IPL 2025: দিল্লী ও রাজস্থানের বিরুদ্ধে পরপর দুইটি জয় অক্সিজেন যুগিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। এছাড়া সানরাইজার্স বনাম দিল্লী ম্যাচ ভেস্তে যাওয়ায় ও মুম্বই গতকাল গুজরাতের বিরুদ্ধে হারায় বাড়তি সুবিধা পেয়েছে বেগুনি-সোনালী শিবির। হঠাৎ চলে আসা এই সুযোগের সদ্ব্যবহার গত আইপিএলের (IPL) চ্যাম্পিয়নরা আদৌ করতে পারে কিনা তা জানা যাবে আজ। ইডেনে নাইটদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (CSK)। ইতিমধ্যেই মহেন্দ্র সিং ধোনিরা ছিটকে গিয়েছেন টুর্নামেন্ট থেকে। পয়েন্ট তালিকায় সবার শেষে তারা। আজ ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে তাদের। পক্ষান্তরে ঘরের মাঠে কলকাতা জিতলে ১২ ম্যাচে ১৪ পয়েন্টে পৌঁছে যাবে তারা। পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে তাদের। আর হারলে ভাঙবে শেষ চারের স্বপ্ন। বুধবারের ইডেনে কি হয় ফলাফল তা জানতে মুখিয়ে ক্রিকেটজনতা।
Read More: IPL 2025: এই ৩ টি কারণের জন্য ফ্লপ CSK, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে তারা !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)
ম্যাচ নং- ৫৭
তারিখ- ০৭/০৫/২০২৫
ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Eden Gardens Pitch Report (পিচ রিপোর্ট)-

কলকাতার ইডেন গার্ডেন্সে বুধবার সম্মুখসমরে নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। চলতি মরসুমে ইডেনের বাইশ গজ বারবার জায়গা করে নিয়েছে সংবাদমাধ্যমের আলোচনায়। প্রথম কয়েকটি ম্যাচে ব্যাটিং বান্ধব পিচ চোখে পড়েছিলো। তা পছন্দ হয় নি নাইট অধিনায়ক রাহানের। তিনি চেয়েছিলেন স্পিন সহায়ক উইকেট। এই নিয়ে কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সাথে একপ্রস্থ সংঘাতও হয় তাঁর। গত রবিবার রাজস্থানের বিরুদ্ধে অবশ্য শুকনো, মন্থর পিচ চোখে পড়েছে। রান তুলতে বেগ পেয়েছেন ব্যাটাররা। আজ কেমন পিচ অপেক্ষা করে রয়েছে সেদিকেই তাকিয়ে সকলে। এর আগে ৯৯টি আইপিএল ম্যাচের মধ্যে ইডেনে প্রথম ব্যাটিং করে জয় এসেছে … বার। রান তাড়া করে সাফল্যের সংখ্যা …। অমীমাংসিত থেকেছে ১টি ম্যাচ।
Kolkata Weather Forecast (আবহাওয়া পূর্বাভাস)-

ইডেনে ইতিপূর্বে কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচটি ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। আজ নাইট রাইডার্স বনাম সুপার কিংস দ্বৈরথেও রয়েছে বৃষ্টির চোখরাঙানি। হাওয়া অফিস সূত্রে খবর যে ‘সিটি অফ জয়’তে বর্ষণের সম্ভাবনা ৫ শতাংশ। আকাশ মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াস। কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৬০ শতাংশ। যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। এছাড়া ম্যাচের সময় হাওয়ার গতিবেগ হতে পারে ৫ কিলোমিটার প্রতি ঘন্টা।
KKR vs CSK হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ৩১
- কলকাতার জয়- ১১
- চেন্নাইয়ের জয়- ১৯
- অমীমাংসিত- ০১
- শেষ সাক্ষাতে ফলাফল- কলকাতা ৮ উইকেটে জয়ী
দুই অধিনায়কের মন্তব্য-

অজিঙ্কা রাহানে-
আমরা প্রথমে ব্যাটিং করবো। উইকেট দেখে বেশ ভালো মনে হচ্ছে। শেষ দুটো ম্যাচে প্রথম ব্যাটিং করে জয় পেয়েছিলাম। আজও স্কোরবোর্ডে রান তুলে তা রক্ষা করার চেষ্টা করবো। একটা একটা করে ম্যাচ ধরে এগোনোই গুরুত্বপূর্ণ। ভবিষ্যত নিয়ে বেশী চিন্তা করছি না। আগের ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ছেলেরা এই ম্যাচটার জন্য মুখিয়ে রয়েছে। এই ফর্ম্যাটে কিছু হাড্ডাহাড্ডি ম্যাচে হারতেই হয়। কিন্তু আত্মবিশ্বাসী হওয়া অত্যন্ত জরুরী। যদি নূন্যতম সুযোগও থাকে তাহলেও সেরাটা দিতে হবে আমাদের। ভেঙ্কটেশ আইয়ার খেলতে পারছে না। ওর হাতে সেলাই পড়েছে। তার বদলে মনীশ পাণ্ডে খেলছে।
মহেন্দ্র সিং ধোনি-
এখানে বিভিন্ন সময়ে প্রচুর ক্রিকেট খেলেছি। এত ক্রিকেট খেলেছি যে এটা (ইডেন) কার্যত আমার কাছে হোমগ্রাউন্ডই। অঞ্চলভিত্তিক টুর্নামেন্ট, অফিস লীগ, অঞ্চলভিত্তিক রঞ্জি ট্রফির মত অনেক টুর্নামেন্ট এখানে খেলেছি। শুধু এই ভেন্যু নয়, আশেপাশের অনেক জায়গাতেই খেলেছি। আগামী বছরের জন্য উত্তর খোঁজাটাই আসল। মিডল অর্ডার ও বোলিং নিয়ে বহু প্রশ্নের উত্তর খুঁজতে চাই। আমাদের খেলোয়াড়দের সুযোগ দিচ্ছি কারণ আমরা শক্তিশালী এগারো বা বারো জনকে চাই। টুর্নামেন্টের শেষের দিকে এগুলো চেষ্টা করে দেখা যেতে পারে। ওদের দু’জন দারুণ স্পিনার রয়েছে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। (ডেভন) কনওয়ে ও উর্ভিল (প্যাটেল) খেলছে (সাইক) রশিদ ও (স্যাম) কারানের জায়গায়।
দুই দলের প্রথম একাদশ-

কলকাতা নাইট রাইডার্স (KKR)-
সুনীল নারাইন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, মনীশ পাণ্ডে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলি, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা।
ইমপ্যাক্ট প্লেয়ার- লভনীত সিসোদিয়া, অনরিখ নর্খিয়া, হর্ষিত রাণা, অনুকূল রয়, মায়াঙ্ক মারকণ্ডে।
চেন্নাই সুপার কিংস (CSK)-
উর্ভিল প্যাটেল, আয়ুষ মাথরে, ডেভন কনওয়ে, রবীন্দ্র জাদেজা, ডিওয়াল্ড ব্রেভিস, রবিচন্দ্রণ অশ্বিন, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), অংশুল কম্বোজ, মাথিশা পাথিরাণা, নূর আহমেদ, খলিল আহমেদ।
ইমপ্যাক্ট প্লেয়ার- শিবম দুবে, দীপক হুডা, রামকৃষ্ণ ঘোষ, জেইমি ওভারটন, কমলেশ নাগারকোটি।
KKR vs CSK, টস রিপোর্ট-
টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিলো কলকাতা নাইট রাইডার্স।