IPL 2025: চলতি আইপিএলে ৩৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাত টাইটান্স (KKR vs GT)। চলতি আইপিএলের মঞ্চে দুই দলের গল্প ভিন্ন। প্রথমত, গুজরাত দল চলতি আইপিএলে শীর্ষস্থান দখল করে রয়েছে তো কলকাতা নাইট রাইডার্স তালিকায় সপ্তম স্থানে নেমে এসেছে। আজকের ম্যাচটি দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।
চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিং প্রদর্শনের উপর বেশ প্রশ্ন উঠেছিল যে কারণে আজ গুজরাতের বিরুদ্ধে দলে বেশ পরিবর্তন লক্ষ করা গেল। ওপেনার কুইন্টন ডি ককের পরিবর্তে রহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz) আজকের ম্যাচে সুযোগ পেয়েছেন। পাশাপশি, এনরিখ নোকিয়ার বদলে মঈন আলী (Moeen Ali) দলে সুযোগ পেয়েছেন। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে শুরুটা বেশ ভালো করে গুজরাত টাইটান্স (GT)। চলতি মৌসুমে গুজরাতের দুই ওপেনিং ব্যাটসম্যানের পক্ষ থেকেই ভালো ব্যাটিংয়ের নমুনা পাওয়া গিয়েছে।
Read More: IPL 2025: বিরাটের সেলিব্রেশনে ‘বিরক্ত’ শ্রেয়স, মাঠের মধ্যেই তুমুল বচসা দুই তারকার !!
১৯৯ রানের টার্গেট রাখলো KKR

আজকের ম্যাচেও সাই সুদর্শন ও শুভমান গিলের মধ্যে বেশ পার্টনারশিপ লক্ষ করা গিয়েছে। পাওয়ার প্লের ভিতরে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৪৫ রান বানাতে সক্ষম হয়েছিল গুজরাত। তবে পাওয়ার প্লের পর হাত খুলতে শুরু করেন দুজনেই। তরুণ তারকা খেলোয়াড় সাই সুদর্শন (Sai Sudarshan) ৩৬ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন। গিল ও সুদর্শনের ১১৪ রানের পার্টনারশিপ ভাঙেন অন্দ্রে রাসেল। সাই আউট হলেও জস বাটলারের সাথে আবার জুটি বাধেঁন গিল, দুজনের মধ্যে ৩৩ বলে ৫৮ রানের পার্টনারশিপ লক্ষ করা গিয়েছিল। ৫৫ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন শুভমান গিল (Shubman Gill)। বড় শট খেলতে গিয়ে বৈভব অরোরার বলে উইকেট হারান গিল। শেষ পর্যন্ত জস বাটলারের ২৩ বলে ৮টি চারে ৪১ ও শাহরুখ খানের ৫ বলে ১১ রানের ইনিংসে গুজরাত ৩ উইকেটে ১৯৮ রান বানাতে সক্ষম হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি করে উইকেট পেয়েছেন অন্দ্রে রাসেল, বৈভব অরোরা ও হার্ষিত রানা।