IPL 2025: গত বছর দুর্দান্ত ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। এক দশকের অপেক্ষা শেষে ঘরে এসেছিলো তৃতীয় আইপিএল (IPL) ট্রফি। এই মরসুমেও ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের থেকে পাহাড়প্রমাণ প্রত্যাশা ছিলো সমর্থকদের। কিন্তু লীগ পর্বের ৭ ম্যাচ খেলে ফেলার পরেও সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং-রা। এখনও পর্যন্ত মাত্র ৩টি খেলায় জয় পেয়েছে কলকাতা। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ছয় নম্বর স্থানে নেমে গিয়েছে তারা। ঘরের মাঠ ইডেনে নাইটরা হেরেছে বেঙ্গালুরু ও লক্ষ্ণৌর বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচের পারফর্ম্যান্সও আহামরি নয় তাদের। ওয়াংখেড়েতে নাস্তনাবুদ হতে হয়েছে মুম্বইয়ের বিপক্ষে। পাঞ্জাবের ছুঁড়ে দেওয়া ১১২ রানের লক্ষ্যও তাড়া করতে পারে নি দল। সূত্রের খবর যে হতশ্রী ক্রিকেটে খুশি নয় টিম ম্যানেজমেন্ট। খুব শীঘ্রই বড়সড় রদবদলের পথে হাঁটতে পারে তারা।
Read More: উল্কার গতিতে উত্থান KKR তারকা’র, বিরাট পুরস্কার দিচ্ছে ক্রিকেট নিয়ামক সংস্থা !!
পরিকল্পনার অভাব স্পষ্ট KKR-এর খেলায়-

গত বছর নাইটদের (KKR) সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ‘মেন্টর’ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সুনীল নারাইনকে ওপেনার হিসেবে ব্যবহার করা, প্রথম কয়েকটি ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও মিচেল স্টার্কের (Mitchell Starc) উপর ভরসা রাখা বা অঙ্গকৃষ রঘুবংশী, হর্ষিত রাণাদের মত তরুণদের খেলানোর মত একাধিক ছকভাঙা সিদ্ধান্ত নিয়ে বাজিমাত করেছিলেন তিনি। কিন্তু এবারের আইপিএলে (IPL) কলকাতার ডাগ-আউটে আর নেই তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়া ছেড়ে বসেছেন ভারতীয় দলের কোচের আসনে। নাইট রাইডার্স মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) চেয়েছিলেন তাঁকে ধরে রাখতে। সংবাদমাধ্যম সূত্রে খবর যে ব্ল্যাঙ্ক চেকের অফারও নাকি দিয়েছিলেন তিনি। কিন্তু রাজী হন নি গম্ভীর। এড়াতে পারেন নি বিসিসিআই-এর আহ্বান। তাঁর অভাব যেন চলতি মরসুমে অনুভূত হচ্ছে প্রতি মুহূর্তেই।
গম্ভীরের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভোকে (Dwayne Bravo) দায়িত্ব দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কোচের পদে রয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। কিন্তু তাঁদের জুটি এখনও বেগুনি-সোনালী বাহিনীকে গতবারের মত অপ্রতিরোধ্য করে তুলতে পারে নি। বরং প্রতি ম্যাচেই সামনে এসেছে পরিকল্পনার ফাঁকফোকর। লাগতার ব্যর্থ হওয়া্র পরেও দিনের পর দিন খেলে গিয়েছেন স্পেন্সার জনসন। অভিজ্ঞ অনরিখ নর্খিয়াকে বসে থাকতে হয়েছে বেঞ্চে। পৌনে ২৪ কোটির ভেঙ্কটেশ আইয়ারকে টপ-অর্ডারে না খেলিয়ে নামানো হচ্ছে পাঁচে। এমনকি রিঙ্কু সিং-কেও (Rinku Singh) চলতি মরসুমে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ম্যাচে ব্যাট করতে পাঠানো হয়েছে আট নম্বরে। এহেন পরিকল্পনার ভিত্তি ঠিক কি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষজ্ঞমহলে। নড়েচড়ে বসেছেন শাহরুখ খান, ভেঙ্কি মাইশোররাও।
কোচিং স্টাফে হতে পারে পরিবর্তন-

পাঞ্জাবের বিরুদ্ধে ১১২ তাড়া করতে নেমে যেভাবে ৯৫তে গুটিয়ে গিয়েছে নাইট রাইডার্স (KKR), তারপর রীতিমত ‘অ্যালার্ম বেল’ বাজতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজির অন্দরে। আগামী সোমবার ইডেনে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কলকাতার। সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ সূত্রে খবর যে ঐ ম্যাচে যদি শুভমান গিল’দের বিরুদ্ধে হারে দল, তাহলে কঠিন সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। এর আগে কখনোই মরসুমের মাঝপথে কোচ বদলের পথে হাঁটে নি কেকেআর, কিন্তু এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারে তারা। থমথমে পরিবেশের মধ্যেই আশার খবরও রয়েছে। গম্ভীরের সাথেই নাইট রাইডার্স ছেড়ে জাতীয় দলে সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন অভিষেক নায়ার। গতকাল তাঁকে বরখাস্ত করেছে বিসিসিআই। তিনি ফিরতে পারেন বেগুনি-সোনালী শিবিরে, রয়েছে গুঞ্জন।