IPL 2025: ২০২৪-এর আইপিএল (IPL) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) নতুন উদ্যমে মাঠে নামছে এই মরসুমে। খেতাব রক্ষার মরিয়া প্রয়াস থাকবে তাদের। ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারের সাথে বিচ্ছেদ হয়েছে আগেই। এবার নেতার পদে রয়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। গতকাল দুপুরে সোশ্যাল মিডিয়ায় নতুন অধিনায়কের সাথে সমর্থকদের পরিচয় করিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। ২৩.৭৫ কোটি টাকার ভেঙ্কটেশ আইয়ারও ছিলেন নেতৃত্বের দৌড়ে। তবে মধ্যপ্রদেশের অলরাউন্ডারকে আপাতত ‘ক্যাপ্টেন’ নয় বরং সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছেন ভেঙ্কি মাইশোর’রা। গত বারের খেতাব জয়ের সুবাদে এবার ঘরের মাঠে ইডেনে উদ্বোধনী ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে নাইটরা। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তবে তাদের তৃতীয় হোম ম্যাচটি নিয়ে রয়েছে সংশয়। থাকছে সূচি বদলের সম্ভাবনা।
Read More: “বড় ম্যাচ আসলেই ফ্লপ…” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৮ রানে উইকেট হারালেন শুভমান গিল, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
কলকাতার ম্যাচ নিয়ে সংসয়
২২ মার্চের পর টানা দু’টি অ্যাওয়ে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (KKR)। গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে তিন বারের চ্যাম্পিয়নরা। ৩ এপ্রিল ইডেনে নামছে বেগুনি-সোনালী বাহিনী। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রয়েছে ম্যাচ। গত বারের দুই ফাইনালিস্টকে ফের একবার দেখা যাবে সম্মুখসমরে। এরপর নাইটদের তৃতীয় হোম ম্যাচ রয়েছে ৬ এপ্রিল লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে (KKR vs LSG)। এই ম্যাচটি নিয়েই রয়েছে সংশয়। ঐ দিন রয়েছে রামনবমী। শহর জুড়ে বিভিন্ন ধর্মীয় জমায়েত ও মিছিলের কারণে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করতে হবে প্রশাসন’কে। এরপর ক্রিকেট মাঠে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি’কে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের, খবর দিনক্ষণ বদলাতে পারে ম্যাচের।
রামনবমীর কারণেই ভেস্তে যাচ্ছে!
এই প্রথম নয় এর আগেও কলকাতায় ম্যাচের দিনক্ষণ বদলের ঘটনা ঘটেছে। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের প্রাথমিক সূচি অনুযায়ী ১২ নভেম্বর ছিলো ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটি। কিন্তু ১২ তারিখ কালীপূজা থাকায় আপত্তি তোলে পুলিশ। সিএবি দিন বদলের আবেদন করে বিসিসিআই-এর কাছে। দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে মেলে সম্মতি। ১২ তারিখের বদলে ম্যাচটি আয়োজিত হয় ১১ নভেম্বর। আইপিএলের (IPL) দুনিয়াতেও ম্যাচের তারিখ বদলের ঘটনা ঘটেছে ২০২৪ সালে। ১৭ এপ্রিল ইডেনে কলকাতা বনাম রাজস্থান (KKR vs RR) ম্যাচ রাখা হয়েছিলো। রামনবমীর কারণেই আপত্তি জানায় স্থানীয় প্রশাসন। তাদের আবেদনের ভিত্তিতে ফের একবার ম্যাচের তারিখ বদলেছিলো বিসিসিআই। ১৭ এপ্রিলের বদলে রাজস্থানের বিরুদ্ধে ইডেনে নাইট রাইডার্স নেমেছিলো ১৬ তারিখ। জস বাটলার অনবদ্য শতরানের সুবাদে নাইটরা হেরেছিলো সেই ম্যাচ।