IPL 2025: ইডেন গার্ডেন্সে আইপিএলের আরও এক হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের (Kolkata Knight Riders vs Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামবে। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮০ রানে হারিয়ে দুরন্ত ফর্মে রয়েছে আজিঙ্কা রাহানের দল। এখনও পর্যন্ত চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ৪ ম্যাচের মধ্যে ২ টি ম্যাচে জয়লাভ করেছে। অন্যদিকে ৪ ম্যাচের মধ্যে ২ টি ম্যাচে জয়লাভ করে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে লখনউ সুপার জায়ান্টসও।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম লখনউ সুপার জায়ান্টস (LSG)
ম্যাচ নং- ২১
তারিখ- ০৮/০৪/২০২৫
ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়- দুপুর ৩:৩০ (ভারতীয় সময়)
Read More: IPL 2025: “যত গর্জায় তত বর্ষায় না…” টানা চার ম্যাচে হার হায়দ্রাবাদের, নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের মুখে কামিন্স’রা !!
ইডেন গার্ডেন্সের পিচ রিপোর্ট-

ইডেন গার্ডেন্সের পিচ ব্যাটসম্যানদের সহায়তা করলেও এই পিচে পেসাররা সাম্প্রতিক সময় যথেষ্ট সুইং পাচ্ছেন। মাঝের ওভারগুলিতে স্পিনারও এই পিচের সাহায্য নিয়ে প্রভাবশালী হয়ে উঠতে পারেন। শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সের পিচে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাটিং করে ২০০ রান সংগ্রহ করেছিল। এই রান তাড়া করতে নেমে মাত্র ১২০ রানে সব উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স হায়দ্রাবাদ। এখনও পর্যন্ত আইপিএলে ইডেন গার্ডেন্সে মোট ৯৫ টি ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৩৯ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৫৬ বার জয়লাভ করেছে। এই মাঠের প্রথম ইনিংসের গড় রান ১৬৬।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস-

মঙ্গলবার কলকাতার আকাশ সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বিকেলের দিকে ঝড়ো হাওয়া বইবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচে বৃষ্টি সমস্যা তৈরি করতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধ্যার দিকে তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৭ শতাংশ। ম্যাচ চলাকালীন গড়ে ঘন্টায় ১১ কিমি বেগে বাতাস বইবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
KKR vs LSG হেড টু হেড-

ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস ৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২ বার কলকাতা এবং ৩ বার লখনউ জয়লাভ করেছে।
মোট ম্যাচ | কলকাতা নাইট রাইডার্স জিতেছে | লখনউ সুপার জায়ান্টস জিতেছে |
০৫ | ০২ | ০৩ |
KKR vs LSG ম্যাচের লাইভ স্ট্রিমিং-
মঙ্গলবার চলমান আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের গুরুত্বপূর্ণ ম্যাচটি টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত করা হবে। এছাড়াও এই জনপ্রিয় টুর্নামেন্টের ২১ তম ম্যাচটি অনলাইনে জিওহটস্টারের ওয়েবসাইট এবং অ্যাপে ক্রিকেট ভক্তরা দেখতে পাবেন।
দুই দলের সম্ভাব্য একাদশ-

কলকাতা নাইট রাইডার্স
কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মঈন আলী, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
ইম্প্যাক্ট প্লেয়ার- বৈভব অরোরা/ মনীশ পান্ডে
লখনউ সুপার জায়ান্টস
মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পান্থ (উইকেটকিপার, অধিনায়ক), আয়ুশ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, আবেশ খান, দিগ্বেশ রাঠি
ইম্প্যাক্ট প্লেয়ার- রবি বিষ্ণোই/ শাহবাজ আহমেদ