IPL 2025: আগামী আইপিএলের (IPL) জন্য ঘর গোছানো শুরু করে দিয়েছে ২০২৪-এর চ্যাম্পিয়ন শিবির কলকাতা নাইট রাইডার্স (KKR)। একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিলামের আগেই ছ’টি রিটেনশন স্লট ব্যবহার করে ফেলেছে তারা। অর্থাৎ আরটিএমে আগ্রহী নয় বেগুনি-সোনালী শিবির। তারা ১৩ কোটির বিনিময়ে ধরে রেখেছে রিঙ্কু সিং-কে (Rinku Singh)। ১২ কোটি পাচ্ছেন সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল। আর দুই আনক্যাপড প্লেয়ার রমনদীপ সিং ও হর্ষিত রাণা’র জন্য খরচ হয়েছে ৪ কোটি টাকা করে। মোট ৫৭ কোটি টাকা রিটেনশনে খরচ হলেও আইপিএলের (IPL) ‘আজব’ নিয়মের সৌজন্যে ১২ কোটি অতিরিক্ত কাটা গিয়েছে তাদের অকশন পার্স থেকে। ২৪-২৫ তারিখের মেগা নিলামে ৫১ কোটি সঙ্গে করে নিলামের টেবিলে বসবে নাইটরা। যে ক্রিকেটারদের তাঁরা নিশানা করবেন, তাঁদের মধ্যে অবশ্যই থাকতে চলেছেন ফিল সল্ট (Phil Salt)।
Read More: IND vs SA: বাদ সঞ্জু স্যামসন, বিরাট কোহলির পছন্দের পত্র নিচ্ছেন শেষ টি-২০ একাদশে এন্ট্রি !!
ফিল সল্ট’কে ফেরাতে মরিয়া KKR-
২০২৪-এর আইপিএলের (IPL) জন্য যে মিনি নিলাম হয়েছিলো সেখানে কোনো দল’ই আগ্রহ দেখায় নি ফিল সল্টের (Phil Salt) জন্য। দিল্লী ক্যাপিটালস জার্সিতে ২০২৩-এ তাঁর ব্যর্থতা ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো ইংল্যান্ডের ক্রিকেটারকে। শিকে ছেঁড়ে শেষ মুহূর্তে। জেসন রয় (Jason Roy) সরে দাঁড়ানোয় বিকল্প হিসেবে সল্টকে (Phil Salt) সই করায় কলকাতা। আচমকা পেয়ে যাওয়া সুযোগের সদ্ব্যবহার করতে কোনো ভুল করেন নি উইকেটরক্ষক-ব্যাটার। প্রস্তুতি ম্যাচ থেকেই নজর কেড়েছিলেন তিনি। এরপর আইপিএলের (IPL) মূলপর্বেও ঝড় তোলেন ইংল্যান্ডের তারকা। সুনীল নারাইনের সাথে তাঁর জুটি একের পর এক ম্যাচে ধুন্ধুমার ভঙ্গিতে পাওয়ার-প্লে’তে রানের পাহাড়ের চূড়ায় পৌঁছে দিয়েছিলো নাইটদের। কলকাতাকে প্লে-অফে তোলার অন্যতম কারিগর ছিলেন সল্ট’ই।
দেশের ম্যাচ থাকায় আইপিএলের (IPL) প্লে-অফ পর্বে ছিলেন না সল্ট (Phil Salt)। ১২ ম্যাচে প্রায় ৪০ গড় ও ১৮২ স্ট্রাইক রেটে ৪৩৫ রান করেন তিনি। কলকাতার (KKR) দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। অনেকেই মনে করেছিলেন যে এবারও তাঁর রিটেনশন তালিকায় জায়গা দেবে নাইট রাইডার্স। কিন্তু তাঁর জন্য স্থান সঙ্কুলান করতে পারেন নি শাহরুখ, ভেঙ্কি মাইশোর’রা। তাতে অবশ্য দমছে না ফ্র্যাঞ্চাইজি। সংবাদসংস্থা রেভজস্পোর্টস জানাচ্ছে যে সল্ট’কে (Phil Salt) পেতে এখনও মরিয়া নাইট রাইডার্স শিবির। মেগা অকশনে ১০ থেকে ১২ কোটি সল্টের জন্য খরচ করতে রাজী নাইট রাইডার্স। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করেছেন সল্ট (Phil Salt)। করেছেন দেশের অধিনায়কত্ব’ও। ফলে তাঁকে পাওয়ার রাস্তাটা যে সহজ হবে তা জানে কলকাতা টিম ম্যানেজমেন্ট।
নাইটদের অধিনায়ক হয়ত রিঙ্কু সিং-
২০২৫-এর আইপিএলের (IPL) জন্য যে রিটেনশন তালিকা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স, সেখানে জায়গা পান নি শ্রেয়স আইয়ার। গত মরসুমের ট্রফি জয়ী স্কোয়াডের অধিনায়ক ছিলেন তিনি। দল পরিচালনায় তাঁর মুন্সীয়ানা নজরও কেড়েছিলো বিশেষজ্ঞদের। প্লে-অফের দুইটি ম্যাচেই কার্যকরী অর্ধশতরানও করেছিলেন তিনি। তা সত্ত্বেও শ্রেয়সকে বাতিল করেই সামনের দিকে এগোতে চাইছে বেগুনি-সোনালী শিবির। সূত্রের খবর আগামী মরসুমের জন্য যে পরিমাণ অর্থ ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে দাবী করেছিলেন মুম্বইয়ের ক্রিকেটার তা দিতে রাজী হন নি ভেঙ্কি মাইশোর, শাহরুখ খান’রা। আপাতত অধিনায়ক-হীন নাইট শিবির। সম্ভবত সেই শূন্য আসনে বসতে চলেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। ২০১৮ থেকে কলকাতা ফ্র্যাঞ্চাইজিতেই রয়েছেন তিনি। এবার সর্বোচ্চ মূল্যে রিটেনড’ও হয়েছেন। ঘরের ছেলে’কেই দায়িত্ব দিতে চায় টিম ম্যানেজমেন্ট।