IPL 2025: সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বৃহস্পতিবারের দুর্দান্ত জয় আত্মবিশ্বাস যুগিয়েছে নাইট রাইডার্সকে (KKR)। মঙ্গলবার দুপুরে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিপক্ষেও সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় তারা। ম্যাচটি হওয়ার কথা ছিলো রবিবার। কিন্তু রামনবমীর কারণে পুলিশ যথেষ্ট নিরাপত্তা দিতে অপারগ হওয়ায় দিন দুয়েক পিছানো হয়েছে তা। বাড়তি বিশ্রাম পেয়ে নতুন উদ্যমে মাঠে নামতে তৈরি কলকাতার ক্রিকেটাররা। চলতি মরসুমে এখনও রানের সন্ধান পান নি সুনীল নারাইন (Sunil Narine)। কিন্তু মঙ্গলবারও ক্যুইন্টন ডি ককের সাথে সম্ভবত করতে নামবেন তিনিই। পাওয়ার-প্লে’তে তাঁর ধ্বংসাত্মক ব্যাটিং-এর চেয়ে স্পিন বোলিং বেশী কার্যকরী হতে পারে। তিন নম্বরে থাকছেন অধিনায়ক রাহানে (Ajinkya Rahane)। ফ্রি রোল-এ খেলতে দেখা যাবে তাঁকে। চার নম্বরে নামতে পারেন তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশী।
পাঁচে ব্যাট করতে দেখা যাবে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)। হায়দ্রাবাদের বিরুদ্ধে অনবদ্য খেলেছিলেন তিনি। সেই সাফল্য ধরে রাখতে চাইবেন লক্ষ্ণৌর বিরুদ্ধেও। ছয় ও সাতে থাকছেন রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের রাসেল ব্যাটিং-এর পাশাপাশি কার্যকরী হতে পারেন বল হাতেও। আট নম্বরে নেমে নাইটদের ব্যাটিং গভীরতা প্রদান করতে পারেন রমনদীপ সিং। বাইশ গজের চরিত্রের কথা মাথায় রেখে লক্ষ্ণৌর বিরুদ্ধে খেলানো হতে পারে স্পিন বোলিং অলরাউন্ডার মঈন আলি’কে (Moeen Ali)। ঘূর্ণির নাগপাশে পন্থদের বাঁধতে বেগুনি-সোনালী শিবিরের প্রধান অস্ত্র হতে পারেন বরুণ চক্রবর্তী। এছাড়া পেস ব্যাটারির ধার বাড়াতে নাইট রাইডার্স একাদশে দেখা যাবে হর্ষিত রাণা’কে। বোলিং-এর সময় জুড়ে দেওয়া হতে পারে বৈভ আরোরাকেও।
Read More: হলো না নতুন রূপকথা লেখা, হায়দ্রাবাদ শিবিরেই জন্ম নিচ্ছে নতুন ‘পৃথ্বী শ্’!!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)
ম্যাচ নং- ২১
তারিখ- ০৮/০৩/২০২৫
ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)
Eden Gardens Pitch Report (পিচ রিপোর্ট)-

ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে চলতি মরসুমে হয়েছে একপ্রস্থ বিতর্ক। আইপিএলের (IPL) প্রথম ম্যাচে এখানে ব্যাটিং সহায়ক বাইশ গজ চোখে পড়েছিলো। তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্কা রাহানে। ঘূর্ণি পিচ চেয়েছিলেন তিনি। রাহানের দাবী মানতে প্রথমে রাজী হন নি কিউরেটর সুজন মুখোপাধ্যায়। কিন্তু পরে মত বদলান। পিচে জল দেওয়া বন্ধ রাখা হয়। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শুকনো পিচে বাজিমাত করেছে কলকাতা। মঙ্গলবার দুপুরে লক্ষ্ণৌর জন্যও তেমন বাইশ গজই প্রস্তুত রাখা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যকরী হতে পারে দুই দলের স্পিন ডিপার্টমেন্ট। পরিসংখ্যান বলছে যে এখানে আয়োজিত ৯৫টি আইপিএল (IPL) ম্যাচের মধ্যে প্রথম ব্যাটিং করে জয় এসেছে ৩৯টিতে। রান তাড়া করে জয় এসেছে ৫৬টিতে। মঙ্গলবারও টসজয়ী অধিনায়ক রান তাড়া করার সিদ্ধান্তই নিতে পারেন।
KKR vs LSG হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ০৫
- কলকাতার জয়- ০২
- লক্ষ্ণৌর জয়- ০৩
- শেষ সাক্ষাতে ফলাফল- কলকাতা ৯৮ রানে জয়ী
Key Players (সম্ভাব্য তারকা)-
ভেঙ্কটেশ আইয়ার-
মঙ্গলবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস হয়ে উঠতে পারেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ২৩.৭৫ কোটির তারকা আইপিএল (IPL) মরসুমের শুরুটা বিশেষ ভালো করতে পারেন নি। ব্যর্থ হয়েছিলেন টানা দুই ইনিংসে। কথা উঠতে শুরু হয়েছিলো তাঁর প্রাইস ট্যাগ নিয়ে। কিন্তু সানরাইজার্সের বিরুদ্ধে ইডেনের বাইশ গজেই জাত চিনিয়েছেন তিনি। করেছেন দুর্দান্ত অর্ধশতক। চেনা মাঠে লক্ষ্ণৌর বিরুদ্ধেও তাঁর থেকে জমজমাট ইনিংসের আশায় ভক্তেরা।
অজিঙ্কা রাহানে-
লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে নাইটদের ভরসার মুখ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে অজিঙ্কা রাহানেরও (Ajinkya Rahane)। অ্যাওয়ে ম্যাচগুলিতে এখনও অবধি সাফল্য না পেলেও হোমগ্রাউন্ডে চমৎকার ক্রিকেট উপহার দিয়েছেন তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে করেছেন ৫৬, সানরাইজার্সের বিরুদ্ধে করেছেন ৩৮। ইডেনে ফের একবার রানের রংমশাল জ্বালাতেই পারেন রাহানে।
বরুণ চক্রবর্তী-
ইডেনের পিচে জল দেওয়া কমিয়ে দেওয়া হয়েছে নাইটদের স্পিন শক্তির কথা মাথায় রেখে। শুকনো বাইশ গজকে কাজে লাগিয়ে যিনি প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন তিনি বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। দুর্দান্ত ছন্দে রয়েছেন তামিলনাড়ুর রহস্য স্পিনার। ইংল্যান্ড সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর কাড়ার পর আইপিএলেও বেশ ভালো পারফর্ম করছেন তিনি। মার্শ-পুরানদের মারাত্মক হয়ে ওঠার আগেই সাজঘরে ফেরাতে বরুণকে আগেভাগে আক্রমণে আনতে পারেন অধিনায়ক রাহানে।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- সুনীল নারাইন, ক্যুইন্টন ডি কক
মিডল অর্ডার- অজিঙ্কা রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী *, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং
ফিনিশার- আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলি
বোলার- হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা*
উইকেটরক্ষক- ক্যুইন্টন ডি কক
এক নজরে KKR-এর সম্ভাব্য একাদশ-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
সুনীল নারাইন, ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলি, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
সুনীল নারাইন, ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে (অধিনায়ক),ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলি, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা।
ইমপ্যাক্ট প্লেয়ার- অঙ্গকৃষ রঘুবংশী/বৈভব আরোরা, রোভম্যান পাওয়েল, লভনীত সিসোদিয়া, চেতন সাকারিয়া, অনুকূল রয়।