ipl-2025-kkr-restricts-rr-to-151-runs

IPL 2025: আইপিএলের (IPL) আরও এক হাইভোল্টেজ ম্যাচে আজ গুয়াহাটিতে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে টসে জিতে আজিঙ্কা রাহানে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। আজ তারকা অলরাউন্ডার সুনীল নারিনকে ছাড়াই মাঠে নামে নাইট বাহিনী। এই অভিজ্ঞ স্পিনার দলে না থাকলেও প্রথম থেকেই বিপক্ষদের উপর চাপ সৃষ্টি করেন স্পেন্সার জনসন, বৈভব অরোরা থেকে মঈন আলীর মতো তারকা ক্রিকেটার। ফলে ধ্রুব জুরেল নিজের দিকে ব্যাট করতে নেমে লড়াই চালালেও ১৫১ রানে শেষ হয় রাজস্থানের প্রথম ইনিংস।

Read More: IPL 2025: “দারুণ কামব্যাক নাইটদের…” ১৫১ তে আটকে গেলো রাজস্থান, নেটদুনিয়ার তারিফ কুড়োলেন কলকাতার বোলাররা !!

নাইট বোলিংয়ে ধস রাজস্থান ব্যাটিংয়ে-

IPL 2025, RR vs KKR: নাইট বোলিংয়ে ভেঙে পড়লো রাজস্থানের ব্যাটিং লাইনআপ, ১৫১ রানে শেষ হলো প্রথম ইনিংস!! 1
RR vs KKR | Image: Getty images

আজ রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ইনিংসে সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল ওপেনিং করতে আসেন। দুজনে মিলে দুরন্ত শুরু করার চেষ্টা করলেও স্পেন্সার জনসন এবং বৈভব অরোরা প্রথম থেকেই সুযোগ তৈরি করার চেষ্টা করেন। এর ফলে ৩.৫ ওভারে সরাসরি লেগ স্টাম উড়িয়ে দিয়ে বৈভব অরোরা সঞ্জু স্যামসনের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন। মাত্র ১১ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন এই তারকা ব্যাটসম্যান। এরপর মঈন আলীর স্পিন বোলিংয়ে ধরা দেন যশস্বী জয়সওয়াল। তিনি হর্ষিত রানাকে সহজ ক্যাচ দিয়ে বসেন। যশস্বীর ব্যাট থেকে আসে ১৫ বলে ২৫ রান। এরপর ঘরের মাঠে ব্যাট করতে নেমে তরুণ অধিনায়ক রিয়ান পরাগ বিস্ফোরক ব্যাটিং শুরু করেন। তবে তাকেও বেশি দূর এগোতে দেননি নাইট বোলাররা। মাত্র ১৫ বলে ২৫ রানে রিয়ানকে মাঠের বাইরে পাঠিয়ে দেন অভিজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী।

আশা জাগান ধ্রুব জুরেল-

IPL 2025, RR vs KKR: নাইট বোলিংয়ে ভেঙে পড়লো রাজস্থানের ব্যাটিং লাইনআপ, ১৫১ রানে শেষ হলো প্রথম ইনিংস!! 2
RR vs KKR | Image: Getty images

নাইটদের বোলিং আক্রমণে ৮২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল রাজস্থান। ব্যাট হাতে প্রভাব ফেলতে পারেননি কেকেআরের প্রাক্তন সদস্য নীতিশ রানাও। বল হাতে জ্বলে ওঠা মঈন আলী সরাসরি তার উইকেট উড়িয়ে দেন। মাত্র ৯ বলে ৮ রান করে ড্রেসিংরুমে হাঁটা লাগান নীতিশ। শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা বরুণ চক্রবর্তীর বলে ৪ রানে আউট হয়ে সমর্থকদের হতাশ করেন। এইরকম পরিস্থিতিতে রাজস্থানের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে এসে ধ্রুব জুরেল এক দিক থেকে ধরে থেকে লড়াই চালান। তিনি ২৮ বলে ৩৩ রান করে আশা জাগিয়েছিলেন। কিন্তু হর্ষিত রানা সুযোগ বুঝে এই গুরুত্বপূর্ণ উইকেটটিও তুলে নেন। এরপর আর কেউ ব্যাট হাতে নাইটদের বিপক্ষে মাথা তুলতে পারিননি। শিমরন হেটমায়ারের ব্যাট থেকে ৭ রান এবং জোফ্রা আর্চারের ব্যাট থেকে মাত্র ১৬ রান আসে। ফলে রাজস্থান রয়্যালসের প্রথম ইনিংস ১৫১ রানে শেষ হয়ে যায়। কলকাতার হয়ে দুটি করে উইকেট পেয়েছেন বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, মঈন আলি এবং হর্ষিত রানা।

Also Read: IPL 2025: “বাতিল করে ঠিকই করেছে…” ব্যর্থ নীতিশ রাণা, প্রাক্তন নাইটকে কটাক্ষ সোশ্যাল মিডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *