ipl-2025-kkr-vs-lsg-match-report

IPL 2025: ঘরের মাঠে ফের ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। আজ লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে হারতে হলো ৪ রানের ব্যবধানে। মঙ্গলবার দুপুরে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। নাইট বোলিং-এর ব্যর্থতায় স্কোরবোর্ডে ২৩৮ রান তুলতে সক্ষম হয়েছিলো সুপারজায়ান্টস শিবির। জোড়া অর্ধশতক করেন মিচেল মার্শ ও নিকোলাস পুরান (Nicholas Pooran)। ওপেন করতে নেমে কার্যকরী ইনিংস খেলেন মার্করামও। রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলো কলকাতা। একটা সময় অবধি সমানে-সমানে চলছিলো টক্কর। ভালো খেলেছিলেন রাহানে-ভেঙ্কটেশরা। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে পরপর উইকেট খুইয়ে চাপে পড়ে যায় তারা। শেষলগ্নে মরিয়া চেষ্টা করেছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। কিন্তু পারলেন না তিনি। ২৩৪-এই আটকে থাকতে হলো কলকাতাকে। হাতছাড়া হলো ২ পয়েন্ট।

Read More: IPL 2025, PBKS vs CSK TOSS REPORT in BENGALI: টস জিতলো পাঞ্জাব, ম্যাচ জিততে চেন্নাই দলে এন্ট্রি নিলেন তরুণ তারকা !!

ঝড় তোলেন মার্শ ও পুরান-

Nicholas Poorna and Abdul Samad | IPL | Image: Getty Images
Nicholas Poorna and Abdul Samad | IPL | Image: Getty Images

ইনিংসের শুরু থেকেই আগ্রাসনে আস্থা রেখেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। দুই ওপেনার এইডেন মার্করাম ও মিচেল মার্শের ব্যাটে ভর দিয়ে ঝড়ের গতিতে এগোচ্ছিলো স্কোরবোর্ড। মরসুমের প্রথম দুই ম্যাচে রান না পেলেও ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন এইডেন মার্করাম (Aiden Markram)। আজ ২৮ বলে ৪৭ রান করেন তিনি। ওপেনিং জুটিতে ৯৯ তোলে লক্ষ্ণৌ। প্রোটিয়া ব্যাটার ফেরার পরেও আক্রমণ চালিয়ে যান মার্শ (Mitchell Marsh)। অজি অলরাউন্ডারের ঝুলিতে আজ ৮১ রান। মরসুমে পাঁচ ম্যাচ খেলে এই নিয়ে চতুর্থ অর্ধশতক করলেন তিনি। জ্বলে উঠলেন নিকোলাস পুরান’ও। রাসেল-হর্ষিতদের নিয়ে ছেলেখেলা করে মাত্র ৩৬ বলে তাঁর সংগ্রহ ৮৭*। তিনজনের সম্মিলিত প্রয়াসে ২০ ওভারে ৩ উইকেট খুইয়ে ২৩৮ তোলে সুপারজায়ান্টস শিবির। রাসেল, জনসন,নারাইন, বরুণ-ইডেনের বাইশ গজে ব্যর্থ সকলেই।

প্রত্যাঘাতের পথে হেঁটেছিলো কলকাতাও-

Ajinkya Rahane | IPL | Image: Getty Images
Ajinkya Rahane | IPL | Image: Getty Images

২৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পালটা আঘাতের পথে হেঁটেছিলো কলকাতা নাইট রাইডার্স’ও। আকাশ দীপের উপর চড়াও হন ডি কক। যদিও ৯ বলে ১৫ করে বাংলার পেসারের বলেই লেগ বিফোর হন তিনি। প্রথম উইকেটের পতনের পর সুনীল নারাইনের (Sunil Narine) সাথে ইনিংসের হাল ধরেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। ১৩ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ রানের ঝোড়ো ক্যামিও খেলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ঘরের মাঠে ভালো ফর্ম ধরে রাখলেন রাহানেও। বেঙ্গালুরুর বিরুদ্ধে করেছিলেন ৫৬। গত ৩ তারিখ সানরাইজার্সের বিরুদ্ধে করেন কার্যকরী ৩৮। আজও অর্ধশতকের গণ্ডী পেরোলেন মুম্বইয়ের তারকা। ৩৫ বলে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। লড়াই চালালেন ভেঙ্কটেশ আইয়ারও (Venkatesh Iyer)। ২৯ বলে ৪৫ রান করেন তিনি। মারেন ৬টি চার ও ১টি ছক্কা।

‘মিরাকল’ ঘটাতে পারলেন না রিঙ্কু-

Rinku Singh | IPL | Image: Twitter
Rinku Singh | IPL | Image: Twitter

২০২৩-এ আহমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে ২৯ প্রয়োজন ছিলো নাইট রাইডার্সের। যশ দয়ালকে পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে বেগুনি-সোনালী বাহিনীকে ২ পয়েন্ট এনে দিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। আজ ইডেনে সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ ছিলো তাঁর সামনে। ২০তম ওভারে প্রয়োজন ছিলো ২৪ রান। কিন্তু দ্বিতীয়বার ‘মিরাকল’ ঘটাতে পারলেন না উত্তরপ্রদেশের তারকা। রবি বিষ্ণোইয়ের ওভারের শেষ তিনটি বলে দুটি চার ও একটি হাঁকালেন বটে, কিন্তু যথেষ্ট হলো না তা। জলে গেলো তাঁর ১৫ বলে ৩৮* রানের অনবদ্য ইনিংস। অঙ্গকৃষ, রমনদীপ, রাসেলদের ব্যাটিং অর্ডারে জায়গা দিতে গিয়ে রিঙ্কুকে (Rinku Singh) আজ আটে ঠেলে দিয়েছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভো। তাঁদের হিসেবের ভুলের খেসারতই কলকাতাকে দিতে হলো কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Also Read: IPL 2025: “ঘরের মাঠে মুখ পোড়ালো…” ধ্বংসযজ্ঞ মার্শ-পুরানের, নেটদুনিয়ায় তোপের মুখে কলকাতার বোলিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *