IPL 2025 KKR vs CSK: ছাঁটাই ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কুকেও বাদ দিয়েই চেন্নাইয়ের বিরুদ্ধে নামছে নাইট রাইডার্স !! 1

IPL 2025: সূক্ষ্ম সুতোয় ঝুলছে নাইট রাইডার্সের (KKR) প্লে-অফ ভাগ্য। ১১ ম্যাচে আপাতত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঝুলিতে রয়েছে ১১ পয়েন্ট। মরসুমের বাকি তিনটি ম্যাচের তিনটিতেই যদি জয় পায় বেগুনি-সোনালী শিবির, তাহলে সম্ভাবনা রয়েছে নক-আউট পর্বে পা রাখার। আর যদি তা না হয়, যদি একটি ম্যাচেও হারে কলকাতা, তাহলে পত্রপাঠ বিদায় নিতে হবে রাহানেদের। দিল্লী ও রাজস্থানের (RR) বিপক্ষে পরপর দু’টি ম্যাচ জিতে অনুরাগীমহলে আশা জাগিয়েছে বেগুনি-সোনালী শিবির। ‘শক্ত গাঁট’ চেন্নাইয়ের (CSK) বিরুদ্ধে কি হয় ফলাফল সেদিকে এখন তাকিয়ে সকলে। এবারের আইপিএলে ছন্দে নেই পাঁচ বারের চ্যাম্পিয়নরা। রয়েছে পয়েন্ট তালিকার একদম শেষে। খাতায়-কলমে ‘দুর্বল’ প্রতিপক্ষের বিরুদ্ধেও সেরা তারকাদেরই নামানোর ভাবনা কলকাতার কোচ-মেন্টরদের।

Read More: IPL 2025 MI vs GT Toss Report in Bengali: টসে জয় গুজরাতের, মুম্বই বধে বাম হাতি পেসারে আস্থা শুভমানদের !!

দুই বাম হাতি’কে ছেঁটে ফেলছে কলকাতা-

Rinku Singh and Venkatesh Iyer | IPL | Image: Getty Images
Rinku Singh and Venkatesh Iyer | IPL | Image: Getty Images

ইডেন গার্ডেন্সে বুধবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) ওপেনিং জুটিতে কোনো বদল না হওয়ারই সম্ভাবনা। ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইনের (Sunil Narine) সাথে সাজঘর থেকে বেরোতে পারেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। কয়েকটি ম্যাচে শুরুটা ভালো করেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেন নি তিনি। চাইবেন ধোনিদের বিপক্ষে একটি স্মরণীয় ইনিংস খেলতে। তিন নম্বরে থাকছেন অধিনায়ক রাহানে (Ajinkya Rahane) স্বয়ং। ইডেনে চলতি আইপিএলে (IPL) তাঁর পারফর্ম্যান্স বেশ ভালো। নিজের পুরনো দলের বিরুদ্ধে জাত চেনানোর বাড়তি তাগিদ অবশ্যই থাকবে তাঁর। চার নম্বরে কলকাতা খেলাতে পারে অঙ্গকৃষ রঘুবংশীকে। গত কয়েকটি ম্যাচে বেশ ভালো ব্যাটিং করেহেন মুম্বইয়ের তরুণ। বুধবারও তিনি হয়ে উঠতে পারেন নাইটদের আশা-ভরসা।

রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে গত রবিবার পাঁচে নেমে ২৫ বলে ৫৭* রানের রুদ্ধশ্বাস ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। সেই পজিশন থেকে সরানো হবে না ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। ছাঁটাই হতে পারেন ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ আইয়ার। গোটা মরসুম জুড়ে চূড়ান্ত হতাশ করেছেন তিনি। গত ম্যাচে কার্যত ‘লুকিয়ে’ রাখতে হয় তাঁকে। একাদশে থাকলেও পান নি ব্যাটিং-এর সুযোগ। বুধবার ডাগ-আউটে ঠাঁই হতে পারে তাঁর। বাদ পড়তে পারেন রিঙ্কু সিং-ও। তাঁর বদলে ফেরানো হতে পারে রমনদীপ সিং-কে (Ramandeep Singh)। লোয়ার অর্ডারে রমনদীপের বিগ হিটিং দক্ষতার পাশাপাশি তাঁর ফিল্ডিং ও প্রয়োজনে মিডিয়াম পেস বোলিং ইডেনে এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। এছাড়াও থাকছেন মঈন আলিও।

অপরিবর্তন থাকছে বোলিং বিভাগ-

Varun Chakravarthy, Venkatesh Iyer | IPL | Image: Getty Images
Varun Chakravarthy, Venkatesh Iyer | IPL | Image: Getty Images

চেন্নাইয়ের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে শক্তিশালী বোলিং ব্রিগেড নিয়েই মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। স্পিন বিভাগে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী অবশ্যই থাকছেন। সাথে আরও দুই স্পিন বিকল্প একাদশে যোগ করছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভো। খেলার সম্ভাবনা ইংল্যান্ডের মঈণ আলি ও ঝাড়খণ্ডের অনুকূল রয়ের। তাঁরা লোয়ার অর্ডারে ব্যাট হাতেও হতে পারেন কার্যকরী। চলতি আইপিএলে (IPL) হতাশ করেছেন নাইটদের বিদেশী পেসাররা। নর্খিয়া বা জনসন’কে সম্ভবত চেন্নাইয়ের বিরুদ্ধেও দেখা যাবে না একাদশে। বদলে দুই ফ্রন্টলাইন ফাস্ট বোলার হিসেবে আবারও হর্ষিত রাণা ও বৈভব আরোরার উপর ভরসা করতে পারে কলকাতা। সাথে তৃতীয় পেস বিকল্প হিসেবে থাকছেন আন্দ্রে রাসেল। মাঝের ওভারে জুটি ভাঙার দায়িত্ব তাঁর কাঁধে চাপাতে পারে বেগুনি-সোনালী বাহিনী।

CSK-র বিরুদ্ধে সম্ভাব্য KKR একাদশ-

প্রথমে ব্যাটিং-এর ক্ষেত্রে-

সুনীল নারাইন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, মনীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলি, অনুকূল রয়, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

সুনীল নারাইন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলি, অনুকূল রয়, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা।

ইমপ্যাক্ট প্লেয়ার- মনীশ পাণ্ডে/বৈভব আরোরা, লভনীত সিসোদিয়া, চেতন সাকারিয়া, রোভম্যান পাওয়েল, অনরিখ নর্খিয়া।

Also Read: IPL 2025: বৃষ্টিতে কপাল পুড়লো দিল্লির, লক্ষ্মীলাভ কলকাতার সহজে প্লে অফে করবে কোয়ালিফাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *