একটা গরম নেই। ফলে বাইশ গজ বিশেষ পরিবর্তিত হবে না। একদিকের বাউন্ডারি বেশ ছোটো। ফলে আমরা প্রথম বোলিং করছি। সবাই ম্যাচটার দিকে তাকিয়ে রয়েছে। নতুন হয়ে শুরু করাটাই আসল। ইতিবাচক বিষয়গুলি সঙ্গে রাখতে চাই। একটা একটা করে পা ফেলতে চাই। ওপেনিং জুটি নিয়ে কথা ঠিকই। কিন্তু ক্যুইনি (ক্যুইন্টন ডি কক) ও সুনীল (নারাইন)-দু’জনেই ম্যাচ উইনার। আমরা ওদের নিয়ে বিশেষ চিন্তিত নই। মঈন (আলি)’র বদলে স্পেন্সার (জনসন) খেলছে।

ঋষভ পন্থ-

(এখনও পর্যন্ত পারফর্ম্যান্স নিয়ে) আমি যে খুব খুশি তা বলবো না। কিন্তু অতীত নিয়ে খুব একটা ভাবছি না। ইতিবাচক দিকগুলো সঙ্গে নিয়ে সামনের দিকে এগোতে চাই। একটা দল হিসেবে জিতছি আমরা। অধিনায়ক হিসেবে এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয়। আমাদের একাদশ অপরিবর্তি থাকছে।

দুই দলের প্রথম একাদশ-

KKR vs LSG | IPL | Image: Getty Images
KKR vs LSG | IPL | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR)-

সুনীল নারাইন, ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রাণা, স্পেন্সার জনসন বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা ।

ইমপ্যাক্ট প্লেয়ার- অঙ্গকৃষ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, লভনীত সিসোদিয়া, মনীশ পাণ্ডে, অনুকূল রয়।

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-

এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দুল ঠাকুর,  আকাশ দীপ, আবেশ খান, দিগভেশ রাঠী।

ইমপ্যাক্ট প্লেয়ার- রবি বিষ্ণোই, প্রিন্স যাদব, শাহবাজ আহমেদ, ম্যাথু ব্রিৎজকে, হিম্মত সিং।

KKR vs LSG টস রিপোর্ট-

টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

Also Read: IPL 2025: নেই দলকে জেতানোর দায়, এই কারণেই CSK’এর একাদশে জায়গা পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *