IPL 2025: CAB’র সাথে বারবার সংঘাত কলকাতা নাইট রাইডার্সের, ইডেনকে বিদায় জানাচ্ছে ফ্র্যাঞ্চাইজি !! 1

IPL 2025: গতকাল ফের ঘরের মাঠে হারের মুখ দেখলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রাহানে। মিচেল মার্শ, নিকোলাস পুরান, এইডেন মার্করামদের দাপটে দিশাহারা দেখালো বেগুনি-সোনালী বাহিনীর বোলিং আক্রমণকে। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট খুইয়ে ২৩৮ রান স্কোরবোর্ডে তুলে ফেলে লক্ষ্ণৌ (LSG)। জবাবে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স’ও রান তোলে ঝড়ের গতিতে। অর্ধশতকের গণ্ডী পেরোন অধিনায়ক অজিঙ্কা রাহানে। ভালো ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার। ওপেন করতে নেমে ১৩ বলে ৩০ করেন সুনীল নারাইন’ও। শেষ ওভার অবধি লড়াই চালান রিঙ্কু সিং। কিন্তু শেষরক্ষা করতে পারে নি গত আইপিএল-এর (IPL) চ্যাম্পিয়নরা। থামতে হয় ২৩৪-এ। ৪ রানের ব্যবধানে কলকাতা হারতেই আলোচনা শুরু হয়েছে ইডেনের পিচ নিয়ে।

Read More: হারিয়েছেন পুরোনো জৌলুস, এই বিস্ফোরক ব্যাটসম্যানের ব্যর্থতা জন্য ডুবছে দল !!

পিচ বিতর্কে কিউরেটরকে তোপ রাহানের-

Ajinkya Rahane | IPL | Image: Getty Images
Ajinkya Rahane | IPL | Image: Getty Images

আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে সরব হয়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ব্যাটিং বান্ধব বাইশ গজের পরিবর্তে টার্নিং ট্র্যাক চেয়ে সওয়াল করেছিলেন তিনি। বলেন, “আমার এমন পিচ চাই যেখানে স্পিনারদের জন্য সাহায্য রয়েছে। এখানে দেড় দিন পিচ ঢাকা ছিলো।” রাহানের মন্তব্যে অসন্তুষ্ট হয়েছিলেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। “আমি দায়িত্ব নেওয়ার পর এমনই উইকেট হয়েছে। আগেও এমনটাই ছিলো। পরিস্থিতি বদলায় নি। ভবিষ্যতেও রদবদল করা হবে না,” এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছিলেন তিনি। যদিও পরে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির অনুরোধে খানিক সুর নরম করেন তিনি। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের আগে পিচে জল দেওয়া কমিয়ে দেওয়া হয়। শুকনো, মন্থর বাইশ গজে বাজিমাতও করে কলকাতা।

গতকাল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ম্যাচের পর ফের মাথাচাড়া দিয়েছে পিচ বিতর্ক। দুই ইনিংস মিলিয়ে স্কোরবোর্ডে উঠেছে ৪৭২ রান। কোনো রকম সাহায্য পান নি স্পিনাররা। ৪ ওভারের কোটাই শেষ করতে পারেন নি সুনীল নারাইন। বরুণ চক্রবর্তীকেও দেখা যায় নি চেনা ছন্দে। চলতি টুর্নামেন্টে আদৌ ‘হোম অ্যাডভান্টেজ’ পাচ্ছে কলকাতা? খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নই করা হয়েছিলো রাহানেকে (Ajinkya Rahane)। নাইট রাইডার্স অধিনায়ক ব্যঙ্গের সুরে জানান, “দেখুন পিচ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আমি যদি মুখ খুলি তো ঝামেলা হয়ে যাবে। আমাদের যিনি কিউরেটর রয়েছেন, তিনি বেশ প্রচার পেলেন। তার জন্য তিনি সম্ভবত খুব খুশি। হোম অ্যাডভান্টেজের ব্যাপারে আপনাদের যা খুশি লিখতে পারেন। আমার যদি কিছু বলার থাকে তাহলে এখানে না বলে সরাসরি আইপিএল কর্তৃপক্ষকে বলবো।”

ইডেন থেকে সরে যাবে KKR ?

Eden Gardens | IPL | Image: Getty Images
Eden Gardens | Image: Getty Images

ইডেনের পিচ নিয়ে সরব হয়েছিলেন সাইমন ডুল ও হর্ষ ভোগলেও। ক্রিজবাজের একটি অনুষ্ঠানে ডুল বলেন, “ওরা স্টেডিয়াম ব্যবহারের জন্য টাকা দিচ্ছে। তারপরেও হোম টিম যা চাইছে তা দিতে কিউরেটর যদি রাজী না হন, তাহলে অন্য কোথাও ফ্র্যাঞ্চাইজি সরিয়ে নিয়ে যাওয়া উচিৎ।” সানরাইজার্স ম্যাচের পর খানিক নিভে এসেছিলো পিচ বিতর্কের আগুন। কিন্তু গতকাল লক্ষ্ণৌর বিরুদ্ধে নাইট রাইডার্সের হারের পর আবার মাথাচাড়া দিয়েছে তা। স্পিনিং ট্র্যাক চেয়েও বারবার যদি প্রত্যাখ্যাত হয় বেগুনি-সোনালী শিবির, তাহলে সত্যিই ফ্র্যাঞ্চাইজি সরতে পারে ‘সিটি অফ জয়’ থেকে, আশঙ্কা করছেন অনেকে। কটকের বারাবাটি স্টেডিয়াম হতে পারে তাদের নতুন ঠিকানা। নাইটদের হোম ম্যাচ আয়োজনে আগ্রহ দেখিয়েছে ত্রিপুরাও। নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে আগরতলায়। সেখানেও সরে যেতে পারে শাহরুখ খানের দল।

Also Read: IPL 2025: এত দিন ছিলেন ব্রাত্য, সুযোগ পেয়েই GT’র জার্সিতে জ্বলে উঠলেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *