IPL 2025: ৩১ জুলাই মুম্বইতে বিসিসিআই-এর সদর দপ্তরে আইপিএলের (IPL) দশ ফ্র্যাঞ্চাইজির সাথে নানান বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন বোর্ড কর্তারা। স্পষ্ট করে দেওয়া হয় যে মিনি নয়, ২০২৫ মরসুমের আগে থাকছে মেগা নিলাম। এর প্রায় দুই মাস পর রিটেনশন ও নিলাম সংক্রান্ত তথ্য প্রকাশ করে বিসিসিআই। ২০২২-এ চার জন ক্রিকেটারকে ‘রিটেন’ করার ছাড়পত্র দেওয়া হয়েছিলো। ২০২৫-এ সেই সংখ্যাটা বাড়িয়ে করা হয় পাঁচ। গত মেগা নিলামে আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয় নি ফ্র্যাঞ্চাইজিদের। কিন্তু এবার থাকছে তাও। একটি আরটিএম বিকল্প ব্যবহার করে রিলিজ করে দেওয়া কোনো তারকাকে দলে ফেরানো যেতে পারে। ৩১ অক্টোবরের মধ্যে রিটেনড ক্রিকেটারদের নামের তালিকা বোর্ডের কাছে জমা দেওয়ার নিদান দেওয়া হয়েছে। কোন শিবির কাদের ধরে রাখে তা নিয়ে ব্যাপক কৌতূহল ক্রিকেটজনতার মধ্যে।
Read More: IPL 2025: শ্রেয়সকে নিয়ে চলছে দড়ি-টানাটানি, KKR ছাড়তে প্রস্তুত ট্রফি জয়ী অধিনায়ক !!
ভবিষ্যতের কথা ভেবে পা ফেলছে নাইটরা-
পাঁচটি রিটেনশন স্লটের অর্থমূল্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিসিসিআই-এর তরফ থেকে। ক্যাপড ক্রিকেটারদের ক্ষেত্রে প্রথম তিনটি স্লটের দাম রাখা হয়েছে যথাক্রমে ১৮, ১৪ ও ১১ কোটি টাকা। পরবর্তী দুই স্লটের অর্থমূল্য থাকছে যথাক্রমে ১৮ ও ১৪ কোটি। অর্থাৎ পাঁচ জন ক্যাপড বা আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়’কে ধরে রাখতে হলে মোট ৭৫ কোটি টাকা খরচ করতে হবে কোনো আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিকে। তবে আনক্যাপড তারকাদের ‘রিটেন’ করার জন্য টাকার অঙ্ক কমিয়ে আনা হয়েছে ৪ কোটিতে। ১২০ কোটির অকশন পার্স থেকে ৭৫ কোটি কেবল পাঁচ জনের পিছনে খরচ করতে রাজী নয় অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিই। তারা হয় দুই বা তিনজনকে রিটেন করার পক্ষে অথবা বিনিয়োগ করছে আনক্যাপড ক্রিকেটারদের উপর। সূত্রের খবর যে এই দ্বিতীয় পন্থাটাই বেছে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)।
সংবাদমাধ্যম ‘প্রতিদিন’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে সম্পূর্ণ পাঁচটি রিটেনশন স্লটই ব্যবহার করতে পারে ২০২৪-এর আইপিএল (IPL) চ্যাম্পিয়নরা। দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল (Andre Russell) ও সুনীল নারাইন (Sunil Narine) এক দশকেরও বেশী সময় ধরে রয়েছেন নাইট রাইডার্স শিবিরে। ২০২৪-এর ট্রফি জয়ের পিছনেও অনন্য অবদান রেখেছেন তাঁরা। তাঁদের আগামীর জন্যও ধরে রাখতে চাইছে দল। এছাড়া পাঁচ ছক্কার নায়ক রিঙ্কু সিং-এর (Rinku Singh) উপরেও আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। এই তিনজনের মধ্যে কাকে কোন রিটেনশন স্লটটি দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। তবে মহাতারকাদের বদলে দুই আনক্যাপড তারকা হর্ষিত রাণা (Harshit Rana) ও রমনদীপ সিং-কে (Ramandeep Singh) ৪ কোটির বিনিময়ে ধরে রাখাই অধিক যুক্তিযুক্ত বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। তাঁরা ভবিষ্যতের সম্পদ হতে পারেন বলে ধারণা ভেঙ্কি মাইশোরদের।
একঝাঁক তারকাকে ছেড়ে দিচ্ছে কলকাতা-
মেগা অকশন মানেই তারকাদের দলবদল। আগামী মরসুমে কলকাতা নাইট রাইডার্স শিবিররেও দেখা যাবে না ২০২৪-এর ট্রফি জয়ী দলের একঝাঁক সদস্য’কে। ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে যে অনিশ্চিত খোদ অধিনায়ক শ্রেয়স আইয়ার’ই (Shreyas Iyer)। তাঁকে রিটেন করার প্রাথমিক ইচ্ছা ছিলো নাইটদের। কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে নেতৃত্বের প্রস্তাব রয়েছে তাঁর কাছে। থাকছে অধিক অর্থের প্রস্তাব’ও। যা ভাবাচ্ছে শ্রেয়সকে। ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার ফিল সল্ট (Phil Salt) নজর কেড়েছিলেন বেগুনি-সোনালী জার্সিতে। ভালো খেলেছিলেন ভেঙ্কটেশ আইয়ার’ও (Venkatesh Iyer)। তাঁদের রিটেন করতে পারছে না ফ্র্যাঞ্চাইজি। তবে তাঁদের জন্য আরটিএম ব্যবহারের চেষ্টা করা হতে পারে বলে খবর। এছাড়া মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তীদের মত তারকারাও হাতছাড়া হতে চলেছে নাইট রাইডার্সের। পরিবর্তে কাদের উপর বাজি ধরে দল, সেদিকেই নজর সমর্থকদের।