ipl-2025-kkr-to-spend-30cr-for-shreyas

IPL 2025: আগামী রবি ও সোমবার সৌদি আরবের জেড্ডা শহরে বসতে চলেছে অষ্টাদশতম আইপিএলের (IPL) মেগা নিলাম। মোট ৫৭৬ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে সেখানে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) কাদের দলে নেয় সেদিকে নজর থাকবে সকলের। বলিউড বাদশাহ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ট্রফি জয়ের পর বড়সড় রদবদলের মধ্যে দিয়ে গিয়েছে। মেন্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কোচ হিসেবে ভারতীয় দলে যোগ দিয়েছেন তিনি। নতুন মেন্টর হিসেবে ক্যারিবিয়ান কিংবদন্তি ডোয়েন ব্র্যাভোকে (Dwayne Bravo) নিয়োগ করেছে কেকেআর। ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও ছেঁটে ফেলেছে তারা। অনেকেই মনে করছেন নয়া নেতার সন্ধান নিলাম থেকেই করতে হবে কলকাতা’কে। কোন তারকার দিকে হাত বাড়ায় তারা তা নিয়ে থাকছে কৌতূহল।

Read More: IND vs AUS 1st Test: পারথে চেনা মেজাজে ঋষভ, কামিন্স’কে কাঁপিয়ে দিলো পন্থের ছক্কা !!

শ্রেয়সের জন্য অল-আউট যাবে কলকাতা ?

Shreyas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

২০২২ আইপিএল-এর (IPL) মেগা নিলাম থেকে শ্রেয়স আইয়ারকে দলে সামিল করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ১২.২৫ কোটি মুম্বইয়ের ক্রিকেটারের পিছনে খরচ করেছিলো তারা। ২০২২ ও ২০২৪, এই দুই মরসুম বেগুনি-সোনালী জার্সিতে খেলেছেন তিনি। মাঝে পিঠে বালজিং ডিস্কের সমস্যার কারণে ২০২৩-এ মাঠে নামতে পারেন নি শ্রেয়স। ব্যাটার ও অধিনায়ক হিসেবে তাঁর যা পারফর্ম্যান্স, তাতে অনেকেই আশা করেছিলেন যে নাইটদের রিটেনশন তালিকায় জায়গা পাবেন তিনি। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে উলটো ছবি। শ্রেয়সকে (Shreyas Iyer) রিলিজ করে দেওয়ার পথেই হেঁটেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। সংবাদসংস্থা রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কেকেআর সিইও ভেঙ্কি মাইশোর জানিয়েছিলেন যে তাঁরা প্রথম স্লটেই ‘রিটেন’ করতে চেয়েছিলেন শ্রেয়সকে। কিন্তু তাঁর আর্থিক দাবীদাওয়া পূরণ করা সম্ভব ছিলো না।

রিলিজড হওয়ার পর আপাতত মেগা নিলামে নাম লিখিয়েছেন শ্রেয়স আইয়ার। ২কোটি টাকা ভিত্তিমূল্য রেখেছেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা বেস প্রাইসের চেয়ে বহুগুণ উঠবে তাঁর দাম। দিল্লী ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মত ফ্র্যাঞ্চাইজিতেও অধিনায়কের আসন শূন্য আপাতত। তারা হাত বাড়াতে পারে শ্রেয়সের দিকে। অসমর্থিত সূত্র মারফত খবর মিলেছে যে শ্রেয়সের (Shreyas Iyer) জন্য দরজা খোলা রেখেছে নাইট রাইডার্স’ও। রিটেনশনের মাধ্যমে তাঁকে ধরে রাখতে ব্যর্থ হলেও নিলামের দড়ি-টানাটানিতে অংশ নিতে রাজী শাহরুখ খান, ভেঙ্কি মাইশোর’রা। ট্রফি জয়ী অধিনায়ককে পুনরায় বেগুনি-সোনালী জার্সি পরাতে যুদ্ধে যেতেও প্রস্তুত তাঁরা। ৩০ কোটি টাকা অবধিও শ্রেয়সের জন্য খরচ করার ক্ষেত্রে নাকি পিছপা হবে না নাইট শিবির।

নাইটদের অকশন পার্সে মাত্র ৫১ কোটি-

Kolkata Knight Riders | IPL | Image: Getty Images
Kolkata Knight Riders | Image: Getty Images

ছয়জন ক্রিকেটারকে রিটেন করেছে নাইট রাইডার্স। ১৩ কোটিতে প্রথম রিটেনশন স্লটটি পেয়েছেন রিঙ্কু সিং। পরবর্তী তিনটি রিটেনশন স্লটে রয়েছেন বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল। তিন জনকেই ১২ কোটি করে দিচ্ছে নাইট’রা। এছাড়া দুই আনক্যাপড তারকা রমনদীপ সিং ও হর্ষিত রাণা’কে ৪ কোটি করে দিচ্ছে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’রা। রিটেনশনে ৫৭ কোটি খরচ করেছে তারা। হিসেবমত নিলামে তাদের হাতে থাকা উচিৎ ৬৩ কোটি। কিন্তু আইপিএলের (IPL) নিয়ম অনুযায়ী চার জন ক্যাপড ও দু’জন আনক্যাপড তারকাকে ধরে রাখতে হলে ৬৯ কোটি খরচ করতেই হবে কোনো দলকে।। ফলে বাড়তি ১২ কোটি কাটা গিয়েছে তাদের পার্স থেকে। হাতে তাই রয়েছে ৫১ কোটি টাকা। এই টাকার মধ্যে ৩০ কোটি আদৌ শ্রেয়সের জন্য খরচ করা যুক্তিযুক্ত কিনা তা নিয়ে দ্বিধায় অনেকেই।

Also Read: IPL 2025: শেষ মুহূর্তে বড় পরিবর্তন, নিলামে নাম লেখালেন তারকা ফাস্ট বোলার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *