IPL 2025: গত বছর দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। লীগ পর্বে সর্বোচ্চ সংখ্যক পয়েন্ট সংগ্রহ করেছিলো তারা। পা রেখেছিলো প্লে-অফে। এরপর কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচেও প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদকে কার্যত খড়কুটোর মত উড়িয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিলো বেগুনি-সোনালী বাহিনী। এক দশক পর খেতাব ফিরেছিলো ‘সিটি অফ জয়’-এ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে আমূল বদলে গিয়েছে নাইটদের (KKR) ভাগ্য। এই মুহূর্তে ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়াররা। মুল্লানপুর, ওয়াংখেড়ের মত অ্যাওয়ে গ্রাউন্ডে জুটেছে লজ্জার হার। এমনকি ঘরের মাঠ ইডেনেও একের পর এক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে দল’কে। এমতাবস্থায় নাইট রাইডার্স আদৌ শেষ চারের যোগ্যতা অর্জন করতে পারবে কিনা তা নিয়েই রীতিমত সন্দিহান সমর্থকেরা।
Read More: IPL 2025: নাইটদের ব্যর্থতায় রুষ্ট শাহরুখ খান, কঠিন পদক্ষেপ নিয়েছেন বলিউড বাদশাহ !!
জয় ছাড়া রাস্তা নেই নাইটদের-

এখনও অবধি চলতি আইপিএলে (IPL) আটটি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এর মধ্যে মাত্র তিনটিতে জিতেছে তারা। হেরেছে পাঁচটি ম্যাচে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৫তে গুটিয়ে গিয়েছে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’রা। গুজরাত টাইটান্স-এর (GT) বিরুদ্ধে ইডেনে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুমড়ে গিয়েছে তাদের তারকাখচিত ব্যাটিং অর্ডার। গত বছর অনবদ্য ক্রিকেট উপহার দিয়েছিলো নাইটদের বোলিং বিভাগ। ২১ উইকেট নিয়েছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ১৯টি করে উইকেট নিয়েছিলেন মিচেল স্টার্ক, হর্ষিত রাণা, আন্দ্রে রাসেল। সুনীল নারাইনও পেয়েছিলেন ১৭ উইকেট। এবার স্টার্ক নেই নাইট শিবিরে। বাকি রয়েছেন ঠিকই। কিন্তু গত বছরের পারফর্ম্যান্স-এর ধারেকাছেও পৌঁছতে পারেন নি তাঁরা। স্পেন্সার জনসন, অনরিখ নর্খিয়ারাও হতাশই করেছেন বল হাতে।
নাইটদের (KKR) ঝুলিতে এই মুহূর্তে ছয় পয়েন্ট। লীগ তালিকায় সপ্তম স্থানে তারা। পিছনে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস। বাকি রয়েছে মাত্র ছয়টি ম্যাচ। প্লে-অফের রাস্তা পরিস্কার করতে ১৬ পয়েন্টের দিকে লক্ষ্য থাকবে বেগুনি-সোনালী শিবিরের। যদি ছয় ম্যাচের মধ্যে ছ’টিতেই জেতে কলকাতা, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৮। সেক্ষেত্রে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তাদের। যদি একটি ম্যাচে হারে তারা, জয় আসে বাকি পাঁচটিতে তাহলেও খুলতে পারে শেষ চারের দরজা। যদি ছয় ম্যাচের মধ্যে দু’টিতে হেরে বসে নাইটরা, সেক্ষেত্রে ১৪ পয়েন্টে শেষ করবে কলকাতা। তখন তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের পারফর্ম্যান্সের দিকে। ভরসা করতে হবে অঙ্কের জটিল সমীকরণের উপর। আর তিনটি বা তার বেশী ম্যাচে হারলে কোনো ভাবেই পৌঁছানো যাবে না প্লে-অফে।
KKR-এর অবশিষ্ট ম্যাচগুলি-
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৬/০৪/২০২৫ | KKR vs PBKS | ইডেন গার্ডেন্স |
২৯/০৪/২০২৫ | DC vs KKR | অরুণ জেটলি স্টেডিয়াম |
০৪/০৫/২০২৫ | KKR vs RR | ইডেন গার্ডেন্স |
০৭/০৫/২০২৫ | KKR vs CSK | চেপক |
১০/০৫/২০২৫ | SRH vs KKR | উপ্পল |
১৭/০৫/২০২৫ | RCB vs KKR | চিন্নাস্বামী |
অর্ডারি পিচেও বিপর্যয়ের মুখে কলকাতা-

মরসুমের শুরু থেকেই নাইট রাইডার্স (KKR) বনাম সিএবি দ্বৈরথ চলছে বাইশ গজ নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে হেরে অধিনায়ক অজিঙ্কা রাহানে আঙুল তুলেছিলেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের দিকে। পিচে যথেষ্ট স্পিন না থাকায় কার্যকরী হতে পারেন নি নারাইন-বরুণ চক্রবর্তী’রা, ইঙ্গিত করেছিলেন তিনি। এরপর লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে হাইস্কোরিং ম্যাচে হারের পরেও সুজনকেই খোঁচা দিয়ে রাহানে বলেন “আমি কিছু বললেই ঝামেলা হবে। আমাদের কিউরেটর গত কয়েকদিনে অনেক প্রচার পেয়েছেন। মনে হয় উনি সেটা উপভোগ করেন।” তবে গতকাল ইডেনেই রশিদ খান, সাই কিশোর, ওয়াশিংটন সুন্দরদের স্পিনের বিরুদ্ধে নাইট (KKR) ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের পর তাদের স্পিনের আবদার ঠিক কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেই গিয়েছে।